নিয়ত, নিয়ৎ, নিয়াহ, নিয়্যা, নিয়্যত বা নিয়্য়া (আরবি: نية নিইয়াহ্‌ [ˈnij.jah], অর্থ: "উদ্দেশ্য") হলো একটি ইসলামি ধারণা যেখানে একজন ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে কোনো ইবাদত করার আগে ইচ্ছাপ্রকাশ করেন।[]

একজন মুসলিম জায়নামাজ ছড়িয়ে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

ইমাম নববির চল্লিশ হাদিসের হাদিস নং ১ নিয়ে ইবনে রজব আল হাম্বলী বলেন, যেকোনো ইবাদত শুধুমাত্র এটির উদ্দেশ্য অনুসারে বিচার করা হয়: উমর ইবনুল খাত্তাব বর্ণনা করেন যে মুহাম্মাদ (সা) বলেছেন, একজন ব্যক্তির কেবল তাঁর ইচ্ছা (নিয়ত) অনুসারে [পুরস্কৃত] হন।"[]

অনুরূপভাবে, কারও নিয়ত বা ইচ্ছাপ্রকাশ নামাজের প্রয়োজনীয় কাজগুলোর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ। নিয়ত মুখে উচ্চারণের প্রয়োজনীয়তা সম্পর্কে কিছুটা বিতর্ক রয়েছে। তবে বেশিরভাগ ইসলামি পণ্ডিত একমত যে, নিয়ত মনে মনে করতে হয়, তাই এটির উচ্চারণ করতে হবে না। অধিকন্তু, নবি মুহাম্মাদ (সা) বা তাঁর কোনো সঙ্গী (সাহাবা) নামাজের আগে উচ্চস্বরে নিয়ত উচ্চারণ করেছিলেন এমন কোনো প্রমাণ নেই।[]

নামাজ শুরু করার আগে, হজ্জ করার আগে, বা যেকোনো বড় ইবাদতের আগে একজন মুসলমানকে অবশ্যই নিয়ত করতে হয়।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. World Faiths, Teach yourself - Islam by Ruqaiyyah Maqsood. আইএসবিএন ০-৩৪০-৬০৯০১-X. Page 51
  2. "Ibn Rajab's Commentary on Imam Nawawi's Forty Hadith - Hadith #1 Actions are but by intentions"। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ মে ২০২০ 
  3. Taken from The Prescribed Prayer Made Simple by Tajuddin B. Shu'aib

বহিঃসংযোগ

সম্পাদনা