উইকিপিডিয়া:বাংলা ভাষায় আরবি শব্দের প্রতিবর্ণীকরণ
নিম্নোক্ত তালিকায় উইকিপিডিয়ার নিবন্ধসমূহে আরবি ভাষার প্রতিনিধিত্ব করার জন্য আরবি শব্দ বাংলায় প্রতিবর্ণীকরণের সবচেয়ে সহজ ও আধুনিক উপায় উল্লেখ করা হলো। উচ্চারণ বুঝতে সমস্যা হলে দেখুন, সাহায্য:আধ্বব ও আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা।
আরও পুঙ্খানুপুঙ্খ আরবি ধ্বনি আলোচনার জন্য দেখুন আরবি ধ্বনিতত্ত্ব পৃষ্ঠাটি দেখুন৷
বর্ণ
সম্পাদনাছক-০১: আরবি বর্ণসমূহের প্রতিবর্ণীকরণ
বর্ণের নাম বাংলায় |
আরবি নাম |
বর্ণের বাংলা মান |
আ-ধ্ব-ব | বর্ণ | লিখিত রূপ (সনাতন) | লিখিত রূপ (আধুনিক) |
---|---|---|---|---|---|---|
আলিফ্ | ألف | আ / ’ | ভিন্ন; /aː/ -সহ [আলিফের ভিন্ন ভিন্ন উচ্চারণ ও লিখিত রূপের জন্য ছক-০২ দেখুন] |
ا | এ, অ, আ (স্থান বিশেষে) [আলিফের ভিন্ন ভিন্ন উচ্চারণ ও লিখিত রূপের জন্য ছক-০২ দেখুন] | আ [আলিফের ভিন্ন ভিন্ন উচ্চারণ ও লিখিত রূপের জন্য ছক-০২ দেখুন] |
বা' | باء | ব | /b/ [ক] | ب | ব | ব |
তা' | تاء | ত় (ত) | /t/ | ت | ত | ত |
থা’ | ثاء | থ (স) | /θ/ | ث | ছ | স |
জিম্ | جيم | জ | /d͡ʒ/[১] | ج | জ | জ |
হা’ | حاء | হ্ব (হ) | /ħ/ | ح | হ | হ |
খা’ | خاء | খ় (খ) | /x/ | خ | খ | খ |
দাল্ | دال | দ | /d/ | د | দ | দ |
যাল্ | ذال | ধ (য) | /ð/ | ذ | জ[২] | য[২] |
রা’ | راء | র | /r/ | ر | র | র |
যায়্, | زاي | য | /z/ | ز | য[২] | য[২] |
সিন্ | سين | স | /s/ | س | স | স |
শিন্ | شين | শ | /ʃ/ | ش | শ | শ |
সাদ্ | صاد | স় (স) | /sˤ/ | ص | স, ছ | স |
দাদ্ | ضاد | দ় (দ) | /dˤ/ | ض | দ (ফারসি বানান হলে "জ"[২]) | দ, জ, য[২] |
তা’ | طاء | ত (ত) | /tˤ/ | ط | ত | ত |
য্বা’ | ظاء | য্ব (য) | /ðˤ/ | ظ | জ[২] | য[২] |
‘আইন্ | عين | ‘ [খ] [আইনেরর ভিন্ন ভিন্ন উচ্চারণ ও লিখিত রূপের জন্য ছক-০৪ এর উদাহরণ অংশটি দেখুন] | /ʕ/ [আইনেরর ভিন্ন ভিন্ন উচ্চারণ ও লিখিত রূপের জন্য ছক-০৪ এর উদাহরণ অংশটি দেখুন] | ع | স্থান বিশেষে ভিন্ন উচ্চারণ বিদ্যমান [আইনেরর ভিন্ন ভিন্ন উচ্চারণ ও লিখিত রূপের জন্য ছক-০৪ এর উদাহরণ অংশটি দেখুন] | স্থান বিশেষে ভিন্ন উচ্চারণ বিদ্যমান [আইনেরর ভিন্ন ভিন্ন উচ্চারণ ও লিখিত রূপের জন্য ছক-০৪ এর উদাহরণ অংশটি দেখুন] |
ঘাইন্ | غين | ঘ (গ) | /ɣ/[১] | غ | গ | গ |
ফা’ | فاء | ফ | /f/ [গ] | ف | ফ | ফ |
ক়াফ্ | قاف | ক় (ক) | /q/[১] | ق | ক (কিছুক্ষেত্রে ক্ব) | ক |
কাফ্ | كاف | ক | /k/[১] | ك | ক | ক |
লাম্ | لام | ল | /l/ | ل | ল | ল |
মিম্ | ميم | ম | /m/ | م | ম | ম |
নুন্ | نون | ন | /n/ | ن | ন এবং ঁ | ন এবং ঁ |
হা’ | هاء | হ | /h/ | ه | ত | হ |
ৱাৱ্ (ওয়াও) | واو | ৱ / উ (ওয়্) | /w/, /uː/ [৩] | و | ও, ঊ, ওয়্ (স্থান বিশেষে) | উ, ওয়্ (স্থান বিশেষে) |
য়া’ | ياء | য় / ই (ইয়্) | /j/, /iː/[৩] | ي | এ, ঈ, ইয়্ (স্থান বিশেষে) | ই, ইয়্ (স্থান বিশেষে) |
উল্লেখ্য, আলিফ্-এর ভিন্ন উচ্চারণ সম্ভব:
ছক-০২: "আলিফ্" বর্ণটির প্রতিবর্ণীকরণ
বিবরণ | রূপ | উচ্চারণ | লিখিত রূপ (সনাতন) | লিখিত রূপ (আধুনিক) |
---|---|---|---|---|
কোনো প্রকার অতিরিক্ত চিহ্ন ছাড়া | ا |
|
অ (এ), ঈ | আ, ই |
বর্ণের উপরে হামযাহ্ (همزة)-সহ | أ |
|
অ (এ), ঊ, ও | আ, উ |
হামযাহ্ (همزة)-সহ - বর্ণের নিছে | إ |
|
এ, ঈ | ই |
মাদ্দাহ্ (مَدَّة)-সহ | آ | ʾআ /ʔaː/ | আ | আ |
ৱাস়্লাহ্ (ওয়াসলাহ) (وَصْلَة)-সহ | ٱ | ʾই /ʔi/ | এ, ঈ | ই |
শাদ্দাহ
সম্পাদনাশাদ্দাহ্ (شَدّة) বা তাশদিদ যেকোনো আরবি বর্ণের উপরে বসালে তার উচ্চারণ দ্বিগুণ হয়।
ছক-০৩: "শাদ্দাহ্"-এর প্রতিবর্ণীকরণ
চিহ্ন | নাম | উচ্চারণ | লিখিত রূপ (সনাতন) | লিখিত রূপ (আধুনিক) |
---|---|---|---|---|
ّ | শাদ্দাহ্ (شَدّة) | (ব্যঞ্জনধ্বনি দ্বিগুণ করে) | দ্বি-যুক্তবর্ণ উদাহরণ: বা (ب)+ শাদ্দাহ্= ব্ব |
দ্বি-যুক্তবর্ণ উদাহরণ: বা (ب)+ শাদ্দাহ্= ব্ব |
স্বরচিহ্ন (কার)
সম্পাদনাছক-০৪: আরবি "স্বরচিহ্ন" (হরকত)-সমূহের প্রতিবর্ণীকরণ
চিহ্ন | নাম বাংলায় | আরবি নাম | বাংলা মান | আ-ধ্ব-ব | লিখিত রূপ (সনাতন) | লিখিত রূপ (আধুনিক) |
---|---|---|---|---|---|---|
َ | ফাতহাহ্ (ফারসি: যবর) | فتحة | আ (হ্রস) | /a/ | অ, এ উদাহরণ: আইন (ع)+ ফাতহাহ্= আ/এ |
আ উদাহরণ: আইন (ع)+ ফাতহাহ্= 'আ (আ) |
ُ | দাম্মাহ্ (ফারসি: পেশ) | ضمة | উ | /u/ | ও উদাহরণ: আইন (ع)+ দাম্মাহ্= ও |
উ উদাহরণ: আইন (ع)+ দাম্মাহ্= 'উ (উ) |
ِ | কাস্রাহ্ (ফারসি: যের) | كسرة | ই | /i/ | এ উদাহরণ: আইন (ع)+ কাস্রাহ্= এ |
ই উদাহরণ: আইন (ع)+ কাস্রাহ্= 'ই (ই) |
ْ | সুকুন্ | سُكُون | "্" (হসন্ত) | ∅ | ্ | ্ |
ٰ | আলিফ্ খান্জারিয়াহ্ | أَلِف خَنْجَرِيَّة | আ (দীর্ঘ) | /aː/ | আ উদাহরণ: আইন (ع)+ আলিফ্ খান্জারিয়াহ্= আ |
আ উদাহরণ: আইন (ع)+ আলিফ্ খান্জারিয়াহ্= 'আ (আ) |
সংখ্যা
সম্পাদনাছক-০৫: আরবি "সংখ্যাসমূহের" প্রতিবর্ণীকরণ
বাংলা সংখ্যা (বাংলা ও অসমীয়ায় ব্যবহৃত) |
আরবি সংখ্যা (বিশ্বের ভিন্ন ভাষায় ব্যবহৃত) |
পূর্ব আরবি সংখ্যা (আরবিতে ব্যবহৃত) |
পরিবর্তিত পূর্ব আরবি সংখ্যা (ফার্সি ও উর্দুতে ব্যবহৃত) | |
---|---|---|---|---|
০ | 0 | ٠ | ۰ | ۰ |
১ | 1 | ١ | ۱ | ۱ |
২ | 2 | ٢ | ۲ | ۲ |
৩ | 3 | ٣ | ۳ | ۳ |
৪ | 4 | ٤ | ۴ | |
৫ | 5 | ٥ | ۵ | ۵ |
৬ | 6 | ٦ | ۶ | |
৭ | 7 | ٧ | ۷ | |
৮ | 8 | ٨ | ۸ | ۸ |
৯ | 9 | ٩ | ۹ | ۹ |
১০ | 10 | ١٠ | ۱۰ | ۱۰ |
বর্ণের সাংখ্যিক মান
সম্পাদনাআরবি বর্ণ সংখ্যা বোঝাতেও ব্যবহৃত হয়।
ছক-০৬: আরবি বর্ণের সাংখ্যিক মান
|
|
|
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ⟨ك⟩ ,⟨ق⟩ ,⟨غ⟩ ,⟨ج⟩ - এই বর্ণগুলি কখনো কখনো "গ" /ɡ/ বুঝাতে ব্যবহার হয় বিদেশি শব্দে।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ জ ⟨জ⟩ ও ⟨য⟩ আদি উৎসের মানক বাংলা শব্দগুলিতে একটি স্বরযুক্ত ঘৃষ্ট ধ্বনি /dʒ/ উপস্থাপন করতে পারে, তবে এই দুটি বিদেশি শব্দ ও নামে /z/-কেও উপস্থাপন করতে পারে (জাকাত [zakat], আজিজ [aziz])। অনেক বক্তা /z/-এর পরিবর্তে /dʒ/ ব্যবহার করে। অধিকন্তু, কিছু শব্দ যাতে মূলত /z/ ছিল তা এখন মানক বাংলায় /dʑ/ দিয়ে উচ্চারিত হয় (সবজি [ɕobdʑi])।
- ↑ ক খ ⟨و⟩ ও ⟨ي⟩ - এই দুইটি বর্ণ কখনো কখনো "ও" /oː/ ও "এ" /eː/ বিদেশি শব্দে বুঝাতে ব্যবহার হয়।