প্রাম্বানান মন্দির
প্রাম্বানান মন্দির (ইন্দোনেশীয়: Candi Prambanan, জাভানীয়: ꦫꦫꦗꦺꦴꦁꦒꦿꦁ) বা লোরো জংগ্রাঙ্গও (জাভানিজ: ꦫꦫꦗꦺꦴꦁꦒꦿꦁ, অনুবাদঃ লোরো জংগ্রাঙ্গও) ইন্দোনেশিয়ার বিশেষ অঞ্চল যোগজাকার্তার ৯ম শতাব্দীর হিন্দু মন্দির। এটি ত্রিমূর্তি ব্রহ্মা, বিষ্ণু এবং শিব কে উৎসর্গ করে তৈরি। ইন্দোনেশিয়া এবং দক্ষিণপূর্ব এশিয়ার বৃহত্তম মন্দির ।১৯৯১ সালে ইউনেস্কো প্রাম্বানান মন্দিরকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে। এটি তার লম্বা এবং তীক্ষ্ণ আর্কিটেকচারের দ্বারা চিহ্নিত। এটি হিন্দু স্থাপত্যের আদর্শ। পৃথক মন্দিরগুলির বৃহৎ কমপ্লেক্সের অভ্যন্তরে বিশাল ৪৭ মিটার উচ্চ (১৫৪ ফুট) কেন্দ্রীয় ভবন আছে [১]। প্রাম্বানান মন্দির সারা বিশ্ব থেকে অনেক দর্শককে আকর্ষণ করে।[২][৩]
প্রাম্বানান | |
---|---|
অবস্থান | বোকোহারজো, প্রম্বানান, স্লেমান রিজেন্সি, প্রম্বানান ও যোগকার্তা বিশেষ অঞ্চল, ক্লাটেন রিজেন্সি, সেন্ট্রাল জাভা, ইন্দোনেশিয়া |
স্থানাঙ্ক | ৭°৪৫′৮″ দক্ষিণ ১১০°২৯′৩০″ পূর্ব / ৭.৭৫২২২° দক্ষিণ ১১০.৪৯১৬৭° পূর্ব |
নির্মিত | মূলত হিন্দু সঞ্জয় রাজবংশের শাসনামলে ৮৫০ খ্রিস্টাব্দে নির্মিত |
ধরন | সাংস্কৃতিক |
মানদণ্ড | i, iv |
মনোনীত | ১৯৯১ (১৫ততম অধিবেশন) |
এর অংশ | প্রম্বানন মন্দির কম্পাউন্ড |
সূত্র নং | 642 |
Region | দক্ষিণ-পূর্ব এশিয়া |
প্রম্বানন মন্দির | |
---|---|
ধর্ম | |
অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
ইতিহাস
সম্পাদনাপ্রাম্বানান মন্দির প্রাচীন জাভার বৃহত্তম হিন্দু মন্দির এবং প্রথম মন্দির ৯ শতকের মাঝামাঝি সম্পন্ন হয়। হিন্দু সঞ্জয় রাজবংশের রাকাই পিকাতান বৌদ্ধ শৈলেন্দ্র রাজবংশ এর বরোবুদুর এবং সেভু মন্দিরের উত্তর হিসাবে এই মন্দির নির্মাণ শুরু করেছিলেন। ঐতিহাসিকরা মনে করেন যে রাজবংশ রাজবংশের প্রায় এক শতাব্দীর পর প্রাম্বানান মন্দির নির্মাণ হিন্দু সঞ্জয় রাজবংশের কেন্দ্রীয় জাভাতে ক্ষমতায় ফিরে আসার প্রতীক। এই বৃহদায়তন হিন্দু মন্দির নির্দেশ করে যে মেদাঙ্গ রাজ্য মহাযান বৌদ্ধধর্ম থেকে শৈব হিন্দুধর্মে তার পৃষ্ঠপোষকতা স্থানান্তরিত করেছিল।
অবস্থান
সম্পাদনামন্দিরটি কেন্দ্রীয় জাভা এবং যোগজাকার্তা প্রদেশের সীমান্তে যোগজাকার্তা শহরের প্রায় ১৭ কিলোমিটার (১১ মাইল) উত্তর-পূর্বে অবস্থিত।[৪]
মন্দির
সম্পাদনাপ্রাম্বানন মন্দির গঠিত:
- ৩ টি ত্রিমূর্তি মন্দির : বিষ্ণু, শিব ও ব্রহ্মাকে নিবেদিত তিনটি প্রধান মন্দির
- ৩ ভাহানা মন্দির : তিন দেবীর প্রতিটি দেবতার বাহন ত্রিমূর্তি মন্দিরের সামনে তিনটি মন্দির; গরুড়, নন্দী ও হংস কে নিবেদিত
- ২ অপিত মন্দির : উত্তর ও দক্ষিণ দিকে ত্রিমূর্তি ও বাহন মন্দিরগুলির মধ্যে অবস্থিত দুটি মন্দির
- ৪ কিলির মন্দিরসমূহ : চারটি ছোট মন্দির মূল দিকের অভ্যন্তরীণ অঞ্চলের ৪টি প্রধান প্রবেশদ্বারের ঠিক বাইরে
- ৪ পটক মন্দির : চারটি ছোট মন্দির অভ্যন্তরীণ অঞ্চলের ৪ কোণে অবস্থিত
- '২২৪ পারভারা মন্দির ': শত শত মন্দির ৪টি কেন্দ্রীয় বর্গাকার সারিতে সাজানো; ভিতরের সারির বাইরের সারির মন্দিরের সংখ্যাগুলি হল: ৪৪, ৫২, ৬০, এবং ৬৮
প্রাম্বানন মন্দির লোরো জংগ্রাঙ্গ কমপ্লেক্স নামেও পরিচিত। লোরো জংগ্রাঙ্গ (কিংবদন্তি) বেশ জনপ্রিয় । একসময় এই শিব মন্দির কমপ্লেক্সে ২৪০ টি মন্দির ছিল, বড় বড় বা ছোট [৫] ।বর্তমানে ৮ টি প্রধান মন্দির এবং অভ্যন্তরীণ অঞ্চলের ৮ টি ছোট মন্দির পুননির্মাণ করা হয়েছে। তবে ২২৪ টি পারভার মন্দিরগুলির মধ্যে কেবল ২ টিই সংস্কার করা হয়েছে। তাদের অধিকাংশই নষ্ট হয়ে গেছে; শুধুমাত্র কিছু বিক্ষিপ্ত অংশ রয়ে গিয়েছে। মন্দির কমপ্লেক্সটি তিনটি অঞ্চল নিয়ে গঠিত। প্রথমটি বাইরের অঞ্চল। দ্বিতীয়টি মধ্যযুগীয় অঞ্চল যাতে শত শত ছোট মন্দির রয়েছে । তৃতীয়টি পবিত্রতম অভ্যন্তরীণ এলাকা যাতে আটটি প্রধান মন্দির এবং আটটি ছোট মন্দির রয়েছে।এছাড়া এখানে মা দুর্গার মহিষাসুরমর্দিনী মূর্তি পাওয়া গেছে। [৬]
রামায়ণ ব্যালে ও উৎসব
সম্পাদনা১৯৬১ সাল থেকেপ্রাম্বানান মন্দির প্রাঙ্গণে প্রত্যেকদিন রামায়ণ ব্যালে হয়ে আসছে। এটি যেকোনো স্টেজ শোয়ের ক্ষেত্রে একটি বিশ্বরেকর্ড। ব্যালের কুশীলবদের বেশিরভাগ ইসলাম ধর্মানুসারী। মন্দিরে ‘নিয়েপি’ (Nyepi) বা ‘নিরবতার দিন’ পালন করা হয়।[৭][৮]
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Archived copy"। ২০১১-১০-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৮-১২।
- ↑ Prambanan Temple
- ↑ http://www.worldheritagesite.org/tags/tag.php?id=1070
- ↑ Prambanan Temple Compounds – UNESCO World Heritage Centre
- ↑ Ariswara 1993, p. 8.
- ↑ "Prambanan: A Brief Architectural Summary"। Borobudur TV। ২০০৩-০৫-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-১০-৩১।
- ↑ Nyepi di Prambanan[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Nyepi di Candi Prambanan
বহিঃসংযোগ
সম্পাদনা- Prambanan official site
- PT. Taman Wisata Candi Borobudur Prambanan dan Ratu Boko at Google Cultural Institute
- উইকিভ্রমণ থেকে প্রাম্বানান মন্দির ভ্রমণ নির্দেশিকা পড়ুন।
- Prambanan map on wikimapia
- Entry on unesco.org
- Prambanan Temple Compounds short documentary by UNESCO and NHK
- Exploring Prambanan