কার্টুন নেটওয়ার্ক এইচডি+
কার্টুন নেটওয়ার্ক এইচডি+ (সিএন এইচডি+) হচ্ছে একটি আন্তর্জাতিক ক্যাবল ও স্যাটেলাইট শিশুতোষ টেলিভিশন চ্যানেল যা অ্যানিমেটেড ধারাবাহিক প্রচারিত করে। এর আন্তর্জাতিক বিভাগের অধীনে ওয়ার্নার ব্রস. ডিসকভারি দ্বারা পরিচালিত, চ্যানেলটি এর মুম্বইয়ে সদর দপ্তর থেকে সম্প্রচারিত। ২০১৮ সালের ১৫ এপ্রিলে কার্টুন নেটওয়ার্ক ভারতের হাই ডেফিনিশন এর পার্শ্ব চ্যানেল হিসেবে সম্প্রচার শুরু করে চ্যানেলটি।
কার্টুন নেটওয়ার্ক এইচডি+ | |
---|---|
উদ্বোধন |
|
মালিকানা | |
চিত্রের বিন্যাস | ১৬:৯ (১০৮০আই এইচডিটিভি) |
দেশ | ভারত |
ভাষা | |
প্রচারের স্থান | |
প্রধান কার্যালয় | মুম্বই, মহারাষ্ট্র, ভারত |
ভ্রাতৃপ্রতিম চ্যানেল(সমূহ) | |
ওয়েবসাইট | CartoonNetworkIndia.com |
চ্যানেলটি প্রথমে শুধু ভারতে উপলব্ধ ছিল, তারপরে এটি ভারতের প্রতিবেশী দেশগুলিতে সম্প্রচার শুরু করে। অনেকগুলো কার্টুন নেটওয়ার্ক মূল অনুষ্ঠানসমূহ শুধু এই চ্যানেলে দেখানো হয়।
ইতিহাস
সম্পাদনাউদ্বোধন
সম্পাদনাওয়ার্নার ব্রস. ডিসকভারি ভারত ঘোষণা করেছে যে উনারা কার্টুন নেটওয়ার্ক এইচডি+ নামের কার্টুন নেটওয়ার্কের একটি এইচডি সংস্করণ উদ্বোধন করবে। ২০১৮ সালের ১৫ এপ্রিলে এর উদ্বোধনের আগে এসডি চ্যানেলটি এইচডি চ্যানেল প্রচার করার বিজ্ঞাপন প্রচারিত করেছে। একটি প্রোমো প্রচারিত হয়েছিল যার নাম ছিল "লাউড অ্যান্ড ক্লিয়ার", যা দুই মাস পর বাতিল হওয়ার পর্যন্ত চ্যানেলের স্লোগান ছিল।
২০১৮ সালের ১৭ এপ্রিলে ইংরেজি আপতিত কার্টুন নেটওয়ার্ক এইচডি+ এ তামিল এবং তেলুগু ভাষার অডিও ট্র্যাক অন্তর্ভূক্ত করা হয়। আগের থেকে কার্টুন নেটওয়ার্ক এসডি চ্যানেলে প্রচারিত অনুষ্ঠান যেমন উই বেয়ার বেয়ারস, দ্য পাওয়ারপাফ গার্লস, ইত্যাদি, হিন্দিতেও প্রচারিত হয়।[২]
২০২১ সালে এসডি ফিডের সাথে কার্টুন নেটওয়ার্ক এইচডি+ মাঝের মধ্যে ভিন্ন বেন ১০ বিশেষ প্রচারিত করেছে, যেমন বেন ১০ ভার্সেস দ্য ইউনিভার্স: দ্য মুভি।
২০২২ সালের ৩০ মার্চে উভয় এসডি এবং এইচডি চ্যানেলগুলি "রিড্র ইউওর ওয়ার্ল্ড" ব্যান্ডিং এবং গ্রাফিক্স ব্যবহার করা শুরু করে।[৩]
অনুষ্ঠানসমূহ
সম্পাদনা- অ্যাডভেঞ্চার টাইম[৪](ইং)
- অ্যাপেল অ্যান্ড অনিয়ন(ইং)
- ইউনিকিটি!
- উই বেবি বেয়ারস
- উই বেয়ার বেয়ারস[৪]
- ক্রেগ অফ দ্য ক্রিক
- জেলিস্টোন!
- টিন টাইটান্স গো!
- ডিসি সুপার হিরো গার্লস
- দ্য অ্যামেজিং ওয়ার্ল্ড অফ গামবল[৪]
- দ্য গ্রিম অ্যাডভেঞ্চারস অফ বিলি অ্যান্ড ম্যান্ডি
- দ্য পাওয়ারপাফ গার্লস
- বেন ১০ (২০০৫)
- বেন ১০ (২০১৭)
- বেন ১০: অমনিভার্স
- রানিং ম্যান অ্যানিমেশন
- রেগুলার শো
- লুনি টিউনস কার্টুনস
- স্টিভেন ইউনিভার্স
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ রয়, তাসমাই লাহা (৫ মার্চ ২০২০)। "Pogo & Cartoon Network go local with India Originals"। এক্সচেঞ্জ৪মিডিয়া। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২২।
- ↑ "Cartoon Network HD+ adds Tamil, Telugu feeds"। ইন্ডিয়ান টেলিভিশন। ১৭ এপ্রিল ২০১৮।
- ↑ মহেন্দ্র, বৈনবী (২০২২-০৩-৩০)। "Cartoon Network gears up for summer vacations; launches new brand campaign 'Redraw Your World'"। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২২।
- ↑ ক খ গ "More Information About Cartoon Network India HD+"। রেগুলারক্যাপিটাল। ১৭ এপ্রিল ২০১৮। ১২ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২২।