রাধানগর ইউনিয়ন, ছাগলনাইয়া
ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার একটি ইউনিয়ন
রাধানগর বাংলাদেশের ফেনী জেলার অন্তর্গত ছাগলনাইয়া উপজেলার একটি ইউনিয়ন।[১]
রাধানগর | |
---|---|
ইউনিয়ন | |
৮নং রাধানগর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে রাধানগর ইউনিয়ন, ছাগলনাইয়ার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°০′৫২″ উত্তর ৯১°৩১′১৫″ পূর্ব / ২৩.০১৪৪৪° উত্তর ৯১.৫২০৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ফেনী জেলা |
উপজেলা | ছাগলনাইয়া উপজেলা |
জনসংখ্যা | |
• মোট | ৩৩,০০৬ |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৯১০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাজনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের আদম শুমারি অনুযায়ী, পুরুষ ১৭৬৭৩ জন,নারী ১৫৩৩৩ জন এবং মোট জনসংখ্যা ৩৩০০৬জন।
অবস্থান ও সীমানা
সম্পাদনাছাগলনাইয়া উপজেলার মধ্যাংশে রাধানগর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে ছাগলনাইয়া পৌরসভা; পশ্চিমে পাঠাননগর ইউনিয়ন, ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়ন ও ফাজিলপুর ইউনিয়ন; দক্ষিণে শুভপুর ইউনিয়ন এবং পূর্বে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনারাধানগর ইউনিয়ন ছাগলনাইয়া উপজেলার আওতাধীন ৮নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম ছাগলনাইয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৫নং নির্বাচনী এলাকা ফেনী-১ এর অংশ।
গ্রাম
সম্পাদনা- দক্ষিণ আধার মানিক
- উত্তর অধার মানিক
- পূর্ব ছাগলনাইয়া
- পূর্ব মধুগ্রাম
- পশ্চিম মধুগ্রাম
- মোকামিয়া
- জুজার গ্রাম
- নিচিন্তা
- কাশীপুর
ওয়ার্ড
সম্পাদনা০৮ নং রাধানগর ইউনিয়ন
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাকলেজ
সম্পাদনামাধ্যমিক বিদ্যালয়
সম্পাদনা- রাধানগর উচ্চ বিদ্যালয়
- জিনারহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
সম্পাদনা- আনোয়ারা বেগম সরকারী বালিকা বিদ্যালয়
- আজমেরী বেগম সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- নিচিন্তা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
- কাশীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।
মাদ্রাসা
সম্পাদনা- শহীদ জিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা
- পূর্ব মধুগ্রাম দারুল উলূম ইসলামিয়া মাদ্রাসা
- পূর্ব মধুগ্রাম হাফেজিয়া মাদ্রাসা
- জিনারহাট ফাজিল মাদ্রাসা
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনা- মূলত রিক্সা,সিএনজি এ এলাকার প্রধান
পরিবহন ব্যবস্থা।
- পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক
- ছাগলনাইয়া-বারইয়ারহাট সড়ক
- ছাগলনাইয়া-পুরাতন মুহুরীগন্জ সড়ক
খাল ও নদী
সম্পাদনানদী
সম্পাদনাখাল
সম্পাদনামধু চরা খাল (indobangla) ক্যানেল
হাট-বাজার
সম্পাদনা- জঙ্গল মিয়া রাস্তার মাথা
- রাধানগর বাজার
- রাধানগর-কৃষ্ণনগর সীমান্ত হাট
- জঙ্গল মিয়া বাজার
দর্শনীয় স্থান
সম্পাদনা- রাধানগর-কৃষ্ণনগর সীমান্ত হাট
- শমসের গাজী দিঘী
- বাঁশের কেল্লা শুভপুর
জনপ্রতিনিধি
সম্পাদনাচেয়ারম্যানবৃন্দ
সম্পাদনাসদস্যবৃন্দ
সম্পাদনা- সালা উদ্দীন(মেম্বার)
- রাহেলা আক্তার (মহিলা মেম্বার )
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |