নিকেলোডিয়ন (ভারত)

নিকেলোডিয়ানের ভারতীয় অংশীদার

নিকেলোডিয়ন ভারত (সংক্ষেপে নিক ইন্ডিয়া নামে পরিচিত) হলো একটি ভারতীয় টিভি চ্যানেল যেটি ভারত এবং তার পার্শ্ববর্তী দেশসমূহে সম্প্রচার করা হয়। এর সদর দপ্তর ভারতের মুম্বাই শহরে; তবে এর মূল অফিস আমেরিকায় অবস্থিত এবং এটি ভায়াকম ১৮ এর মালিকানাধীন। নিকেলোডিয়ন আটটি ভাষায় সম্প্রচার করা হয়।

নিকেলোডিয়ন
বর্তমান লোগো ২০০৯ সাল থেকে ব্যবহৃত
উদ্বোধন১৬ অক্টোবর ১৯৯৯; ২৪ বছর আগে (1999-10-16)
মালিকানাভাইকম ইন্টারন্যাশনাল (১৯৯৯–২০০৭)
ভায়াকম ১৮ (২০০৭-বর্তমান)
চিত্রের বিন্যাস৪:৩ (576i, SDTV) (1080i, HDTV)
দেশভারত
ভাষাহিন্দি
তামিল
তেলুগু
কান্নাডা
মালায়ালাম
বাংলা
গুজরাটি
মারাঠি
প্রচারের স্থানভারত
নেপাল
বাংলাদেশ
শ্রীলঙ্কা
প্রধান কার্যালয়মুম্বাই, মহারাষ্ট্র, ভারত
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
নিকিলোডিয়ান সোনিক
ভিএইচ ১ ইন্ডিয়া
এম টিভি ইন্ডিয়া
কালারস টিভি
নিক.জেআর (nick.jr)
নিক এইচডি প্লাস
ওয়েবসাইটwww.nickindia.com
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
এয়ারটেল ডিজিটাল টিভিচ্যানেল ১৫৮(এসডি)
চ্যানেল ৩৭৯(এইচডি)
ডিস টিভিচ্যানেল ৫১৮(এসডি)
চ্যানেল ৩২৩(এইচডি)
রিলায়েন্স ডিজিটাল টিভিচ্যানেল ৬০৯ (এসডি)
সান ডাইরেক্টচ্যানেল ৫৩০ (এসডি)
টাটা স্কাইচ্যানেল ৬১২(এসডি)
চ্যানেল ৬১১ (এইচডি)
ভাইকম ১৮চ্যানেল ৫০৭(এসডি)
চ্যানেল ৯৫০ (এইচডি)
কেরালা ইন্ডিয়াচ্যানেল ৬২০
বাড়ির ডিস,নেপালচ্যানেল ৮০১
আকাশ ডিটিএইচ (বাংলাদেশ)চ্যানেল ৪৫১ (এইচডি)
ক্যাবল
বেঙ্গল ডিজিটাল (বাংলাদেশ)চ্যানেল ৪৪১
আইপিটিভি
পিয় টিভি
(শ্রীলঙ্কা)
চ্যানেল ৬০
ডি ডি ফ্রি ডিসচ্যানেল ৩৫০

'নিক' নাম ব্যবহার করেও নিকেলোডিয়ন যুক্তরাষ্ট্রের কোনো অনুষ্ঠান সম্প্রচার করে না, এবং নিজেরাই অনুষ্ঠান তৈরি করে। নিকেলোডিয়ন হচ্ছে ভারতের সবচেয়ে জনপ্রিয় শিশুতোষ টেলিভিশন চ্যানেল।[]

ইতিহাস

সম্পাদনা

১৯৯৯ সালের ১৬ অক্টোবরে নিকেলোডিয়নের ভারতীয় ফিড সম্প্রচার শুরু করে। ভায়াকমের একটি চুক্তিতে নিকেলোডিয়ন কেবল অপারেটরদের বিতরণ করার অধিকার ছিলো জি টিভির। তারপর জি টিভি তাদের নিজেদের চ্যানেলেই একটি নিকেলোডিয়ন অনুষ্ঠানের ব্লক উদ্বোধন করেন। ২০০২ সালে এটিকে কার্টুন নেটওয়ার্ক ব্লকের পরিবর্তন করা হয়।[][]

২০০৪ সালে ভিউয়ার্স বাড়ানোর জন্য ভায়াকম চ্যানেলটির পরিবর্তন করে, যেমন নিকেলোডিয়নের ব্র্যান্ডিংটি শুধু 'নিক' এ পাল্টানো, আঞ্চলিক অনুষ্ঠান তৈরি করানো এবং একটি হিন্দি ভাষার অডিও ট্র্যাক অন্তর্ভুক্ত করানো।[][]

২০০৬ সালে নিকেলোডিয়ন ভারত পাকিস্তানে সম্প্রচার করা বন্ধ হয় এবং এটির জায়গায় নিকেলোডিয়নের পাকিস্তানি ফিড চালু করা হয়।

২০০৭ সালে ভায়াকম সান নেটওয়ার্কের সাথে একটি অনুষ্ঠানিক চুক্তি সই করেন যেটায় নিকেলোডিয়নের অনুষ্ঠান চুট্টি টিভিতে তামিল এবং তেলেগু ভাষায় সম্প্রচার করতে বলে, কিন্ত সেই চুক্তিটি বাতিল হয় যায় যখন নিকেলোডিয়ন তামিল এবং তেলেগু ভাষার অডিও ট্র্যাক অন্তর্ভুক্ত করার দায়িত্ব নেয়।[] সেই সালে 'ভায়াকম ১৮' এর উদ্বোধন হয়, যেটার নিকেলোডিয়ন একটি অংশ হয়।[]

২০১০ সালের ২৫ জুনে নিকেলোডিয়নের লোগো পাল্টিয়ে যায়। এটি হওয়ার এটি নিকেলোডিয়নের সবচেয়ে শেষ প্রধান চ্যানেল।[] ২০১১ সালে সনিকের সম্প্রচার শুরু হয়। সনিকে অ্যাকশন অনুষ্ঠান সম্প্রচার হতো, কিন্ত ২০১৬ থেকে কমেডি অনুষ্ঠান সম্প্রচার করা শুরু করেছে।[]

২০১৩ সালে নিকেলোডিয়ন ভারত তাদের প্রথম আঞ্চলিক কিডস চয়েস আওয়ার্ডস নিমন্ত্রণ করে।[১০] ২০১৫ সালের ৫ ডিসেম্বরে নিকেলোডিয়ন এইচডি+ এর উদ্বোধন হয়, যেটায় যুক্তরাষ্ট্রের নিকেলোডিয়ন থেকে অনুষ্ঠান সম্প্রচার করে।

২০১৮ সালের ১লা সেপ্টেম্বরে নিকেলোডিয়ন ভারত কন্নড় ভাষায় সম্প্রচার করা শুরু করে। পরে ২০২০ সালে চ্যানেলে মারাঠি, গুজরাটি, বাংলা, এবং মালায়ালম ভাষার অডিও ট্রাক চালু হয়।[১১]

অনুষ্ঠানাদি

সম্পাদনা

চ্যানেলের প্রথম বছরগুলোর সময় এটি বেশিরভাগ যুক্তরাষ্ট্রের নিকেলোডিয়ন থেকে অনুষ্ঠান প্রচারিত করতো, যেমন স্পঞ্জবব স্কয়ারপ্যান্টস্‌, রাগ্র্যাটস, দ্য অ্যাডভেঞ্চার্স অফ জিমি নিউট্রন: বয় জিনিয়াস, দ্য ফেয়ার্লি অডপ্যারেন্টস, ড্যানি ফ্যান্টাম, এবং আরো অনেক কিছু।

নিকেলোডিয়ন যে সমস্ত কার্টুন সম্প্রচার করে তার মধ্যে মোটু পাতলু অন্যতম। তবে এতে নিকেলোডিয়ন যুক্তরাষ্ট্রের অনেক কার্টুন সম্প্রচার করা হয় না। তবে, নিকেলোডিয়ন যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় কার্টুনগুলো নিক এইচডি+ এ দেখানো হয়। ভায়াকম ১৮ একটি নতুন সফটওয়্যার আবিষ্কার করেছেন যার নাম ভুট

অনুষ্ঠানসমূহ

সম্পাদনা

অ্যানিমেটেড

সম্পাদনা

নিক এইচডি+

সম্পাদনা

5 ডিসেম্বর ২০১৫-এ, ভায়াকম ১৮ ভারতে হাই ডেফিনিশন-এ প্রথম বাচ্চাদের চ্যানেল Nickelodeon HD+ চালু করে।[১২] চ্যানেলটি ব্যবহৃত হয়। Nickelodeon আন্তর্জাতিক অরিজিনালের সাথে এর SD চ্যানেল থেকে নির্বাচিত বিষয়বস্তু সম্প্রচার করার জন্য কিন্তু ২০১৮ সালে চ্যানেলটি শুধুমাত্র আন্তর্জাতিক নিকেলডিয়ান বিষয়বস্তু সম্প্রচারে ফোকাস পরিবর্তন করে। এসডি চ্যানেলে এই শোগুলো পাওয়া যায় না। চ্যানেলটি টিননিক ব্র্যান্ডিং এর অধীনে নিকেলোডিয়ন লাইভ অ্যাকশন শোও সম্প্রচার করেছিল কিন্তু ফেব্রুয়ারী ২০১৭ এ বন্ধ করা হয়েছিল। ৪ বছর পর চ্যানেলটি ২ আগস্ট ২০২১ থেকে লাইভ অ্যাকশন শোগুলি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।

চ্যানেলটি ভারতে নতুন বিষয়বস্তু সম্প্রচার করতে ৫ বছর পর্যন্ত সময় নিয়ে সমালোচনার মুখে পড়ে, এবং সাধারণত বিশ্বের সর্বশেষ, একটি উদাহরণ হল দ্য লাউড হাউস, যা মার্কিন আত্মপ্রকাশের ৪ বছর পর প্রিমিয়ার হয়েছিল।"#HomeOk অনুগ্রহ করে বলে নিকেলোডিয়ন"। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৮ 

এতে দেখানো হয়:

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Nickelodeon becomes highest viewership in India" 
  2. "ZEE TV TO LAUNCH NICKELODEON"। ১১ অক্টোবর ১৯৯৯। ২৩ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  3. "Cartoon Network block replaces Nick on Zee TV"। ১৪ আগষ্ট ২০০২। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  4. "Nickelodeon India business and operations head Pradeep Hejmadi – AnimationXpressAnimationXpress"অ্যানিমেশন এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  5. "Nick to get 'MTV India treatment' for makeover"ইন্ডিয়ান টেলিভিশন (ইংরেজি ভাষায়)। ২২ মে ২০০৪। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  6. "Sun's Chutti TV targets 25% ad growth in 2010"। ১৯ ডিসেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ [অকার্যকর সংযোগ]
  7. "Viacom-TV18 JV named Viacom-18"রেডিফ। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  8. "Nick India undergoes makeover, to don new logo from June 25"দ্য একোনমিক টিইমস। ২৪ জুন ২০১০। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  9. "Nick rebrands their kids channel Sonic with refreshing new logo and their successful show 'Shiva' – AnimationXpressAnimationXpress"অ্যানিমেশন এক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  10. "Nickelodeon Kids Choice Awards now in India"ইন্ডিয়ান টেলিভিশন। ১০ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০২২ 
  11. "Nick & Sonic adds four new local language feeds"Indian Television Dot Com। ২০ জানুয়ারি ২০২০। 
  12. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; televisionpost.com নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি

আরও দেখুন

সম্পাদনা