২১ ফেব্রুয়ারি
তারিখ
(ফেব্রুয়ারি ২১ থেকে পুনর্নির্দেশিত)
<< | ফেব্রুয়ারি | >> | ||||
রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি |
১ | ২ | ৩ | ||||
৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ |
১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ |
২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ||
২০২৪ |
২১ ফেব্রুয়ারি গ্রেগরীয় বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫২তম দিন। বছর শেষ হতে আরো ৩১৩ (অধিবর্ষে ৩১৪) দিন বাকি রয়েছে।
ঘটনাবলী
সম্পাদনা- ১৮৪৮ - কার্ল মার্ক্স প্রকাশ করেন কমিউনিস্ট। ম্যানিফেস্টো তথা কমিউনিস্ট ইস্তেহার
- ১৯০১ - সালে কিউবা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়।
- ১৯১৬ - জার্মানের ফ্রান্স আক্রমণের মধ্য দিয়ে ভাদুনের যুদ্ধ শুরু।
- ১৯৪৬ - বোম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীতে বিদ্রোহ ঘটে।
- ১৯৫২ (৮ ফাল্গুন, ১৩৫৮) - বাংলা ভাষা আন্দোলনে অংশ গ্রহণকারী মিছিলরত ছাত্র-জনতার ওপর ঢাকায় পুলিশের গুলি বর্ষণ। নিহত বরকত, সালাম, রফিক, জব্বার প্রমুখ।
- ১৯৬৫ - মার্কিন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনকর্মী ম্যালকম এক্স নিউ ইয়র্কে আততায়ীর গুলিতে নিহত হন।
- ২০০০ - বিশ্বে প্রথমবারের মতো ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ পালিত হয়।
জন্ম
সম্পাদনা- ১৮১৫ - ফরাসি চিত্রশিল্পী ঝাঁ লুই এর্নেস্ট মাসোঁয়া
- ১৮৭৬ - রুমানিও ভাস্কর কনস্তানতিন ব্রানকুসি
- ১৮৭৮ - ঋষি অরবিন্দের শিষ্যা শ্রীমা জন্ম গ্রহণ করেন। (মৃ.১৭/১১/১৯৭৩)
- ১৮৯১ - নির্মলেন্দু লাহিড়ী বাংলা রঙ্গমঞ্চের খ্যাতনামা অভিনেতা ।(মৃ.২৮/০২/১৯৫০)
- ১৮৯৪ - শান্তি স্বরূপ ভাটনগর প্রখ্যাত ভারতীয় রসায়ন বিজ্ঞানী ।(মৃ.০১/০১/১৯৫৫)
- ১৯২৭ -
- অশেষ প্রসাদ মিত্র,ভারতীয় বাঙালি পদার্থবিজ্ঞানী।(মৃ.০৩/০৯/২০০৭)
- পণ্ডিত অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত ভারতীয় বাঙালি সঙ্গীতাচার্য।
- ১৯৩০ - গোবিন্দ হালদার, বাঙালি গীতিকার।(মৃ.২০১৫)
- ১৯৪৭-
- বিশ শতকের সত্তর দশকের পরবর্তী সময়ের খ্যাতনামা কথাসাহিত্যিক ভগীরথ মিশ্র।
- মাসুদ পারভেজ সোহেল রানা, বাংলাদেশি অভিনেতা, পরিচালক ও প্রযোজক।
- ১৯৫০ - একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী, স্বাধীন বাংলা বেতার শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা ফকির আলমগীর। (জ. ২৩/০৭/২০২১)
- ১৯৬১ - অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন বাঙালি অর্থনীতিবিদ।
- ১৯৭০ - মাইকেল স্লেটার, অস্ট্রেলীয় ক্রিকেটার।
মৃত্যু
সম্পাদনা- ১৬৭৭ - বারুক স্পিনোজা, একজন ওলন্দাজ দার্শনিক।
- ১৯৫২ - আব্দুস সালাম, রফিক, বরকত, জব্বার, ভাষা আন্দোলনের শহীদ ।
- ১৯৫৮ - ডানকান এডওয়ার্ডস, একজন ইংরেজ আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়।
- ১৯৬৫ - মার্কিন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনকর্মী ম্যালকম এক্স নিউ ইয়র্কে আততায়ীর গুলিতে নিহত হন।
- ১৯৬৮ - হাওয়ার্ড ফ্লোরি, নোবেল বিজয়ী অস্ট্রেলীয় জীববিজ্ঞানী।
- ১৯৯৩ - অখিল নিয়োগী স্বপনবুড়ো ছদ্মনামে পরিচিত প্রখ্যাত শিশু সাহিত্যিক ও কবি। জ.২৫/১০/১৯০২)
- ২০১২ - শর্বরী রায়চৌধুরী, বিশিষ্ট ভারতীয় বাঙালি ভাস্কর।(জ.২১/০১/১৯৩৩)
- ২০২২ - প্রখ্যাত ভারতীয় বাঙালি গীতিকার ও সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।[১] (জ.১৯৩১)
- ২০২৪ - ফলি স্যাম নরিম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ভারতীয় আইনজীবি। (জ.১৯২৯)[২]
ছুটি ও অন্যান্য
সম্পাদনা- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইউনেস্কো
- শহীদ দিবস, বাংলাদেশ
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "এখনও সারেঙ্গিটা বাজছে'… প্রয়াত সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়"। সংগ্রহের তারিখ ২০২২-০২-২১।
- ↑ "প্রয়াত প্রবীণ আইনজীবী নরিম্যান, আইন জগতের 'পিতামহ ভীষ্ম'র মৃত্যুতে শোকের ছায়া"। সংগ্রহের তারিখ ২০২৪-০২-২১।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ২১ ফেব্রুয়ারি সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |