প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্রের তালিকা

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় হলেন একজন ভারতীয় অভিনেতা, প্রযোজক এবং টেলিভিশন উপস্থাপক। তিনি প্রধানত বাংলাহিন্দি ভাষার চলচ্চিত্রে কাজ করেন। হৃষিকেশ মুখার্জি পরিচালনায় ছোট জিঙ্গাসা তে শিশু অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। এর জন্য তিনি বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন - বছরের সবচেয়ে অসামান্য কাজের পুরস্কার জিতেছেন। প্রসেনজিৎ দুটি পাতা চলচ্চিত্রে প্রধান অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন, যেটি সমালোচনামূলক ও বাণিজ্যিকভাবে ব্যর্থ হয়েছিল।

ফটোশুটের সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

১৯৮৭ সালে, প্রসেনজিৎ সুজিত গুহ পরিচালিত একটি অত্যন্ত সফল রোমান্টিক নাট্য চলচ্চিত্র অমর সঙ্গীতে যুগান্তকারী ভূমিকায় বিজয়া পণ্ডিতের বিপরীতে অভিনয় করেন। ডেভিড ধাওয়ান পরিচালিতআন্ধিয়ানের মাধ্যমে হিন্দি সিনেমায় তার আত্মপ্রকাশ ঘটে। যখন তিনি চোখের বালিতে অভিনয় করেন, তার আগে তিনি ২০০৩ সাল পর্যন্ত অসংখ্য বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করেন।[][][][]তিনি সব চরিত্র কাল্পনিক - এ একজন আবেগপ্রবণ কবির ভূমিকায় অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা অর্জন করেছিলেন। অটোগ্রাফে একজন বিখ্যাত বাঙালি অভিনেতা, মনের মানুষ-এ একজন কবি ও লোকগায়ক, একজন পর্তুগিজ - বংশভূত বাঙালি লোককবি, বাইশে শ্রাবণে লাঞ্ছিত পুলিশ অফিসার এবং শঙ্খচিলে হতাশ বাবার চরিত্রে অভিনয় করেছেন।[][][]

২০১২ সালে, তিনি সাংহাই এবং সম্প্রতি ট্রাফিকের মাধ্যমে বলিউডে প্রত্যাবর্তন করেন। তিনি তার কর্মজীবনে ৭টি বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন – সেরা অভিনেতার পুরস্কার, ৪টি কলাকার পুরস্কার এবং ২টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ইস্ট সহ অসংখ্য প্রশংসা জিতেছেন। একজন প্রযোজক হিসেবে তিনি শঙ্খচিলের জন্য বাংলায় সেরা ফিচার ফিল্ম হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। ঋতুপর্ণ ঘোষের চিত্রনাট্যে নির্মিত সমালোচকদের প্রশংসিত টেলিভিশন ধারাবাহিকগানের ওপারে তে কাজ করেন। যেটি অর্জুন চক্রবর্তী, গৌরব চক্রবর্তী এবং মিমি চক্রবর্তীর কর্মজীবন শুরু করেছিল।[]

২০১৬ সালে, তিনি মহানায়ক নামে একটি ৯৯-পর্বের স্বল্পদৈর্ঘ্য-ধারাবাহিক দিয়ে টেলিভিশনের নন-ফিকশন বিভাগে আত্মপ্রকাশ করেন। শ্রী ভেঙ্কটেশ ফিল্মস দ্বারা প্রযোজিত এবং বিরসা দাশগুপ্ত পরিচালিত অনুষ্টিঠানটিতে পাওলি দাম, তনুশ্রী চক্রবর্তী এবং প্রিয়াঙ্কা সরকার অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। এটি ৬০-এর দশকের একজন সুপারস্টারের জীবনের কর্মজীবনের উচ্চতা এবং ব্যক্তিগত অশান্তি দ্বারা পরিপূর্ণ একটি জীবন ফুটিয়ে তোলা হয়েছে।[][১০] তিনি জি বাংলাতে রচনা ব্যানার্জির সাথে পারিবারিক গেম শো বাংলার সেরা পরীবার উপস্থাপনা করেছেন।[১১]

১৯৮৩ - ১৯৯০

সম্পাদনা
বছর চলচ্চিত্র ভূমিকা মন্তব্য
১৯৮৩ দুটি পাতা নায়ক হিসেবে অভিষিক্ত চলচ্চিত্র
১৯৮৪ শত্রু
১৯৮৬ পথভোলা
প্রেম বন্ধন
১৯৮৭ অর্পন
আপন ঘরে
সম্রাট ও সুন্দরী
স্বর্ণময়ীর ঠিকানা
মৌন মুখর
দোলন চাঁপা
অমর সঙ্গী
১৯৮৮ প্রতিপক্ষ
চান্নাছড়া
আপমান
ওরা চারজন
ছোট বউ
দেবী বরণ
অঘট
জ্যোতি
শুধু তোমারি
১৯৮৯ নিশি তৃষ্ণা
আশা ও ভালোবাসা
বিদায়
শত্রু পক্ষ
আমার তুমি
মনিমালা
জজসাহেব
চোখের আলো
নিশি বধু
মনে মনে
অপরাহ্নের আলো
আক্রোশ
বন্দিনী
ঝংকার
আমার শপথ
অমর প্রেম
আমানত
প্রণামী তোমায়
১৯৯০ আলিঙ্গন
আপন আমার আপন
মন্দিরা
বদনাম
সংক্রান্তি
ভাঙ্গা গড়া
অন্ধিয়ান হিন্দি ছবিতে অভিষেক
লাদাই

১৯৯১ - ১৯৯৫

সম্পাদনা
বছর চলচ্চিত্র ভূমিকা মন্তব্য
১৯৯১ অহংকার
প্রশ্ন
কথা দিলাম সঞ্জয়
প্রেম পূজারি প্রেম
পলাতক
এক পাশলা বৃষ্টি
১৯৯২ রক্ত লেখা
আপন পর গোরা
প্রিয়া
শয়তান
অধিকার
মা অমর চৌধুরী
পুরুষোত্তম দীপক/বাদশা
প্রথম দেখা
মন মানে না
সোনে কি জাঞ্জির অবিনাশ
১৯৯৩ রক্তের সাধ
ভীরতা অমর রাই/মুন্না
শ্রদ্ধাঞ্জলি
সুখের স্বর্গ
পৃথিবির শেষ স্টেশন
ঘর সংসার
১৯৯৪ প্রত্যয়ঘাট
অজনা পথ
রক্ত নদীর ধারা পার্থ
নাগ পঞ্চমী
রাজার রাজা
তুমি যে আমার রাহুল
বিশ্বাস অবিশ্বাস
ধুসর গোধূলি
কালপুরুষ
উনিশে এপ্রিল সুদীপ
১৯৯৫ সংঘর্স
মোহিনী
শেষ প্রতিক্ষা
প্রিয় শত্রু বাংলাদেশী চলচ্চিত্র

১৯৯৬ - ২০০০

সম্পাদনা
বছর চলচ্চিত্র ভূমিকা
১৯৯৬ অবুঝ মন
ভাই আমার ভাই অমর/রাজা
ঝিনুক মালা
বিয়ের ফুল অতনু মুখোপাধ্যায়
সখি তুমি কার
লাঠি সোমনাথ
মানুষ অমানুষ
১৯৯৭ মনের মানুষ রাহুল
চন্দ্রগ্রহন
আজকের সন্তান
সমাধান
বকুল প্রিয়া বকুল
ভালোবাসা
মায়ার বাঁধন সাগর মুখোপাধ্যায়
সপ্তমী
আদরের বোন অমিত
তোমাকে চাই সাগর
পবিত্র পাপি ভোলা
মাটির মানুষ
১৯৯৮ নয়নের আলো জীবন
চৌধুরী পরিবার রজত
আমি সেই মেয়ে
বাবা কেনো চাকর তুষার
সুন্দরী
স্বামীর আদেশ
সিঁদুরের অধিকার
ঘরের লক্ষ্মী
সাগর বন্যা
রণক্ষেত্র রাজা রায় চৌধুরী
মায়ের অধিকার
আমার মা
প্রাণের চেয়ে প্রিয়
১৯৯৯ খেলাঘর চঞ্চল
অগ্নিশিখা
সত্যম্ শিবম্ সুন্দরম্
সান্তান যখন শত্রু
স্বামীর ঘর
সেই তো আবার কাছে এলে
তুমি এলে তাই
শত্রু মিত্র
তোমায় পাবো বলে
দায় দায়িত্ব রণজয় বোস
সিঁদুর খেলা
মধুমালতী
শুধু একবার বলো
২০০০ কুলাঙ্গার
সজনি আমার সোহাগ বিজয়
কলঙ্কিনী বধু
শ্বশুরবাড়ি জিন্দাবাদ সোমু
ভালবাসার ছোঁয়া
ত্রিশূল
ভালবাসি তোমাকে
শত্রুতা
মধুর মিলন
এই ঘর এই সংসার
আশ্রয় সুধাংশু
আপন হলো পর
বাজিমাৎ

২০০১ - ২০০৫

সম্পাদনা
বছর চলচ্চিত্র ভূমিকা
২০০১ উৎসব
মালা বদল জিৎ
গুরু শিষ্য কিশোর
প্রতিবাদ রানা মিত্র
অঘট
সুদ-আসল
প্রেম প্রতিজ্ঞা
জবাব চাই
হাতিয়ার
জামাইবাবু জিন্দাবাদ সাগর মুখোপাধ্যায়
আমি জীবনপুরের পথিক
২০০২ ইনকিলাব
অন্নদাতা শঙ্কর
ফুল আর পাথর আজাদ
দেবদাস দেবদাস মুখোপাধ্যায়
স্ত্রীর মর্যাদা পঞ্চম
শত্রুর মোকাবিলা অভয়
প্রতিহিংসা জিৎ
সোনার সংসার রাজা
শিবা সুব্রত/শিবা
বর কনে
দেবা দিবাকর চৌধুরী/দেবা
কুরুক্ষেত্র আগুন চৌধুরী
প্রতারক
২০০৩ স্নেহের প্রতিদান আকাশ
রক্ত বন্ধন বিজয়
রাখে হরি মারে কে দ্বৈত চরিত্রে হরি ও অর্জুন
সবুজ সাথী সবুজ
অন্ধ প্রেম বিজয়
আদরিনী
মায়ার আঁচল ভোলা
চোখের বালি মহেন্দ্র
কর্তব্য
২০০৪ অন্যায় অত্যাচার কর্ণ
অগ্নি অগ্নি
পরিবার সাগর
সূর্য সূর্য নারায়ণ চৌধুরী
গ্যাঁড়াকল প্রদীপ
রাম লক্ষ্মণ রাম সান্যাল
শুধু তুমি রোহিত
ত্যাগ বিজয় চৌধুরী
বাদশা রাজা বাদশা
সজনী অশোক
প্রতিশোধ রাজা
২০০৫ সংগ্রাম কর্ণ ঘোষ
বাজি কাশীনাথ
দাদার আদেশ বিজয় রায়
তবু ভালোবাসি রাজ
সকাল সন্ধ্যা আনন্দ
রাজমহল অগ্নি
রাজু চাচা রাজু/ রাজু চাচা
অপরাধী শিবা
একাই একশো রতন
সাথী আমার

২০০৬ - ২০১০

সম্পাদনা
বছর চলচ্চিত্র ভূমিকা মন্তব্য
২০০৬ রিফুউজি শিব
নায়ক আনন্দ
দোসর কৌশিক চ্যাটার্জি
স্বপ্ন অজয়
অগ্নি পরীক্ষা রাজা
২০০৭ সংঘর্ষ বিজয় দেব
বন্ধু দেবশঙ্কর রায়
কালীশঙ্কর কালী
গ্রেপ্তার অরুণ রায়
২০০৮ হচ্ছেটা কী?
রাজকুমার রাজা/রাজকুমার
গোলমাল প্রলয়
মিঃ ফন্টুশ
ঘরজামাই শিবা/শিবনাথ
তক্কর অজয়
শিবাজি শিবাজি
খেলা রাজা
মহাকাল জয় মুখার্জি
স্বপ্নের দিন পরেশ
আমি, ইয়াসিন আর আমার মধুবালা
২০০৯ চাওয়া পাওয়া
অপরাধী
সব চরিত্র কল্পনিক ইন্দ্রনীল মিত্র
বদলা অর্জুন
জামাই রাজা
হাউসফুল নিখিল
মামা ভাগ্নে রাজা
২০১০ সোলজার
মনের মানুষ লালন ফকির
অটোগ্রাফ অরুণ চ্যাটার্জি
হ্যাংওভার সমরেশ
তারা
জোর যার মুলুক তার বিক্রম চ্যাটার্জি
ক্লার্ক বিপ্লব

২০১১ – ২০১৯

সম্পাদনা
বছর চলচ্চিত্র ভূমিকা মন্তব্য
২০১১ পাপি
নৌকাডুবি নলীনাক্ষা চট্টোপাধ্যায়
চলো পাল্টাই শুভময়
বাংলা বাঁচাও আশুতোষ সেন
বাইশে শ্রাবণ ডিসিপি প্রবীর রায়
২০১২ প্রেম বিব্রত কাঞ্চন
অপরাজিতা তুমি প্রদীপ
সাংহাই আহমদী
বিক্রম সিংহ বিক্রম সিংহ ও গুপী (দ্বৈত ভূমিকা)
২০১৩ মিশর রহস্য কাকাবাবু ও রাজা রায়চৌধুরী
হনুমান ডট কম অঞ্জনী পুত্র
পরিচয় অনুপম
২০১৪ জাতিশ্বর কুশল হাজরা / হেনসম্যান অ্যান্টনি
ফোর্স অর্জুন
২০১৫ লড়াই সেবাস্তিয়ান রায়ান
২০১৬ শঙ্খচিল মুনতাসির চৌধুরী বাদল
ট্রাফিক সুপারস্টার দেব কাপুর
প্রাক্তন উজান মুখোপাধ্যায়
খাওতো নির্বেদ লাহিড়ী/ধ্রুব
জুলফিকার জুলফিকার আহমেদ
২০১৭ ওয়ান আদিত্য সেন পুনর্নির্মাণ
ইয়েতি অভিযান কাকাবাবু/রাজা রায়চৌধুরী
ময়ূরাক্ষী আর্যনীল
২০১৮ দৃষ্টিকোণ জিয়ন মিত্র
কিশোর কুমার জুনিয়র রজত ঘোষ ওরফে কিশোর কুমার জুনিয়র
বাগ বান্দি খেলা
২০১৯ জ্যেষ্ঠপুত্র ইন্দ্রজিৎ
গুমনামি গুমনামী বাবা
রবিবার অসিমভা
নিরন্তর বিপ্লব

২০২০ - বর্তমান

সম্পাদনা
টীকা
  এখনও মুক্তি পায়নি এমন চলচ্চিত্র বোঝায়
বছর চলচ্চিত্র / ওয়েব সিরিজ ভূমিকা মন্তব্য
২০২২ কাকাবাবুর প্রত্যাবর্তন কাকাবাবু /রাজা রায়চৌধুরী
কলকাতার হ্যারি
আয় খুকু আয় নির্মল মন্ডল
কাছের মানুষ সুদর্শন ঘোষ
প্রসেনজিৎ ওয়েডস ঋতুপর্ণা নিজেই (ক্যামিও)
হামি ২ নিজেই (ক্যামিও)
২০২৩ কাবেরী অন্তর্ধান অর্ঘ্যকমল সেন
জয়ন্তী শ্রীকান্ত রায়
শেষ পাতা বাল্মীকি সেনগুপ্ত
স্কুপ জয়দেব সেন নেটফ্লিক্স হিন্দি ধারাবাহিক
দশম অবতার প্রবীর রায় চৌধুরী
২০২৪ অযোগ্য রক্তিম মজুমদার [১২]
আসন্ন দেবী চৌধুরানী ভবানী পাঠক
ডাক্তার কাকু ডা. দিলীপ সাহা
সাজঘর ভবানী প্রসাদ সরকার

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Bengali films zoom in on profits"rediff.com। ২০১৪-০৩-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-২৩ 
  2. "Chokher Bali' is a hit, Chokher Bali (2003), Latest Movie News"Bollywood Hungama। ৩ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-২৩ 
  3. "The official site of Prosenjit Chatterjee – Home Please scroll down"। prosenjit.in। ২৩ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-২৩ 
  4. "Prosenjit Chatterjee"। Upperstall.com। ২০১৫-০১-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-২৩ 
  5. "I will never stop experimenting: Prosenjit Chatterjee"Hindustan Times। ২৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টে ২০১৬ 
  6. "PUBLIC SCREENING OF INDIA PANORAMA 2013 FILMS IN NEW DELHI 10th −18th February, 2014"। dff.nic.in। ২০১১-১১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-২৩ 
  7. "The Telegraph – Calcutta (Kolkata), Entertainment, Tolly tally"। Telegraphindia.com। ১৬ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৪-০৩-২৩ 
  8. "Rituparno and Prosenjit kiss and makeup"The Times of India। ৮ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২৩ 
  9. "My character in Mahanayak bears traces of Uttam: Prosenjit"Business Standard। ১৬ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ জুন ২০১৬ 
  10. "First look of 'Mahanayak'"Daily News and Analysis। ১৪ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জানু ২০১৬ 
  11. "Prosenjit's road show to launch reality show"The Times of India। ১১ জানুয়ারি ২০১৭। ১২ মে ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০২৩ 
  12. ডেস্ক, বিনোদন (২০২৪-০৪-২৮)। "প্রসেনজিৎ-ঋতুপর্ণার ৫০তম সিনেমা"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-০৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা