কার্টুন নেটওয়ার্ক (ভারত)

ভারতীয় ফিড

কার্টুন নেটওয়ার্ক একটি টেলিভিশন চ্যানেল সহজলভ্য ডিস টিভি, স্টার ইন্ডিয়া টাটা স্কাই,এয়ারটেল ডিজিটাল এবং আরো গুরুত্বপূর্ণ নেটওয়ার্কে। সম্প্রচারে টুর্নার ব্রডকাস্টিং সিস্টেম (এটি টাইম আরনার এর একটি অংশ) বিশেষ ভাবে দক্ষিণ এশিয়ার সম্প্রচারের জন্য।এটি চারটি ভাষায় সম্প্রচার করা হয় হিন্দি, ইংরেজি, তামিল, তেলুগু ভাষায়। এটি আসল কার্টুন নেটওয়ার্ক আমেরিকার একটি শাখা। এবং ১লা মে ১৯৯৫ সালে সম্প্রচার শুরু করা হয় এবং ভারতের শিশুদের জন্য সর্বপ্রথম একটি চ্যানেল।

কার্টুন নেটওয়ার্ক
কার্টুন নেটওয়ার্ক এর বর্তমান লোগো, যা ২০১১ সালের অক্টোবর মাস হতে ব্যবহৃত হচ্ছে
উদ্বোধন১ মে ১৯৯৫; ২৯ বছর আগে (1995-05-01)
মালিকানাওয়ার্নার ব্রস. ডিসকভারি
চিত্রের বিন্যাস৪:৩ (৫৭৬i, এসডি টিভি)
দেশ ভারত
ভাষাইংরেজি
হিন্দি
তামিল
তেলুগু
প্রচারের স্থানভারত
নেপাল
ভুটান
বাংলাদেশ (কার্টুন নেটওয়ার্ক এইচডি+)
মালদ্বীপ
ব্রিটিশ ভারত সমুদ্র
প্রধান কার্যালয়মুম্বাই, মহারাষ্ট্র​, ভারত
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
সিএনএন ইন্টারন্যাশনাল
পোগো টিভি
টার্নার ক্লাসিক মুভিস
ওয়েবসাইটঅফিসিয়াল ওয়েবসাইট

এপ্রিল ১,২০১৬, কাতার এর একটি সংস্থা বিলএন মিডিয়া গ্রুপ এর সহায়তায় টুর্নার ব্রডকাস্টিং সিস্টেম ইউরোপ কার্টুন নেটওয়ার্ক হিন্দি শুরু করল।[] কার্টুন নেটওয়ার্ক হিন্দি ভারতের একটি জনপ্রিয় টিভি চ্যানেল।এটি ভারত ছাড়াও বিভিন্ন দেশে সম্প্রচারিত হয় এবং স্থানীয় কার্টুন নেটওয়ার্কের সঙ্গে এর কোন সম্পর্ক নেই।নামের কারেনে এটি শুধুমাত্র হিন্দিতে সহজলভ্য যেটি কার্টুন নেটওয়ার্ক আরবিতে রয়েছে।

ইতিহাস

সম্পাদনা

উদ্বোধন

সম্পাদনা
 
কার্টুন নেটওয়ার্কের মূল লোগো, ১৯৯৫ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত ব্যবহৃত। ট্রেডমার্ক হিসেবে এই লোগোটি এখনো ব্যবহৃত।

কার্টুন নেটওয়ার্ক হচ্ছে ভারতের প্রথম শিশুতোষ চ্যানেল, যেটির উদ্বোধন হয় ১৯৯৫ সালের ১ মেতে, একটি ডুয়াল-চ্যানেলের হিসেবে। কার্টুন নেটওয়ার্ক সকাল সাড়ে ৫টার থেকে বিকাল সাড়ে ৫টার পর্যন্ত (পরে রাত ৯টার পর্যন্ত) সম্প্রচার করে এবং বাকি অনুষ্ঠানসূচীটি টার্নার ক্লাসিক মুভিজ (পূর্বে টিএনটি) নিয়ে নেয়। ২০০১ সালের ১ জুলাইতে কার্টুন নেটওয়ার্ক ভারত ২৪ ঘণ্টার জন্য সম্প্রচার করা শুরু করে।[]

২০০৪ সালে পাকিস্তানি এবং বাংলাদেশী দর্শকদের জন্য একটি আলাদা কার্টুন নেটওয়ার্ক ফিডের উদ্বোধন হয়।[]

১৯৯০ দশক

সম্পাদনা

এটি মূলে শুধু হ্যানা-বার্বেরা কার্টুনসমূহ যেমন দ্য ইয়োগী বেয়ার শো, টপ ক্যাট, দ্য ফ্লিনস্টোনস, এবং স্কুবি-ডু প্রচার করেছিল। পরে চ্যানেলটি তাড়াতাড়ি বিকাশ হওয়া শুরু করে, ১৯৯৬ সালে প্রথম বার এমজিএমের কার্টুন প্রচার করা শুরু করে (টম অ্যান্ড জেরি, ড্রুপি, এবং স্পাইক অ্যান্ড টাইক) এবং (১৯৯৬ সালে টাইম ওয়ার্নার দ্বারা টার্নারের ক্রয়ের পর) ১৯৯৭ সালের ১ জানুয়ারিতে লুনি টিউনস এবং অন্যান্য লুনি টিউনস সম্পর্কিত কার্টুনের মতো ওয়ার্নার ব্রস. এর কার্টুন প্রচার করা শুরু করে। ১৯৯৮ সালে কার্টুন নেটওয়ার্ক স্পেস ঘোস্ট কোস্ট টু কোস্ট এবং দ্য মক্সি শো এর মতো মূল কার্টুন নেটওয়ার্ক অনুষ্ঠান প্রচার করা শুরু করে।[তথ্যসূত্র প্রয়োজন]

১৯৯৯ সালের ৪ জানুয়ারিতে চ্যানেলটি হিন্দিতে ডাব করা অনুষ্ঠান প্রদান করা শুরু করে, যেমন স্কুবি-ডু, ওয়েয়ার আর ইউ!, দ্য ফ্লিনস্টোনস, দ্য জেটসনস, সোয়াট ক্যাটস: দ্য র‍্যাডিক্যাল স্কোয়াড্রন, দ্য মাস্ক: দ্য অ্যানিমেটেড সিরিজ, দ্য অ্যাডামস ফ্যামিলি, দ্য রিয়েল অ্যাডভেঞ্চারস অফ জনি কোয়েস্ট, ক্যাপটেন প্ল্যানেট এবং নানা রকমের নির্বাচিত অনুষ্ঠান।[]

১৯৯৯ সালের ২৯ আগস্টে চ্যানেলটির পরিবর্তন করা হয়, সাথে নতুন বাম্পার, অনুষ্ঠান, এবং নতুন "পাওয়ারহাউজ" থিমের ভূমিকা করা হয়। ১৯৯৯ সালে কার্টুন নেটওয়ার্কে নতুন মূল অনুষ্ঠান অন্তর্ভুক্ত করা হয়, যেগুলো হচ্ছে ডেক্সটার'স ল্যাবরেটরি, কাউ ও চিকেন, আই অ্যাম উইজেল, এড, এডড এন এডি এবং জনি ব্রাভো[][]

২০০০ দশক

সম্পাদনা

২০০০ সালের ফেব্রুয়ারি মাসে চ্যানেল টি তামিল ভাষায় অনুবাদ করার জন্য প্রেরনা জোগাল। এই চ্যানেলটি ভারতের বড় বড় শহরে সম্প্রচার কারা শুরু হয়ে গেল।তাদের সম্প্রচারের সংখ্যা যখন বেশি হয়ে গেলো তখন তারা কার্টুন কার্টুন নাম দিলো।এখন এটি ভারত এবং বাংলাদেশের সবচেয়ে পছন্দের একটি চ্যানেল।

২০২০ দশক

সম্পাদনা

২০২০ সালের এপ্রিল মাসে কার্টুন নেটওয়ার্ক জি কিউ অনুষ্ঠান বন্দবুদ্ধ ও বুড়বক প্রচার করা শুরু করে।[][] দ্য টম অ্যান্ড জেরি শো এর চতুর্থ সিজন প্রচার হয় ২০২০ সালের ১৪ নভেম্বরে, একটি নতুন ভয়েসওভার ভাষ্যের সাথে।[]

২০২১ সালের ২২ ফেব্রুয়ারিতে ক্রেয়ন শিন-চ্যান এর স্পিন-অফ ধারাবাহিক, সুপার শিরো, ভারতে আত্মপ্রকাশ হয় কার্টুন নেটওয়ার্কে।[১০] ২০২১ সালের মার্চে কার্টুন নেটওয়ার্ক নেট ইজ লেট ও প্রচার করা শুরু করে। চ্যানেলটি এটির নিজস্ব অনুষ্ঠান, দাবাং, তৈরি করে ২০২১ সালের ৩১ মেতে, যা একই নামের চলচ্চিত্র ধারাবাহিক থেকে ভিত্তি করা হয়। [১১][১২] ২০২১ সালের ২৭ জুনে চ্যানেলটি এটির প্রথম সিজিআইতে অ্যানিমেট করা অনুষ্ঠান, একান্স: এক সে বাড়কার স্নেক, এর প্রথম প্রচার করেছে।[১৩]

২০২১ সালের নভেম্বর এবং ২০২২ সালের জানুয়ারিতে কার্টুন নেটওয়ার্ক হ্যারি পটার চলচ্চিত্র ধারাবাহিকটি প্রচার করেছে।[১৪] ২০২২ সালের ২৪ জানুয়ারিতে কার্টুন নেটওয়ার্ক ট্যাফি প্রচার করা শুরু করে।[১৫] ২০২২ সালের ৩০ মার্চ থেকে কার্টুন নেটওয়ার্ক ভারত "রিড্র ইউওর ওয়ার্ল্ড" ব্র্যান্ডিং এবং গ্র্যাফিক্স ব্যবহার করা শুরু করে, এটির যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ-পূর্ব এশীয় প্রতিপক্ষের মতো। পরিবর্তনের সাথে কার্টুন নেটওয়ার্ক চ্যানেলে কার্টুনিটো ব্লকের উদ্বোধনের ঘোষণা করে।[১৬]

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Be Amazed With Nine New Channels Launched By beIN"beIN Media Group। ২০১৬-০৩-৩১। সংগ্রহের তারিখ ২০১৬-০৪-১০ 
  2. "Cartoon Network to go 24 hours from 1 July"। ২০ মার্চ ২০০১। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৭ 
  3. "Pakistans very own Cartoon Network"। ডিফেন্স। ১ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২২ 
  4. "tribuneindia... Nation"ট্রিবিউনইন্ডিয়া 
  5. "The Sunday Tribune - Spectrum - Television"ট্রিবিউনইন্ডিয়া 
  6. "The Sunday Tribune - Spectrum - Television"ট্রিবিউনইন্ডিয়া 
  7. "Cartoon Network to air animated show, 'Bandbudh aur Budbak' from 18 April"। ৯ এপ্রিল ২০২০। 
  8. "Pogo & Cartoon Network go local with India Originals - Exchange4media"এক্সচেঞ্জ৪মিডিয়া 
  9. "Cartoon Network India serves up 'The Tom and Jerry Show' with an Indian tadka!"ইন্ডিয়ান টেলিভিশন (ইংরেজি ভাষায়)। ২৫ নভেম্বর ২০২০। ১৮ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২২ 
  10. "Cartoon Network India Airs Super Shiro Anime on February 22"অ্যানিমে নিউজ নেটওয়ার্ক 
  11. পাল, শরমিন্দ্রীলা (২০ জানুয়ারি ২০২১)। "Cosmos-Maya and WarnerMedia join hands to launch 'Dabangg' on Cartoon Network"অ্যানিমেশনএক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২২ 
  12. "Welcome the animated Dabangg!"ট্রিবিউনইন্ডিয়া। ১৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২২ 
  13. "Cartoon Network is all set to entertain kids with new sci-fi superhero series 'Ekans - Ek se Badhkar Snake'"অ্যানিমেশনএক্সপ্রেস (ইংরেজি ভাষায়)। ২২ জুন ২০২১। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২২ 
  14. "Cartoon Network to premiere magic tales of 'Harry Potter' this November"অ্যানিমেশনএক্সপ্রেস। ৯ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২২ 
  15. "Cartoon Network to air popular animated series 'Taffy' on 24 January"অ্যানিমেশনএক্সপ্রেস। ২৪ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২২ 
  16. মহেন্দ্র, বৈনবী (৩০ মার্চ ২০২২)। "Cartoon Network gears up for summer vacations; launches new brand campaign 'Redraw Your World'"ফিন্যান্সিয়াল এক্সপ্রেস। সংগ্রহের তারিখ ৯ এপ্রিল ২০২২