প্রবেশদ্বার:দেওবন্দি/আজাকি সমগ্র
প্রবেশদ্বার:দেওবন্দি/আপনি জানেন কি/১
- ... সামরাতুত তারবিয়াত দেওবন্দ আন্দোলনের প্রথম রাজনৈতিক দল?
- ...মাহমুদ হাসান দেওবন্দি ভারতে ব্রিটিশদের ক্ষমতা থেকে উৎখাতের জন্য তুরস্কের সমর্থনে রেশমি রুমাল আন্দোলনের সূচনা করেছিলেন?
- ... মুহাম্মদুল্লাহ হাফেজ্জী বাংলাদেশের প্রথম ধর্মীয় ব্যক্তিত্ব যিনি রাষ্ট্রের সর্বোচ্চ পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন?
- ... ১৯৬৪ সালে কায়রোতে অনুষ্ঠিত বিশ্ব উলামা সম্মেলনে তাজুল ইসলাম নতুন মাজহাব গঠনের প্রস্তাব নাকচ করেছিলেন?
- ...কাজী মুতাসিম বিল্লাহ কওমি মাদ্রাসায় সর্বপ্রথম বাংলা ভাষায় পাঠদান পদ্ধতি চালু করেন?
প্রবেশদ্বার:দেওবন্দি/আপনি জানেন কি/২
- ... ব্রিটিশ রাজ উৎখাতের পরিকল্পনা সম্বলিত একটি রেশম কাপড়ের উপর লেখা চিঠি হতে রেশমি রুমাল আন্দোলনের নামকরণ করা হয়েছিল?
- ...মুফতি ফয়জুল ওয়াহেদ কারাবন্দী থাকাবস্থায় গুজরি ভাষায় কুরআনের প্রথম অনুবাদ ও তাফসীর রচনা করেছিলেন?
- ... ২০০৮ সালে হাবিবুর রহমান খায়রাবাদীর স্বাক্ষরে দারুল উলুম দেওবন্দ হতে সর্বপ্রথম সন্ত্রাসবাদ বিরোধী ফতোয়া দেয়া হয়েছিল?
- ... ২০১৬ সালে লক্ষাধিক আলেমের সম্মতিতে ফরীদ উদ্দিন মাসঊদ সন্ত্রাসবাদবিরোধী ফতোয়ায়‘‘ জঙ্গিদের জানাজা পড়াও হারাম’’ ঘোষণা দিয়েছিলেন?
- ... ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দ ২০০৮ সালের মার্চ মাসে আরশাদ মাদানি ও তার ভাতিজা মাহমুদ মাদানির মতবিরোধের কারণে দুই ভাগে বিভক্ত হয়ে যায়?
প্রবেশদ্বার:দেওবন্দি/আপনি জানেন কি/৩
- ... শামস নাভেদ উসমানি ইসলাম ও হিন্দুধর্মে পারদর্শীতার জন্য একই সাথে 'আচার্য' ও 'মাওলানা' উপাধি লাভ করেছিলেন?
- ... আজিজুল হক বাংলা ভাষায় সহীহ বুখারীর প্রথম অনুবাদক ছিলেন?
- ... বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সমস্ত ধর্মভিত্তিক দল নিষিদ্ধ হলেও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নিষিদ্ধ হয়নি?
- ... দারুল উলুম নদওয়াতুল উলামার রূপরেখা এবং এর শিক্ষাগত পাঠ্যক্রম প্রণয়নের জন্য মুহাম্মদ আলি মুঙ্গেরিকে প্রতিষ্ঠানটির প্রধান প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয়?
- ...দক্ষিণ আফ্রিকার প্রথম দেওবন্দি মাদ্রাসা দারুল উলুম নিউক্যাসলে হানাফি ফিকহ'র পাশাপাশি শাফিঈ ফিকহ শিক্ষা দেওয়া হয়?
- ... ইসলামি ওয়েবসাইট আস্কইমাম.অর্গ আল-আজহার বিশ্ববিদ্যালয় এবং এর সমানুভবী ওয়েব উৎসগুলোর চেয়ে বেশি প্রভাবশালী, বিস্তৃত এবং ব্যাপক বলে বিবেচিত হয়েছে?