প্রবেশদ্বার:দিল্লি
দিল্লি প্রবেশদ্বারে স্বাগতম!দিল্লি (/ˈdɛli/, হিন্দুস্থানী উচ্চারণ: [d̪ɪlliː] Dilli; দেবনাগরী: दिल्ली) (সরকারি নাম: দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল) হল ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় রাজধানী অঞ্চল। ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে দিল্লি যমুনা-গঙ্গা নদী উপত্যকার উচ্চ দোয়াব ও পাঞ্জাব অঞ্চলের অংশ। এই কেন্দ্রশাসিত অঞ্চলটির পূর্ব সীমায় উত্তরপ্রদেশ রাজ্য এবং অপর তিন সীমায় হরিয়ানা রাজ্য অবস্থিত। দিল্লির আয়তন ১,৪৮৪ বর্গকিলোমিটার (৫৭৩ মা২) এবং জনসংখ্যা ১ কোটি ৬৩ লক্ষ। এটি ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল শহর এবং দ্বিতীয় সর্বাধিক জনবহুল মহানগর অঞ্চল।এটি বিশ্বের ভারতের ৩য় বৃহত্তম শহরাঞ্চলও বটে। দিল্লির নগরাঞ্চলীয় প্রসার এতটাই বেশি যে পার্শ্ববর্তী রাজ্যগুলির শহরও এই অঞ্চলের অন্তর্ভুক্ত হয়েছে। ২০১৪ সালের হিসেব অনুসারে, বৃহত্তর দিল্লির জনসংখ্যা প্রায় ২ লক্ষ ৫০ হাজার। খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতাব্দী থেকে দিল্লি নিরবিচ্ছিন্নভাবে একটি জনবসতি অঞ্চল হিসেবে পরিচিত হয়ে এসেছে। ইতিহাসের অধিকাংশ সময় দিল্লি ছিল বিভিন্ন রাজ্য ও সাম্রাজ্যের রাজধানী। এই শহরটি বহুবার শত্রু কর্তৃক অধিকৃত, লুণ্ঠিত ও পুনর্নির্মিত হয়েছে। এই ঘটনাগুলি মূলত ঘটেছিল মধ্যযুগে। আধুনিক দিল্লি একটি মহানগর অঞ্চলের মধ্যে অবস্থিত একাধিক শহরের একটি নগরপুঞ্জ। নির্বাচিত নিবন্ধহুমায়ুনের সমাধিসৌধ (হিন্দি: हुमायूँ का मक़बरा, উর্দু: ہمایون کا مقبره Humayun ka Maqbara) হল মুঘল সম্রাট হুমায়ুনের সমাধিসৌধ। ১৫৬২ খ্রিষ্টাব্দে হুমায়ুনের পত্নী হামিদা বানু বেগম এই সমাধিটি নির্মাণ করান। এটির নকশা প্রস্তুত করেছিলেন পারসিক স্থপতি মিরাক মির্জা গিয়াস। হুমায়ুনের সমাধিই ভারতীয় উপমহাদেশের প্রথম উদ্যান-সমাধিক্ষেত্র। দিল্লির নিজামুদ্দিন পূর্ব অঞ্চলে হুমায়ুন ১৫৩৩ সালে যে দিনা-পানাহ বা পুরানা কিল্লা নির্মাণ করেছিলেন, তার সন্নিকটেই এই সমাধিসৌধটি অবস্থিত। লাল বেলেপাথরের এত বড় মাপের স্থাপনাগুলির মধ্যে হুমায়ুনের সমাধিসৌধই ভারতে প্রথম। নির্বাচিত ছবিকুতুব মিনার (উর্দু: قطب مینار) হলো ভারতে উঁচু মিনার (৭৩ মিটার), আরবিক লিপির সাথে খোদাই করা, হলো একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। বিষয়শ্রেণীখবরে
উইকিখবর দিল্লি প্রবেশদ্বার (ইংরেজি অনুবাদ বা সংস্করণ লভ্য নয়)
আপনি জানেন কি?"প্রবেশদ্বার:দিল্লি/আপনি জানেন কি/১" নামক কোন পাতার অস্তিত্ব নেই। উইকিপ্রকল্প
নির্বাচিত প্যানোরামালালকেল্লা (হিন্দি: लाल क़िला, উর্দু: لال قلعہ) দিল্লি, ভারতে প্রাচীর দ্বারা ঘেরা শহরে অবস্থিত এবং ২০০৭-এ একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হয়ে উঠে। বৈশিষ্ট্যপূর্ণ এবং ভালো নিবন্ধআপনি কি কি করতে পারেন
বিষয়সমূহসম্পর্কিত প্রবেশদ্বার
সম্পর্কিত উইকিমিডিয়া |