এইচবিও এশিয়া এইচবিও এর এশীয় বিভাগ। এটি ১৯৯২ সালের ১ মেতে মুভিভিশন নামে সম্প্রচার শুরু করে, পরে হোম বক্স অফিস, ইনকর্পোরেটেড দ্বারা ক্রয় হওয়ার পর ১৯৯৫ সালের ১ জুনে এটি এর বর্তমান নামে পুনঃব্র্যান্ড করে। সিঙ্গাপুরভিত্তিক নেটওয়ার্কটি বিজ্ঞাপনহীন চ্যানেল এবং সার্ভিসসমূহ প্রদান করে – এইচবিও, এইচবিও সিগনেচার, এইচবিও ফ্যামিলি, এইচবিও হিটস, সিনেম্যাক্স, এবং রেড – এইচবিও গো এবং এইচবিও অন ডিমান্ড সহ। এইচবিও এশিয়া এশিয়ায় বিবিফার্স্টেরও একমাত্র পরিবেশক।[৪]

এইচবিও এশিয়া
উদ্বোধন১ মে ১৯৯২; ৩১ বছর আগে (1992-05-01)[১]
নেটওয়ার্কএইচবিও
মালিকানাএইচবিও এশিয়া প্রাইভেট লিমিটেড (ওয়ার্নার ব্রস. ডিসকভারি ইন্টারন্যাশনাল)
চিত্রের বিন্যাস১০৮০আই এইচডিটিভি
(এসডিটিভি ফিডের জন্য ১৬:৯ অ্যানামরফিক ওয়াইডস্ক্রিন অথবা লেটারবক্সকৃত ৪৮০আই/৫৭৬আইতে ডাউনস্কেল করা) (২০?? থেকে (এইচডি), ২০১৯ সাল থেকে (এসডি))
৫৭৬আই এসডিটিভি (৪:৩) (১৯৯২–২০১৯)
দেশসিঙ্গাপুর
ভাষাইংরেজি
ইন্দোনেশীয়
চীনা
জাপানী
থাই
ফিলিপিনো
মালয়
প্রচারের স্থান
প্রধান কার্যালয়১৫১ লরং ছুয়ান, নিউ টেকনোলজি পার্ক ০৪-০৫, সেরাংগুন গার্ডেনস, সিঙ্গাপুর
পূর্বতন নামমুভিভিশন (১৯৯২–১৯৯৫)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অনুষ্ঠানসমূহ সম্পাদনা

এইচবিও এশিয়ার কাছে প্রধান হলিউড এবং স্বাধীন স্টুডিওর সাথে প্রথম প্রচার এবং লাইসেন্সিং চুক্তি আছে, যেমন ওয়ার্নার ব্রস., ইউনিভার্সাল পিকচার্স, লায়নসগেট, ড্রিমওয়ার্কস অ্যানিমেশন, এবং প্যারামাউন্ট পিকচার্স, এর মালিকানা এইচবিও মূল অনুষ্ঠানসমূহ সহ। এটি ডিসি এন্টারটেইনমেন্ট, কলাম্বিয়া পিকচার্স এমজিএম, রেলাটিভিটি মিডিয়া, সনি পিকচার্স ক্লাসিকস, ইত্যাদি থেকেও বিষয়বস্তু লাইসেন্স করে।

  • এইচবিও সেন্ট্রাল হল একটি মাসিক অনুষ্ঠান যা আগামী মাসে কোন চলচ্চিত্র এবং ধারাবাহিক দেখানো হবে সে সম্পর্কে তথ্য দেয়।
  • এইচবিওর অরিজিনাল সিরিজ অথবা অরিজিনাল প্রোডাকশনস এর নতুন মৌসুমসমূহ রবিবার রাত/সোমবার সকালে প্রচারিত হয়

অন্যান্য চ্যানেলসমূহ সম্পাদনা

নেটওয়ার্ক বর্ণনা ওয়েবসাইট
এইচবিও হলিউড চলচ্চিত্র এবং এইচবিও মূল ধারাবাহিক দেখায় প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ আগস্ট ২০১৩ তারিখে
এইচবিও হিটস হিট এবং ব্লকবাস্টার চলচ্চিত্র দেখায় প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ আগস্ট ২০১৩ তারিখে[ক]
এইচবিও ফ্যামিলি পরিবারকেন্দ্রিক চলচ্চিত্র এবং ধারাবাহিক দেখায় প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ আগস্ট ২০০৭ তারিখে[ক]
এইচবিও সিগনেচার সমালোচকদের প্রশংসিত এবং মূল প্রযোজনা দেখায় প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ আগস্ট ২০১৩ তারিখে[ক]
সিনেম্যাক্স অ্যাকশন এবং সাসপেন্স চলচ্চিত্র দেখায় প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩ এপ্রিল ২০০৬ তারিখে[ক]
এইচবিও অন ডিমান্ড ব্যবহারকারীদের জন্য হলিউড চলচ্চিত্র এবং মূল অনুষ্ঠান প্রদান করে প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ ফেব্রুয়ারি ২০১০ তারিখে[ক]
বিবিফার্স্ট ছোট্ট শিশুদের জন্য ২৪-ঘণ্টার চ্যানেল প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

আরও দেখুন সম্পাদনা

টীকা সম্পাদনা

  1. সংযোগটি অনুষ্ঠানসূচী পৃষ্ঠায় পুনঃনির্দেশিত

তথ্যসূত্র সম্পাদনা

  1. "HBO Asia grows by almost 100 percent"ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল। ৪ মার্চ ১৯৯৬। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২২ 
  2. "For the first time in Nepal, HBO channels can be viewed for free by DishHome users in the mobile app"রিভিউজ। ১৯ জুলাই ২০২০। ১৫ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২২ 
  3. ত্সাং, সুজান (৮ সেপ্টেম্বর ১৯৯৮)। "HBO Asia maps out Sri Lanka launch"ভ্যারাইটি। সংগ্রহের তারিখ ২৬ জুলাই ২০২২ 
  4. "HBO Asia strikes agreement to represent BabyFirst, WarnerTV across Asia"। টেলিভিশন এশিয়া। ১ ডিসেম্বর ২০০৯। 

বহিঃসংযোগ সম্পাদনা