ফাজিলপুর ইউনিয়ন, ফেনী সদর
ফাজিলপুর ইউনিয়ন বাংলাদেশের ফেনী জেলাধীন সদর উপজেলার অন্তর্গত ১২ নং ইউনিয়ন। ফেনী সদর উপজেলার দক্ষিণ দিকে ঢাকা-চট্টগ্রাম জাতীয় মহাসড়ক ও ঢাকা-চট্টগ্রাম জাতীয় রেলপথের উত্তর পাশে মনোরম পরিবেশে ফাজিলপুর ইউনিয়নের অবস্থান।
ফাজিলপুর | |
---|---|
ইউনিয়ন | |
১২নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে ফাজিলপুর ইউনিয়ন, ফেনী সদরের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৫৭′২১″ উত্তর ৯১°২৯′২৮″ পূর্ব / ২২.৯৫৫৮৩° উত্তর ৯১.৪৯১১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ফেনী জেলা |
উপজেলা | ফেনী সদর উপজেলা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৯০১ |
আয়তন
সম্পাদনাফাজিলপুর ইউনিয়নের আয়তন ১১.৭০ বর্গ কিলোমিটার প্রায়।
জনসংখ্যা
সম্পাদনা২০২২ সালের জনশুমারি অনুযায়ী ফাজিলপুর ইউনিয়নের জনসংখ্যা ৩৪৮৮৭ জন।
অবস্থান ও সীমানা
সম্পাদনাফেনী সদর উপজেলার দক্ষিণ-পূর্বাংশে ফাজিলপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের দক্ষিণে ফরহাদনগর ইউনিয়ন; পশ্চিমে ছনুয়া ইউনিয়ন; উত্তর-পশ্চিমে মোটবী ইউনিয়ন; উত্তর-পূর্বে ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়ন এবং পূর্বে মুহুরী নদী, ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়ন ও ঘোপাল ইউনিয়ন অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাফাজিলপুর ইউনিয়ন ফেনী সদর উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ফেনী সদর থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৬নং নির্বাচনী এলাকা ফেনী-২ এর অংশ।
এ ইউনিয়নের গ্রামগুলো হলো:
- ফাজিলপুর গ্রাম
- শিবপুর গ্রাম
- রাজনগর গ্রাম
- মৌজা সংখ্যা: ৩টি
- প্রধান বাজার: ৪টি
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনাফাজিলপুর ইউনিয়নের স্বাক্ষরতার হার ৭০% (প্রায়)।
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- মাদ্রাসা
- ফাজিলপুর ওয়ালিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা
- ফাজিলপুর সিদ্দিক এ আকবর মাদ্রাসা
- ফাজিলপুর মুজিবিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা
- শিবপুর উম্মুল মুমিনিন মহিলা দাখিল মাদ্রাসা
- উত্তর ফাজিলপুর লস্করতালুক নূরানী তালিমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা
- প্রাথমিক বিদ্যালয়
- শিবপুর বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়
- শিবপুর বটতলী সালেহ-ফেরদৌস একাডেমী
- মাধ্যমিক বিদ্যালয়
- ফাজিলপুর উচ্চ বিদ্যালয়
- ফাজিলপুর ডব্লিউ.বি কাদরী উচ্চ বিদ্যালয়
- শিবপুর আর.বি হাট আলী আহমদ উচ্চ বিদ্যালয়
- কলেজ
- ফেনী সাউথ-ইষ্ট ডিগ্রী কলেজ, ফাজিলপুর
স্বাস্থ্য বিষয়ক প্রতিষ্ঠানসমূহ
সম্পাদনাফাজিলপুর ইউনিয়নে স্বাস্থ্য বিষয়ক মোট তিনটি প্রতিষ্ঠান রয়েছে। ফাজিলপুর ও শিবপুর উভয় গ্রামে এই প্রতিষ্ঠানসমূহের অবস্থান।
- ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র: ০১ টি; ফাজিলপুর গ্রামে অবস্থিত।
- ইউনিয়ন উপ স্বাস্থ্য কেন্দ্র: ০১ টি; শিবপুর গ্রামে (বটতলী বাজারে) অবস্থিত।
- কমিউনিটি ক্লিনিক: ০১ টি; শিবপুর গ্রামে (ভূইয়ার হাটে) অবস্থিত।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাফাজিলপুর ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। এই ইউনিয়নের উপর দিয়ে ঢাকা-চট্টগ্রাম (জাতীয়) মহাসড়ক ও ঢাকা-চট্টগ্রাম (জাতীয়) রেলপথ রয়েছে। যা চট্রগ্রাম শহরের সাথে সংযুক্ত হয়েছে। ফেনী শহর থেকে খুব সহজে ফাজিলপুর ইউনিয়নের যে কোনো গ্রামে যাতায়াত করা যায়।
নদ-নদী
সম্পাদনামুহুরী নদী ফাজিলপুর ইউনিয়নের পূর্ব পাশ দিয়ে উত্তর-দক্ষিণে প্রবাহিত হয়ে দক্ষিণে বঙ্গোপসাগরের সাথে মিলিত হয়েছে।
হাট-বাজার
সম্পাদনাঐতিহ্যবাহী ফাজিলপুর রহিম উল্যাহ সাহেবের বাজার ফাজিলপুর ইউনিয়নের প্রধান বাজার। অন্যান্য বাজার সমুহ হলো:
- বটতলী বাজার (শিবপুর)
- ভূঁইয়ার হাট (শিবপুর)
- আল আমিন মার্কেট (শিবপুর)
- কলাতলী বাজার (ফাজিলপুর)
- হাজী ওসমান গনির বাজার (নতুন বাজার)
দর্শনীয় স্থান
সম্পাদনা- মুহুরী নদী
- মুহুরী সেতু
- ফাজিলপুর রেলওয়ে স্টেশন
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- মোহাম্মদ সাইফুদ্দিন, ক্রিকেটার, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |