পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম

পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ একটি সংস্থা ৷ ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (WBTDCL) কোম্পানি আইন, ১৯৫৬ এর অধীনে ২৯শে এপ্রিল ১৯৭৪-এ অন্তর্ভূক্ত হয়েছিল। কর্পোরেশনটি পর্যটন বিভাগের প্রশাসনিক নিয়ন্ত্রণের অধীনে পশ্চিমবঙ্গ সরকারের মালিকানাধীন এবং কোম্পানির সম্পূর্ণ শেয়ার মূলধন রাজ্য সরকার দ্বারা অনুদান করা হয়৷[] এই সংস্থার প্রধান কার্যালয় কলকাতায় অবস্থিত ৷

পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম
সরকারী রূপরেখা
গঠিত২৯ এপ্রিল ১৯৭৪; ৫০ বছর আগে (1974-04-29)
ধরনপর্যটন, ইকো ট্যুরিজম, হোটেল ম্যানেজমেন্ট, প্যাকেজ ট্যুর
যার এখতিয়ারভুক্তপশ্চিমবঙ্গ, ভারত
সদর দপ্তরকলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
নীতিবাক্যএক্সপেরিয়েন্স বেঙ্গল
ভারতের মধুরতম অংশ
সরকারী নির্বাহী
  • শ্রীমতী নন্দিনী চক্রবর্তী, চেয়ারপার্সন
মূল বিভাগপর্যটন বিভাগ (পশ্চিমবঙ্গ), পশ্চিমবঙ্গ সরকার
ওয়েবসাইটwww.wbtdcl.com


অতিথিশালা

সম্পাদনা

পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ৩৮টি অতিথিশালা রয়েছে।[]

অতিথিশালা জেলা
অরণ্য পর্যটন সম্পত্তি, জলদাপাড়া জলপাইগুড়ি
বালুটোত পর্যটন সম্পত্তি, বাকখালী দক্ষিণ ২৪ পরগনা
ভোরের আলো পর্যটন সম্পত্তি, গজলডোবা জলপাইগুড়ি
বিষ্ণুপুর পর্যটন সম্পত্তি, বাঁকুড়া বাঁকুড়া
দার্জিলিং পর্যটন সম্পত্তি দার্জিলিং
দীঘালি - আমি পর্যটন সম্পত্তি, দীঘা পূর্ব মেদিনীপুর
দীঘালি - II পর্যটন সম্পত্তি, দীঘা পূর্ব মেদিনীপুর
গঙ্গাসাগর পর্যটন সম্পত্তি দক্ষিণ ২৪ পরগনা
ঝাড়গ্রাম রাজবাড়ি পর্যটন প্রকল্প মেদিনীপুর
মঙ্গলধারা পর্যটন সম্পত্তি, ব্যারাকপুর উত্তর 24 পরগনা
মাতলা পর্যটন সম্পত্তি, সজনেখালী দক্ষিণ ২৪ পরগনা
মূর্তি পর্যটন সম্পত্তি, মূর্তি জলপাইগুড়ি
মরগান কটেজ, কালিম্পং দার্জিলিং
মরগান হাউস পর্যটন সম্পত্তি, কালিম্পং দার্জিলিং
মতিঝিল পর্যটন সম্পত্তি, মুর্শিদাবাদ মুর্শিদাবাদ
মুক্তধারা পর্যটন সম্পত্তি, মাইথন বর্ধমান
রাঙাবিতান পর্যটন সম্পত্তি, বোলপুর বীরভূম
সাগরিকা পর্যটন সম্পত্তি, ডায়মন্ড হারবার দক্ষিণ ২৪ পরগনা
শান্তিবিতান পর্যটন সম্পত্তি, বোলপুর বীরভূম
তিলোত্তমা পর্যটন সম্পত্তি, গোরুমরা জলপাইগুড়ি
আম্রপালি পর্যটন সম্পত্তি, মালদা মালদা
বাটাবাড়ি পর্যটন সম্পত্তি, গোরুমরা জলপাইগুড়ি
বাউল একাডেমি পর্যটন সম্পত্তি, জয়দেব কেন্দুলি, বীরভূম বীরভূম
বোহর পর্যটন সম্পত্তি, বহরমপুর মুর্শিদাবাদ
দিনান্তে পর্যটন সম্পত্তি, রায়গঞ্জ উত্তর দিনাজপুর
হিল টপ ট্যুরিজম প্রপার্টি, কালিম্পং দার্জিলিং
হলং ট্যুরিস্ট লজ আলিপুরদুয়ার
মঙ্গলধারা পর্যটন সম্পত্তি, ব্যারাকপুরে হাউসবোট উত্তর 24 পরগনা
KURSEONG পর্যটন সম্পত্তি দার্জিলিং
মাইনাক পর্যটন সম্পত্তি, শিলিগুড়ি দার্জিলিং
মৃত্তিকা পর্যটন সম্পত্তি, পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর
নটরাজ পর্যটন সম্পত্তি, তারকেশ্বর হুগলি
রূপমঞ্জরী পর্যটন সম্পত্তি, গাদিয়াড়া হাওড়া
সবুজদ্বীপ পর্যটন সম্পত্তি, বালাগড় হুগলি
শৈলপিক পর্যটন সম্পত্তি, দুর্গাপুর বর্ধমান
তাশিদিং (মরগান হাউস অ্যানেক্স) পর্যটন সম্পত্তি, কালিম্পং কালিম্পং
তিস্তা সুন্দরী পর্যটন সম্পত্তি, জলপাইগুড়ি জলপাইগুড়ি
উদয়াচল পর্যটন সম্পত্তি, সল্টলেক কলকাতা


পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের অতিথিশালাগুলির তালিকা

সম্পাদনা




তথ্যসূত্র

সম্পাদনা
  1. "West Bengal Tourism Development Corporation"www.wbtdcl.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২৬ 
  2. ":: WBTDCL ::"wbtdcl.wbtourismgov.in। সংগ্রহের তারিখ ২০২৩-০৭-২৬