নাগেশ্বরী পৌরসভা
নাগেশ্বরী পৌরসভা বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার অন্তর্গত 'ক' শ্রেণির একটি পৌরসভা। এই পৌরসভা উত্তর ধরলার একমাত্র পৌরসভা।[১]
নাগেশ্বরী | |
---|---|
পৌরসভা | |
বাংলাদেশে নাগেশ্বরী পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৫°৫৮.৮′ উত্তর ৮৯°৪২.৫′ পূর্ব / ২৫.৯৮০০° উত্তর ৮৯.৭০৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রংপুর বিভাগ |
জেলা | কুড়িগ্রাম জেলা |
উপজেলা | নাগেশ্বরী উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ৮ জুলাই ২০০১ |
সরকার | |
• পৌর মেয়র | মোহাম্মদ হোসেন ফাকু (স্বতন্ত্র) |
আয়তন | |
• মোট | ৪২.০৩ বর্গকিমি (১৬.২৩ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৯২,৩২৮ |
• জনঘনত্ব | ২,২০০/বর্গকিমি (৫,৭০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৬৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৫৬৬০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
আয়তন
সম্পাদনানাগেশ্বরী পৌরসভার আয়তন ৪২ বর্গকিলোমিটার।
জনসংখ্যা
সম্পাদনা২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী নাগেশ্বরী পৌরসভায় ২৭,১১৮ টি পরিবারে সর্বমোট ৯২,৩২৮ (পুরুষ- ৪৩,২২৪ মহিলা- ৪৯,১০৪) নাগরিক বসবাস করেন।
অবস্থান ও সীমানা
সম্পাদনাএ পৌরসভার উত্তরে রায়গঞ্জ ও রামখানা ইউনিয়ন, দক্ষিণে হাসনাবাদ ও ভিতরবন্দ ইউনিয়ন, পূর্বে বেরুবাড়ী, কচাকাটা ও বামনডাঙ্গা ইউনিয়ন এবং পশ্চিমে নেওয়াশী ইউনিয়ন অবস্থিত।
প্রতিষ্ঠা ও মেয়র নির্বাচন
সম্পাদনানাগেশ্বরী পৌরসভা ৮ জুলাই ২০০১ সালে প্রতিষ্ঠিত হয়। পৌরসভার প্রথম নির্বাচিত মেয়রের নাম মোহাম্মদ হোসেন ফাকু। পরবর্তীতে এই পৌরসভার দ্বিতীয় ও তৃতীয় মেয়র নির্বাচনে জয় লাভ করেন আব্দুর রহমান। চতুর্থ নির্বাচনে পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হোসেন ফাকু পুনরায় নির্বাচিত হয়ে বর্তমানে মেয়রের দায়িত্ব পালন করছেন।
প্রশাসনিক এলাকা
সম্পাদনানাগেশ্বরী পৌরসভার প্রশাসনিক কার্যক্রম কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৫ নং নির্বাচনী এলাকার কুড়িগ্রাম-১ আসনের অংশ।
এ পৌরসভায় ৯টি ওয়ার্ড, ৪৪টি মহল্লা রয়েছে।
শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনানাগেশ্বরী পৌরসভার সাক্ষরতার হার ৬০%। পৌরসভার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা: [২]
কলেজঃ
- নাগেশ্বরী সরকারী কলেজ
- নাগেশ্বরী মহিলা কলেজ
- নাগেশ্বরী মডেল কলেজ
- নাগেশ্বরী সমাজকল্যাণ কলেজ
- নাগেশ্বরী পলিটেকনিক্যাল ইন্সটিটিউট
- নাগেশ্বরী টেকনিক্যাল ইন্সটিটিউট।
উচ্চ বিদ্যালয়ঃ
- উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, নাগেশ্বরী
- নাগেশ্বরী কেরামতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়
- নাগেশ্বরী দয়াময়ী পাইলট একাডেমী
- নাগেশ্বরী আদর্শ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়
- নাগেশ্বরী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
- নাগেশ্বরী সমাজকল্যাণ বালিকা একাডেমী
- কুটি পায়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয়
- পূর্ব পায়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয়
- মধুরহাইল্যা উচ্চ বিদ্যালয়
- মালভাঙ্গা উচ্চ বিদ্যালয়
- সুখাতী বালিকা উচ্চ বিদ্যালয়
- আইডিয়াল উচ্চ বিদ্যালয়
- সুখাতি বিদ্যা নিকেতন
- বালাটারি উচ্চ বিদ্যালয়
- বল্লভপুর উচ্চ বিদ্যালয়।
প্রাথমিক বিদ্যালয়-
- নাগেশ্বরী ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়
- নাগেশ্বরী ২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়
- নাগেশ্বরী ৩২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়
- সাপখাওয়া প্রাথমিক বিদ্যালয়
- নাগেশ্বরী আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়
- বালাটারি প্রাথমিক বিদ্যালয়
- বল্লভপুর প্রাথমিক বিদ্যালয়
- মালভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়
- বদি জমাপুর প্রাথমিক বিদ্যালয়
- কুটি পায়রাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়
- পায়রাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব পায়রাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়
- নামদানি প্রাথমিক বিদ্যালয়
- মমিনগঞ্জ প্রাথমিক বিদ্যালয়
- হাশেমবাজার প্রাথমিক বিদ্যালয়
- ডায়নারপাড় প্রাথমিক বিদ্যালয়
- আরাজি কুমুরপুর প্রাথমিক বিদ্যালয়
- মধুরহাইল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব সুখাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ভগিরভিটা প্রাথমিক বিদ্যালয়।
কিন্ডারগার্ডেন-
- শিশু বিতান নাগেশ্বরী
- নিউ প্রতিশ্রুতি
- আলফা চাইল্ড কেয়ার
- মনি কিন্ডারগার্ডেন
- মাতৃছায়া কিন্ডারগার্ডেন।
মাদ্রাসা-
- নাগেশ্বরী কামিল এম. এ মাদ্রাসা
- নাগেশ্বরী হামিউচ্ছুন্নাহ কারামতিয়া নূরানী হাফিজীয়া ও ক্বওমী মাদ্রাসা
- নাগেশ্বরী সাঞ্জুয়ারভিটা মাদিনাতুল উলুম নূরানী হাফিজী ও ক্বওমী মাদ্রাসা
- সাঞ্জুয়ারভিটা বালিকা মাদ্রাসা
- সাপখাওয়া দ্বি-মূখী দাখিল মাদরাসা
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাকুড়িগ্রাম জেলা শহর থেকে নাগেশ্বরী পৌরসভার দুরত্ব ২৪ কিলোমিটার। রাজধানী ঢাকা থেকে এই পৌরসভার দূরত্ব ৩৬২ কিলোমিটার। চলাচলের জন্য এই পৌরসভায় রিকশা, অটোরিকশা, সিএনজি, বাস ও মোটরসাইকেলসহ নানারকম যানবাহন পাওয়া যায়।
স্বাস্থ্য
সম্পাদনানাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি নাগেশ্বরী পৌরসভার ৫নং ওয়ার্ডে অবস্থিত[৩]। এছাড়াও এই পৌরসভায় বেশ কিছু বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক প্রতিষ্ঠিত হয়েছে। পৌরসভায় অবস্থিত কিছু বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের তালিকাঃ
- হলিকেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার
- লাইফ ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার
- উত্তরণ ক্লিনিক
- এপোলো ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার
- জনতা ম্যাটস ইন্সটিটিউট
- আর্কেডিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার
- আল মদিনা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার
- মা ডায়াগনস্টিক সেন্টার
- সিটি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার
- ঢাকা ডায়াগনস্টিক সেন্টার
- আল্ট্রা ডায়াগনস্টিক সেন্টার
- শাপলা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।
ধর্মীয় উপাসনালয়
সম্পাদনামসজিদ- ৫৩টি
মন্দির- ১০টি
চিত্তাকর্ষক স্থান
সম্পাদনা- মুইব গার্ডেন ক্যাফে
- লেকসিটি
- দুধকুমর নদী।
জনপ্রতিনিধি
সম্পাদনানাগেশ্বরী পৌরসভার বর্তমান মেয়রের নাম মোহম্মদ হোসেন ফাকু।
পৌরসভার পূর্ববর্তী মেয়রদের তালিকা-
নাম | মেয়াদ (তারিখ ও সাল) |
মোহাম্মদ হোসেন ফাকু | |
আব্দুর রহমান মিয়া | |
আব্দুর রহমান মিয়া | |
মোহাম্মদ হোসেন ফাকু[৪] | ১৬ জানুয়ারি ২০২১ - বর্তমান |
পৌরসভার বর্তমান কাউন্সিলরদের তালিকা[৫]-
নাম | ওয়ার্ড নং |
মোঃ আশরাফুল ইসলাম | ১ নং ওয়ার্ড |
মোঃ ছামছুল হক | ২ নং ওয়ার্ড |
মোঃ আবু সাঈদ মিয়া | ৩ নং ওয়ার্ড |
মোঃ শামছুল আলম | ৪ নং ওয়ার্ড |
মোঃ রুহুল আমিন | ৫ নং ওয়ার্ড |
মোঃ জিয়াউর রহমান | ৬ নং ওয়ার্ড |
মোঃ মজিবর রহমান | ৭ নং ওয়ার্ড |
মোঃ রুহুল রববানী সজীব | ৮ নং ওয়ার্ড |
মোঃ হাবিবুর রহমান | ৯ নং ওয়ার্ড |
মোছাঃ আকতারা ইয়াসমিন | সংরক্ষিত মহিলা আসন ১,২,৩ নং ওয়ার্ড |
মোছাঃ আলেয়া বেগম | সংরক্ষিত মহিলা আসন ৪,৫,৬ নং ওয়ার্ড |
মোছাঃ মিনু বিবি | সংরক্ষিত মহিলা আসন ৭,৮,৯ নং ওয়ার্ড |
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনা- আছলাম হোসেন সওদাগর, সংসদ সদস্য কুড়িগ্রাম ১ আসন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০১৮।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "নাগেশ্বরী উপজেলা"। nageshwari.kurigram.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "উপজেলা শিক্ষা অফিসারের কার্যালয়, নাগেশ্বরী, কুড়িগ্রাম"। deo.nageshwari.kurigram.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৮।
- ↑ "উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাগেশ্বরী, কুড়িগ্রাম"। health.nageshwari.kurigram.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৮।
- ↑ সংবাদদাতা, কুড়িগ্রাম। "কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু নির্বাচিত"। ইনকিলাব। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৮।
- ↑ "নাগেশ্বরী উপজেলা"। nageshwari.kurigram.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০১-০৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]