নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভা

ভারতীয় প্রজাতন্ত্রের পঞ্চবিংশ মন্ত্রিসভা

নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভা বা মোদী ৩.০[১] সাত দফায় আয়োজিত ২০২৪-এর সাধারণ নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভা। ২০২৪ সালের ৪ জুনে এই নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছিল এবং যার ফলে অষ্টাদশ লোকসভা গঠিত হয়েছিল। ৯ জুনে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সমস্ত সদস্য শপথগ্রহণ করেছিল।

নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভা

ভারতীয় প্রজাতন্ত্র-এর ২৫শ (পঞ্চবিংশ) মন্ত্রিসভা
নরেন্দ্র মোদী
নরেন্দ্র মোদী, ২০২৪
গঠনের তারিখ৯ জুন ২০২৪
ব্যক্তি ও সংস্থা
রাষ্ট্রপ্রধানদ্রৌপদী মুর্মু
সরকারপ্রধাননরেন্দ্র মোদী
মোট মন্ত্রী সংখ্যা৭২টি
সদস্য দলগুলি     জাতীয় গণতান্ত্রিক জোট
আইনসভায় অবস্থাজাতীয় গণতান্ত্রিক জোট
লোকসভা
২৯৩ / ৫৪৩ (৫৪%)
রাজ্যসভা
১১৩ / ২৪৫ (৪৬%)
ইতিহাস
আসন্ন গঠনভারতের সাধারণ নির্বাচন, ২০২৪

মন্ত্রীর তালিকা

সম্পাদনা

এই মন্ত্রিসভার মন্ত্রীর তালিকা নিম্নরূপ:[২][৩][৪]

পূর্ণমন্ত্রী

সম্পাদনা
কার্যভার মন্ত্রী দায়িত্ব  গ্রহণ দায়িত্ব  ত্যাগ দল টীকা
প্রধানমন্ত্রী
কর্মিবর্গ, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রী
পারমাণবিক শক্তি বিভাগ
মহাকাশ বিভাগ
সমস্ত গুরুত্বপূর্ণ নীতি সমস্যা ও অন্যান্য কার্যভার যা অন্যান্য মন্ত্রীদের বণ্টন করা হয়নি
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
প্রতিরক্ষা মন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
স্বরাষ্ট্রমন্ত্রী
সহযোগিতা মন্ত্রী
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপিসবচেয়ে দীর্ঘমেয়াদি স্বরাষ্ট্রমন্ত্রী।
সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী
জৈবসার ও রাসায়নিক মন্ত্রী
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী
গ্রামোন্নয়ন মন্ত্রী
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
অর্থমন্ত্রী
কর্পোরেট মন্ত্রী
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
বিদেশমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপিজওহরলাল নেহেরুর পর দ্বিতীয় সবচেয়ে দীর্ঘমেয়াদি বিদেশমন্ত্রী।
আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী
বিদ্যুৎমন্ত্রী
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
ভারী শিল্প মন্ত্রী
ইস্পাত মন্ত্রী
১০ জুন ২০২৪পদে আসীন জেডি(এস) 
বাণিজ্য ও শিল্প মন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
শিক্ষামন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
পঞ্চায়েতি রাজ মন্ত্রী
মৎস্য, পশুপালন ও ডেয়ারিং মন্ত্রী
১০ জুন ২০২৪পদে আসীন জেডি(ইউ) 
ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন হিন্দুস্তানি আওয়াম মোর্চা 
বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
অসামরিক বিমান পরিবহন মন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন তেলুগু দেশম পার্টি 
ক্রেতা সুরক্ষা, খাদ্য ও জনবণ্টন মন্ত্রী
নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
জনজাতি মন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
বস্ত্রমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
রেলমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রী
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
যোগাযোগ মন্ত্রী
উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রী
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
সংস্কৃতি মন্ত্রী
পর্যটন মন্ত্রী
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
সংসদ মন্ত্রী
সংখ্যালঘু মন্ত্রী
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
যুবক ও ক্রীড়া মন্ত্রী
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
কয়লামন্ত্রী
খনিমন্ত্রী
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
খাদ্য প্রস্তুত শিল্প মন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন এলজেপি(আরভি) 
জল শক্তি মন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 

প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব)

সম্পাদনা
কার্যভার মন্ত্রী দায়িত্ব  গ্রহণ দায়িত্ব  ত্যাগ দল টীকা
পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব)
পরিকল্পনা প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব)
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব)
ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব)
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
বিধি ও ন্যায় প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব)১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
আয়ুষ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব)১০ জুন ২০২৪পদে আসীন শিবসেনা 
কর্মদক্ষতা ও উদ্যোগ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব)১০ জুন ২০২৪পদে আসীন রাষ্ট্রীয় লোক দল 

প্রতিমন্ত্রী

সম্পাদনা
কার্যভার মন্ত্রী দায়িত্ব  গ্রহণ দায়িত্ব  ত্যাগ দল টীকা
সংস্কৃতি প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী
কর্মিবর্গ, জনঅভিযোগ ও পেনশন প্রতিমন্ত্রী
পারমাণবিক শক্তি বিভাগের প্রতিমন্ত্রী
মহাকাশ বিভাগের প্রতিমন্ত্রী
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
সংসদ প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন শিবসেনা 
১০ জুন ২০২৪পদে আসীন আপনা দল (সোনেলাল) 
শিক্ষা প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন রাষ্ট্রীয় লোক দল 
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী
ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
বিদ্যুৎ প্রতিমন্ত্রী
নতুন ও নবায়নযোগ্য শক্তি প্রতিমন্ত্রী
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
সহযোগিতা প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন ভারতীয় প্রজাতান্ত্রিক দল (অঠওয়ালে) 
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন জেডি(ইউ) 
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
জৈবসার ও রাসায়নিক মন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন আপনা দল (সোনেলাল) 
জল শক্তি প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
রেল প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন তেলুগু দেশম পার্টি 
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
যোগাযোগ প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন তেলুগু দেশম পার্টি 
মৎস্য, পশুপালন ও ডেয়ারিং প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
পঞ্চায়েতি রাজ প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প প্রতিমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
বিদেশ প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
ক্রেতা সুরক্ষা, খাদ্য ও জনবণ্টন প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
বন্দর, জাহাজ ও জলপথ প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস প্রতিমন্ত্রী
পর্যটন প্রতিমন্ত্রী
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
কয়লা প্রতিমন্ত্রী
খনি প্রতিমন্ত্রী
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
প্রতিরক্ষা প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
খাদ্য প্রস্তুত শিল্প মন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
জনজাতি প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
জনজাতি প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
উত্তর-পূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
আবাসন ও নগর বিষয়ক প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
ভারী শিল্প প্রতিমন্ত্রী
ইস্পাত প্রতিমন্ত্রী
১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
কর্পোরেট প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
সংখ্যালঘু প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 
বস্ত্র প্রতিমন্ত্রী১০ জুন ২০২৪পদে আসীন বিজেপি 

জনপরিসংখ্যান

সম্পাদনা

দল অনুযায়ী পূর্ণমন্ত্রীদের প্রতিনিধিত্ব

  শিবসেনা (১.৪০৮%)

রাজনৈতিক দল অনুযায়ী

সম্পাদনা
দল পূর্ণমন্ত্রী প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) প্রতিমন্ত্রী মোট মন্ত্রীর সংখ্যা মোট মন্ত্রকের সংখ্যা
ভারতীয় জনতা পার্টি ২৬ ৩২ ৬১ ৯৩টি (৪২টি পূর্ণমন্ত্রক; ৫টি প্রতিমন্ত্রক (স্বাধীন দায়িত্ব); ৪৬টি প্রতিমন্ত্রক (মোট ৪টি মন্ত্রক টিডিপি, জেডি(ইউ), আরএলডিআরপিআই(এ)-এর সাথে বণ্টিত)
তেলুগু দেশম পার্টি ৩টি (১টি পূর্ণমন্ত্রক; ২টি প্রতিমন্ত্রক (১টি মন্ত্রক বিজেপির সাথে বণ্টিত))
জনতা দল (সংযুক্ত) ৩টি (২টি পূর্ণমন্ত্রক; ১টি প্রতিমন্ত্রক (বিজেপির সাথে বণ্টিত))
শিবসেনা ২টি (১টি প্রতিমন্ত্রক (স্বাধীন দায়িত্ব); ১টি প্রতিমন্ত্রক (এডি(এস)-এর সাথে বণ্টিত))
লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) ১টি (১টি পূর্ণমন্ত্রক)
রাষ্ট্রীয় লোক দল ২টি (১টি প্রতিমন্ত্রক (স্বাধীন দায়িত্ব); ১টি প্রতিমন্ত্রক বিজেপির সাথে বণ্টিত))
জনতা দল (ধর্মনিরপেক্ষ) ২টি (২টি পূর্ণমন্ত্রক)
হিন্দুস্তানি আওয়াম মোর্চা ১টি (১টি পূর্ণমন্ত্রক)
আপনা দল (সোনেলাল) ২টি (২টি প্রতিমন্ত্রক (১টি মন্ত্রক শিবসেনার সাথে বণ্টিত))
ভারতীয় প্রজাতান্ত্রিক দল (অঠওয়ালে) ১টি (১টি প্রতিমন্ত্রক (বিজেপির সাথে বণ্টিত))
মোট ৩১ ৩৬ ৭২ ১০৫টি (গুরুত্বপূর্ণ নীতি সমস্যা এবং অন্যান্য মন্ত্রীদের বণ্টন করা হয়নি এমন কার্যভার ব্যতীত)

রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অনুযায়ী

সম্পাদনা
রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল পূর্ণমন্ত্রী প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) প্রতিমন্ত্রী মোট মন্ত্রীর সংখ্যা মন্ত্রীদের নাম
রাজ্য
অন্ধ্রপ্রদেশ
অরুণাচল প্রদেশ
আসাম
উত্তরপ্রদেশ ১১
উত্তরাখণ্ড
ওড়িশা
কর্ণাটক
কেরল
গুজরাত
গোয়া
ছত্তিশগড়
ঝাড়খণ্ড
তামিলনাড়ু
তেলেঙ্গানা
ত্রিপুরা
নাগাল্যান্ড
পশ্চিমবঙ্গ
পাঞ্জাব
বিহার
মণিপুর
মধ্যপ্রদেশ
মহারাষ্ট্র
মিজোরাম
মেঘালয়
রাজস্থান
সিকিম
হরিয়ানা
হিমাচল প্রদেশ
কেন্দ্রশাসিত অঞ্চল
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ
চণ্ডীগড়
জম্মু ও কাশ্মীর
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ
দিল্লি
পুদুচেরি
লাক্ষাদ্বীপ
লাদাখ
অনির্বাচিত
মোট ৩১ ৩৬ ৭২

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Bureau, The Hindu (১০ জুন ২০২৪)। "Modi 3.0 Highlights: Amit Shah retains Home, Rajnath gets Defence, Nadda gets Health"The Hindu (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৪ 
  2. The Hindu (৯ জুন ২০২৪)। "Modi Cabinet 2024: List of Cabinet Ministers" (ইংরেজি ভাষায়)। ৯ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৪ 
  3. The Hindu (১০ জুন ২০২৪)। "Full list of ministers with portfolios in Modi 3.0 government: Who gets what" (ইংরেজি ভাষায়)। ১০ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪ 
  4. "এনডিএ সরকারের তৃতীয় দফায় কে কোন মন্ত্রক সামলাবেন? মোদী নিজের হাতে কোন দায়িত্ব রাখলেন?"আনন্দবাজার অনলাইন। ২০২৪-০৬-১০। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১০