আলী আকবর ডেইল ইউনিয়ন
আলী আকবর ডেইল বাংলাদেশের কক্সবাজার জেলার অন্তর্গত কুতুবদিয়া উপজেলার একটি ইউনিয়ন।
আলী আকবর ডেইল | |
---|---|
ইউনিয়ন | |
৬নং আলী আকবর ডেইল ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে আলী আকবর ডেইল ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২১°৪৬′২৯″ উত্তর ৯১°৫০′৫৫″ পূর্ব / ২১.৭৭৪৭২° উত্তর ৯১.৮৪৮৬১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | কক্সবাজার জেলা |
উপজেলা | কুতুবদিয়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মোহাম্মদ জাহাঙ্গীর আলম |
আয়তন | |
• মোট | ১৮.৪০ বর্গকিমি (৭.১০ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২০,১৪৩ |
• জনঘনত্ব | ১,১০০/বর্গকিমি (২,৮০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ২২.৬১% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৪৭২০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাআলী আকবর ডেইল ইউনিয়নের আয়তন ৪৫৪৬ একর (১৮.৪০ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী আলী আকবর ডেইল ইউনিয়নের লোকসংখ্যা ২০,১৪৩ জন। এর মধ্যে পুরুষ ১০,৬৫২ জন এবং মহিলা ৯,৪৯১ জন।[১]
অবস্থান ও সীমানা
সম্পাদনাকুতুবদিয়া উপজেলার সর্ব-দক্ষিণে আলী আকবর ডেইল ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ৫ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে বড়ঘোপ ইউনিয়ন; পূর্বে কুতুবদিয়া চ্যানেল, পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়ন, উজানটিয়া ইউনিয়ন ও মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন এবং দক্ষিণে ও পশ্চিমে বঙ্গোপসাগর অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাআলী আকবর ডেইল ইউনিয়ন কুতুবদিয়া উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কুতুবদিয়া থানার আওতাধীন। এ ইউনিয়ন জাতীয় সংসদের ২৯৫নং নির্বাচনী এলাকা কক্সবাজার-২ এর অংশ। এ ইউনিয়নের গ্রামগুলো হল:
- ফতেহ আলী সিকদার পাড়া
- আলী আকবর ডেইল
- পূর্ব আলী আকবর ডেইল
- মধ্য আলী আকবর ডেইল
- খুদিয়ার টেক
- টেকপাড়া
- তাবালেরচর
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাআলী আকবর ডেইল ইউনিয়নের সাক্ষরতার হার ২২.৬১%।[১] এ ইউনিয়নে ২টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা ও ৮টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- আলী আকবর ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কুতুব আউলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- খুদিয়ার টেক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তাবালেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব আলী আকবর ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ফ্লাইট লেফটেন্যান্ট কাইমুল হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য আলী আকবর ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাআলী আকবর ডেইল ইউনিয়নে যোগাযোগের প্রধান সড়ক হল কুতুবদিয়া-আলী আকবর ডেইল সড়ক। যোগাযোগ মাধ্যম ট্যাক্সি, টেম্পু,মাহিন্দ্রা, রিক্সা, সাইকেল ও মোটর সাইকেল।
খাল ও নদী
সম্পাদনাআলী আকবর ডেইল ইউনিয়নের পূর্ব দিকে কুতুবদিয়া চ্যানেল এবং দক্ষিণ ও পশ্চিম দিকে রয়েছে বঙ্গোপসাগর।
দর্শনীয় স্থান
সম্পাদনা- বায়ু বিদ্যুৎ প্রকল্প
- সমুদ্র সৈকত
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- এ.টি.এম. নুরুল বশর চৌধুরী, সাবেক এমপি,সাবেক উপজেলা চেয়ারম্যান,সাবেক ইউপি চেয়ারম্যান।
- মোহাম্মদ নুরুচ্ছাফা; বর্তমান ইউপি চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা।
জনপ্রতিনিধি
সম্পাদনা- বর্তমান চেয়ারম্যান: মোহাম্মদ জাহাঙ্গীর আলম
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "কুতুবদিয়া উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org।
- ↑ "মাধ্যমিকবিদ্যালয় - আলি আকবর ডেইল ইউনিয়ন - আলি আকবর ডেইল ইউনিয়ন"। aliakbardeilup.coxsbazar.gov.bd।
- ↑ "মাদ্রাসা - আলি আকবর ডেইল ইউনিয়ন - আলি আকবর ডেইল ইউনিয়ন"। aliakbardeilup.coxsbazar.gov.bd।
- ↑ http://180.211.137.51:321/DashboardunionN.aspx?div=4&dis=412&thana=41203&union=06[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "বায়ু বিদ্যুত - আলি আকবর ডেইল ইউনিয়ন - আলি আকবর ডেইল ইউনিয়ন"। aliakbardeilup.coxsbazar.gov.bd। ৩ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০১৭।