পেকুয়া উপজেলা

কক্সবাজার জেলার একটি উপজেলা

পেকুয়া বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত একটি উপজেলা

পেকুয়া
উপজেলা
মানচিত্রে পেকুয়া উপজেলা
মানচিত্রে পেকুয়া উপজেলা
স্থানাঙ্ক: ২১°৪৯′১৬″ উত্তর ৯১°৫৮′৩৯″ পূর্ব / ২১.৮২১১১° উত্তর ৯১.৯৭৭৫০° পূর্ব / 21.82111; 91.97750 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাকক্সবাজার জেলা
প্রতিষ্ঠাকাল২৩ এপ্রিল, ২০০২
সংসদীয় আসন২৯৪ কক্সবাজার-১
সরকার
 • সংসদ সদস্যসৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বাংলাদেশ কল্যাণ পার্টি)
আয়তন
 • মোট১৩৯.৬৮ বর্গকিমি (৫৩.৯৩ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[১]
 • মোট১,৭৪,৯৬১
 • জনঘনত্ব১,৩০০/বর্গকিমি (৩,২০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট৫০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৪৭৭০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
প্রশাসনিক
বিভাগের কোড
২০ ২২ ৫৬
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান ও আয়তন সম্পাদনা

পেকুয়া উপজেলার আয়তন ১৩৯.৬৮ বর্গ কিলোমিটার। এটি আয়তনের দিক থেকে কক্সবাজার জেলার সবচেয়ে ছোট উপজেলা। কক্সবাজার জেলার উত্তরাংশে ২১°৪৩´ থেকে ২১°৫৪´ উত্তর অক্ষাংশ এবং ৯১°৫৩´ থেকে ৯২°০২´ পূর্ব দ্রাঘিমাংশ জুড়ে এ উপজেলার অবস্থান। কক্সবাজার জেলা সদর থেকে এ উপজেলার দূরত্ব ৪৭ কিলোমিটার। এ উপজেলার উত্তরে চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা, দক্ষিণে মহেশখালী উপজেলাচকরিয়া উপজেলা, পূর্বে চকরিয়া উপজেলা, পশ্চিমে কুতুবদিয়া উপজেলা

প্রশাসনিক এলাকা সম্পাদনা

২০০২ সালের ২৩ এপ্রিল চকরিয়া উপজেলার ৭টি ইউনিয়ন নিয়ে পেকুয়া উপজেলা গঠিত হয়।[২] এ উপজেলার প্রশাসনিক কার্যক্রম পেকুয়া থানার আওতাধীন।

ইউনিয়নসমূহ:

[৩]

জনসংখ্যার উপাত্ত সম্পাদনা

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী পেকুয়া উপজেলার লোকসংখ্যা ১,৭১,৫৩৮ জন। এর মধ্যে পুরুষ ৮৬,৩১০ জন এবং মহিলা ৮৫,২২৮ জন।[৪] এ উপজেলার মোট জনসংখ্যার ৯৮.৯৫% মুসলিম, ০.৯৬% হিন্দু এবং ০.০৯% বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী রয়েছে। এ উপজেলায় মগ, রোয়াই প্রভৃতি আদিবাসী জনগোষ্ঠীর বসবাস রয়েছে।[২]

শিক্ষা সম্পাদনা

পেকুয়া উপজেলার সাক্ষরতার হার ৬৭% এ উপজেলায় ৩টি কলেজ, ২টি ফাজিল মাদ্রাসা, ৪টি আলিম মাদ্রাসা, ১০টি মাধ্যমিক বিদ্যালয়, ৪টি দাখিল মাদ্রাসা, ২টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৪৮টি প্রাথমিক বিদ্যালয়, ২০টি এবতেদায়ী মাদ্রাসা ও ২০টি কিন্ডারগার্টেন রয়েছে।[৪]

শিক্ষা প্রতিষ্ঠান

যোগাযোগ ব্যবস্থা সম্পাদনা

পেকুয়া উপজেলায় যোগাযোগের প্রধান দুইটি সড়ক হল চকরিয়া-পেকুয়া সড়ক এবং বাঁশখালী-পেকুয়া সড়ক। প্রধান যোগাযোগ মাধ্যম মগনামা টু চিটাগাং সানলাইন আর বড় বাসসমূহ এবং সিএনজি চালিত অটোরিক্সা ও টমটম।

ধর্মীয় উপাসনালয় সম্পাদনা

পেকুয়া উপজেলায় ২০৫টি মসজিদ, ১টি ঈদগাহ, ৯টি মন্দির ও ২টি বিহার রয়েছে।[৪]

নদ-নদী সম্পাদনা

পেকুয়া উপজেলার দক্ষিণ ও পূর্ব সীমান্ত দিয়ে বয়ে চলেছে মাতামুহুরী নদী, পশ্চিমে রয়েছে কুতুবদিয়া চ্যানেল এবং দক্ষিণে মহেশখালী উপজেলার সীমান্তবর্তী অঞ্চল দিয়ে বয়ে চলেছে কোহেলিয়া নদী। এছাড়া ভোলাখাল নদী এ উপজেলাকে দ্বিখণ্ডিত করেছে এবং দক্ষিণ প্রান্তে প্রবাহিত হচ্ছে করিয়া খাল।[৫]

হাট-বাজার সম্পাদনা

পেকুয়া উপজেলায় মোট হাট-বাজার ১৫টি। এর মধ্যে রাজাখালী আলেক শাহ বাজার, বারবাকিয়া বাজার, আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজার, আরব শাহ বাজার,পেকুয়া হাট ও মগনামা কাজী মার্কেট উল্লেখযোগ্য।[৬]

দর্শনীয় স্থান সম্পাদনা

  • মগনামা ঘাট
  • উপজেলা শহীদ মিনার
  • বনকানন (টৈটং)
  • বারবাকিয়া রেঞ্জ অফিস
  • গ্রীন পার্ক (মগনামা)
  • আলহাজ্ব কবির আহমদ চৌধুরী জমিদার বাড়ি (পেকুয়া)

[৪]

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা

  • আলহাজ্ব সালাহউদ্দিন আহমদ; সাবেক সংসদ সদস্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
  • মাহমুদুল করিম চৌধুরী; সাবেক সংসদ সদস্য।[৭]

জনপ্রতিনিধি সম্পাদনা

সংসদীয় আসন
সংসদীয় আসন জাতীয় নির্বাচনী এলাকা[৮] সংসদ সদস্য[৯][১০][১১][১২][১৩] রাজনৈতিক দল
২৯৪ কক্সবাজার-১ চকরিয়া উপজেলা এবং পেকুয়া উপজেলা বীর মুক্তিযুদ্ধা ইব্রাহিম বাংলাদেশ আওয়ামী লীগ
উপজেলা পরিষদ ও প্রশাসন
ক্রম নং পদবী নাম
০১ উপজেলা চেয়ারম্যান[১৪] জাহাঙ্গীর আলম
০২ ভাইস চেয়ারম্যান[১৫] আজিজুল হক
০৩ মহিলা ভাইস চেয়ারম্যান[১৬] উম্মে কুলসুম মিনু
০৪ উপজেলা নির্বাহী কর্মকর্তা[১৭] মোহাম্মদ মাহবুবুল করিম

আরও দেখুন সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে পেকুয়া"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; banglapedia নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  3. "ইউনিয়নসমূহ - পেকুয়া উপজেলা - পেকুয়া উপজেলা"pekua.coxsbazar.gov.bd। ৫ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৭ 
  4. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; pekua নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  5. "পেকুয়া উপজেলার নদ নদী - পেকুয়া উপজেলা - পেকুয়া উপজেলা"pekua.coxsbazar.gov.bd। ২৫ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৭ 
  6. "হাট বাজারের তালিকা - পেকুয়া উপজেলা - পেকুয়া উপজেলা"pekua.coxsbazar.gov.bd 
  7. "প্রখ্যাত ব্যক্তিত্ব - পেকুয়া উপজেলা - পেকুয়া উপজেলা"pekua.coxsbazar.gov.bd। ২৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০১৭ 
  8. "Election Commission Bangladesh - Home page"www.ecs.org.bd 
  9. "বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জানুয়ারি ১, ২০১৯" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ১ জানুয়ারি ২০১৯। ২ জানুয়ারি ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯ 
  10. "সংসদ নির্বাচন ২০১৮ ফলাফল"বিবিসি বাংলা। ২৭ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  11. "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"প্রথম আলো। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  12. "জয় পেলেন যারা"দৈনিক আমাদের সময়। ৩১ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  13. "আওয়ামী লীগের হ্যাটট্রিক জয়"সমকাল। ২৭ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮ 
  14. "উপজেলা পরিষদ চেয়ারম্যান, পেকুয়া। - পেকুয়া উপজেলা - পেকুয়া উপজেলা"www.pekua.coxsbazar.gov.bd। ২৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৭ 
  15. "উপজেলা ভাইস চেয়ারম্যান - পেকুয়া উপজেলা - পেকুয়া উপজেলা"www.pekua.coxsbazar.gov.bd। ২৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৭ 
  16. "মহিলা ভাইস চেয়ারম্যান - পেকুয়া উপজেলা - পেকুয়া উপজেলা"www.pekua.coxsbazar.gov.bd। ২৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৭ 
  17. "মোহাম্মদ মাহবুবউল করিম - পেকুয়া উপজেলা - পেকুয়া উপজেলা"www.pekua.coxsbazar.gov.bd। ২৬ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৭ 

বহিঃসংযোগ সম্পাদনা