নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি

এনসিএসএ

নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি (এনসিএসএ) বাংলাদেশ সরকারের জাতীয় নিরাপত্তা সম্পর্কিত সর্বোচ্চ নীতি নির্ধারণী কর্তৃপক্ষ [] প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের নেতৃত্বে এই কমিটি 'জাতীয় প্রতিরক্ষা নীতি -২০১৯' ' বাংলাদেশের মন্ত্রিসভা কর্তৃক অনুমোদিত হওয়ার পর মার্চ ২০১৯ সালে গঠিত হয়েছিল। [] কমিটিতে ২৭ জন সদস্য রয়েছে।

নিরাপত্তা সংক্রান্ত জাতীয় কমিটি
সরকারি সংস্থা রূপরেখা
গঠিতমার্চ ২০১৯ (2019-03)
সরকারি সংস্থা নির্বাহী
মূল বিভাগপ্রধানমন্ত্রীর কার্যালয়
অধিভূক্ত সরকারি সংস্থা

এনসিএসএ প্রধানমন্ত্রী সেবকদের গঠিত স্বরাষ্ট্র, তথ্য, আইন, বিচার ও সংসদ বিষয়ক, মূলধন যোগান, পররাষ্ট্র, পরিকল্পনা, শিল্প, বাণিজ্য, মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব প্রধানমন্ত্রীর কার্যালয়ের, চিফ সেনাবাহিনী, প্রধান বিমান বাহিনী, নৌবাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর নিরাপত্থা উপদেষ্টা, পররাষ্ট্র সচিব, প্রতিরক্ষা সচিব, স্বরাষ্ট্র মন্ত্রকের জন নিরাপত্থা বিভাগ ও নিরাপত্থা সেবা বিভাগের সচিবগণ, অর্থ সচিব, আইন সচিব, পুলিশ মহাপরিদর্শক, প্রিন্সিপাল স্টাফ অফিসারজাতীয় নিরাপত্থা গোয়েন্দা বিভাগের মহাপরিচালক, বাহিনী গোয়েন্দা অধিদফতরের মহাপরিচালক ও বর্ডার গার্ডস বাংলাদেশের মহাপরিচালক এবং বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক । [][]

কার্যক্রম

সম্পাদনা
  • জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি এবং রাষ্ট্রীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত অন্যান্য বিষয়গুলির মূল্যায়ন ও পর্যালোচনা। []
  • মন্ত্রিসভায় সুপারিশ প্রস্তুত করুন।
  • সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে নির্দেশ দিন

আরো দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Draft National Defence Policy: PM to head nat'l security body"The Daily Star (ইংরেজি ভাষায়)। ২১ মার্চ ২০১৮। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৯ 
  2. "Asaduzzaman Mia made CEO of Nat'l Security Affairs Cell"Dhaka Tribune। ৩ সেপ্টেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৯ 
  3. "অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ে কাজ করবে নিরাপত্তা সেল"www.dainikamadershomoy.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৯