নাগেশ্বরী সরকারি কলেজ

নাগেশ্বরী সরকারি কলেজ (সাবেক 'নাগেশ্বরী ডিগ্রী কলেজ') বাংলাদেশের কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। ২০১৭ সালে এইচএসসি পরীক্ষায় নাগেশ্বরী কলেজ পুরো কুড়িগ্রাম জেলায় দ্বিতীয় স্থান অর্জন করে।[১]

নাগেশ্বরী সরকারি কলেজ
অবস্থান

তথ্য
প্রতিষ্ঠাকাল১৯৬৭ সাল
ইআইআইএন১২২৪৫২ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
অধ্যক্ষএসএম শাহজাহান কবির (ভারপ্রাপ্ত)

ইতিহাস সম্পাদনা

নাগেশ্বরী কলেজ প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে। এই কলেজের ভূমিদাতা হচ্ছেন স্থানীয় অবস্থাশীল ব্যাক্তিত্ব গোলাপ খাঁ'র পরিবার। ১৯৬৬ সাল পর্যন্ত এই উপজেলায় কোন কলেজ ছিল না। সুশিক্ষা প্রসারের তাগিদে স্থানীয় ইউনিয়ন পরিষদ মেম্বার, চেয়ারম্যান এবং এমএলএসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ গোলাপ খাঁ'র পরিবারের কাছে অনুরোধ জানান ভূমি দানের জন্য। গোলাপ খাঁ'র পরিবার নাগেশ্বরীতে কলেজ স্থাপনের জন্য ১০ বিঘা জমি দান করেন। পরবর্তীতে এই পরিবার নাগেশ্বরী কলেজকে আরও ২ বিঘা জমি দান করেন।

আনুষ্ঠানিকভাবে ভূমি দানের পর ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় নাগেশ্বরী কলেজ। শুরুতে এই কলেজ অল্প কিছু শিক্ষার্থী নিয়ে উচ্চ মাধ্যমিক শ্রেণির যাত্রা শুরু করলেও ১৯৭০ সালে তা ডিগ্রি কলেজে উন্নিত হয়। ২০১০ সালে নাগেশ্বরী কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চালু হয় অনার্স শাখা। প্রথমদিকে রাষ্ট্রবিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয় থাকলেও পরবর্তীতে বাংলা, হিসাববিজ্ঞান ও প্রাণীবিজ্ঞান বিষয় চালু করা হয়। ২০১৬ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে এই কলেজকে জাতীয়করণ ঘোষিত করা হয়[২]। এবং কলেজের নতুন নাম হয় নাগেশ্বরী সরকারি কলেজ।

গঠন সম্পাদনা

  • শ্রেণিসমূহ- উচ্চমাধ্যমিক, ডিগ্রি, অনার্স
  • অনার্স এর বিষয়সমূহ- রাষ্ট্রবিজ্ঞান, ব্যবস্থাপনা, বাংলা, হিসাববিজ্ঞান, প্রাণীবিজ্ঞান
  • শিফট- ডে শিফট
  • ভাষা- বাংলা মাধ্যম
  • মোট শিক্ষক- ৬২ জন
  • মোট শিক্ষার্থী- প্রায় চার হাজার
  • মোট কর্মচারী- ২২ জন।

ভর্তি কার্যক্রম সম্পাদনা

নাগেশ্বরী সরকারি কলেজে বাংলাদেশ সরকারের শিক্ষানীতি অনুসারে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম পরিচালনা করে থাকে।

ড্রেস কোড সম্পাদনা

  • ছেলেদের জন্য সাদা শার্ট, সাদা প্যান্ট
  • মেয়েদের সাদা জামা, সাদা পায়জামা, সাদা এপ্রোন
  • উভয়ের জন্য কলেজ কর্তৃক নির্ধারিত ব্যাজ।

অধ্যক্ষদের তালিকা সম্পাদনা

হবিবর রহমান ১ এপ্রিল ১৯৬৭- ৫ জুন ১৯৬৭
শাহ্‌ মুহাঃ আয়ুব হোসেন ৬ জুন ১৯৬৭- ২৪ আগস্ট ১৯৬৯
ময়েন চৌধুরী ২৫ আগস্ট ১৯৬৯- ৫ এপ্রিল ১৯৭০
আব্দুল আযীয মুছল্লী (ভারপ্রাপ্ত) ৬ এপ্রিল ১৯৭০- ১১ মে ১৯৭০
মসীহ্‌ উদ্দিন আনসারী ১২ মে ১৯৭০- ১৭ নভেম্বর ১৯৭০
শাহ্‌ মঞ্জুদুর রহমান (ভারপ্রাপ্ত) ১৮ নভেম্বর ১৯৭০- ৩ ফেব্রুয়ারি ১৯৭২
আব্দুল আযীয মুছল্লী (ভারপ্রাপ্ত) ৪ ফেব্রুয়ারি ১৯৭২- ২৮ সেপ্টেম্বর ১৯৭২
আব্দুল আযীয মুছল্লী ১৯ সেপ্টেম্বর ১৯৭২- ৩০ জানুয়ারি ১৯৭৬
শাহ্‌ মঞ্জুদুর রহমান (ভারপ্রাপ্ত) ৩১ জানুয়ারি ১৯৭৬- ৩ জুলাই ১৯৭৬
মুহাঃ শাহাদাৎ হোসাইন ৪ জুলাই ১৯৭৬- ৩১ জানুয়ারি ১৯৮৯
ইব্রাহীম আলী (ভারপ্রাপ্ত) ১ ফেব্রুয়ারি ১৯৮৯- ২২ এপ্রিল ১৯৯১
ইব্রাহীম আলী ২৩ এপ্রিল ১৯৯১- ২৭ নভেম্বর ১৯৯২
মোঃ সাহেদুল ইসলাম (ভারপ্রাপ্ত) ২৮ নভেম্বর ১৯৯২- ২৯ নভেম্বর ১৯৯৩
মুহাঃ শাহাদাৎ হোসাইন ৩০ নভেম্বর ১৯৯৩- ২৯ সেপ্টেম্বর ১৯৯৮
প্রবীণ চন্দ্র মৈত্র (ভারপ্রাপ্ত) ৩০ সেপ্টেম্বর ১৯৯৮- ১ ফেব্রুয়ারি ২০০০
মোঃ সাহেদুল ইসলাম ২ ফেব্রুয়ারি ২০০০- ১১ ফেব্রুয়ারি ২০১৬
মোঃ রুহুল আমিন মণ্ডল (ভারপ্রাপ্ত) ১২ ফেব্রুয়ারি ২০১৬- ১৭ মার্চ ২০২২
এসএম শাহজাহান কবির (ভারপ্রাপ্ত) ১৯ মার্চ ২০২২- বর্তমান

কৃতি শিক্ষার্থী সম্পাদনা

গ্রন্থাগার সম্পাদনা

নাগেশ্বরী সরকারি কলেজের গ্রন্থাগারে প্রায় তিন হাজার বই সংগৃহীত আছে।

আবাসিক হোস্টেল সম্পাদনা

  • নাগেশ্বরী সরকারি কলেজ হোস্টেল।

সহশিক্ষামূলক কার্যক্রম সম্পাদনা

খেলাধুলা, বিনোদন, ট্যুর ইত্যাদি।

ছাত্র সংগঠন সম্পাদনা

  • নাগেশ্বরী সরকারি কলেজ রোভার গ্রুপ।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "এইচএসসিতে এক যুগের ঐতিহ্য হারালো কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজ"বাংলা ট্রিবিউন। ২০২১-০৮-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৭ 
  2. "জাতীয়করণের আনন্দে নাগেশ্বরী কলেজে শোভাযাত্রা"দৈনিকশিক্ষা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৭ 
  3. "বাংলাদেশ স্কাউটস | বাংলাদেশ স্কাউটস অনলাইন ডিজিটাল রেকর্ড এবং স্কাউট সার্ভিস সিস্টেম"service.scouts.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৭