নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভা
ভারতীয় প্রজাতন্ত্রের পঞ্চবিংশ মন্ত্রিসভা
নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভা বা মোদী ৩.০[১] সাত দফায় আয়োজিত ২০২৪-এর সাধারণ নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত মন্ত্রিসভা। ২০২৪ সালের ৪ জুনে এই নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছিল এবং যার ফলে অষ্টাদশ লোকসভা গঠিত হয়েছিল। ৯ জুনে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সমস্ত সদস্য শপথগ্রহণ করেছিল।
নরেন্দ্র মোদীর তৃতীয় মন্ত্রিসভা | |
---|---|
ভারতীয় প্রজাতন্ত্র-এর ২৫শ (পঞ্চবিংশ) মন্ত্রিসভা | |
নরেন্দ্র মোদী | |
গঠনের তারিখ | ৯ জুন ২০২৪ |
ব্যক্তি ও সংস্থা | |
রাষ্ট্রপ্রধান | দ্রৌপদী মুর্মু |
সরকারপ্রধান | নরেন্দ্র মোদী |
মোট সংখ্যা | ৭২টি |
সদস্য দলগুলি | জাতীয় গণতান্ত্রিক জোট
|
আইনসভায় অবস্থা | জাতীয় গণতান্ত্রিক জোট লোকসভা ২৯৩ / ৫৪৩ (৫৪%) রাজ্যসভা ১১৩ / ২৪৫ (৪৬%) |
ইতিহাস | |
আসন্ন গঠন | ভারতের সাধারণ নির্বাচন, ২০২৪ |
পূর্ববর্তী | নরেন্দ্র মোদীর দ্বিতীয় মন্ত্রিসভা |
মন্ত্রীর তালিকা
সম্পাদনাএই মন্ত্রিসভার মন্ত্রীর তালিকা নিম্নরূপ:[২][৩][৪]
পূর্ণমন্ত্রী
সম্পাদনাপ্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব)
সম্পাদনাকার্যভার | মন্ত্রী | দায়িত্ব গ্রহণ | দায়িত্ব ত্যাগ | দল | টীকা | |
---|---|---|---|---|---|---|
পরিসংখ্যান ও প্রকল্প রূপায়ণ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) পরিকল্পনা প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) ভূবিজ্ঞান প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
বিধি ও ন্যায় প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) | ১০ জুন ২০২৪ | পদে আসীন | বিজেপি | |||
আয়ুষ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) | ১০ জুন ২০২৪ | পদে আসীন | শিবসেনা | |||
কর্মদক্ষতা ও উদ্যোগ প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) | ১০ জুন ২০২৪ | পদে আসীন | রাষ্ট্রীয় লোক দল |
প্রতিমন্ত্রী
সম্পাদনাজনপরিসংখ্যান
সম্পাদনারাজনৈতিক দল অনুযায়ী
সম্পাদনাদল | পূর্ণমন্ত্রী | প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) | প্রতিমন্ত্রী | মোট মন্ত্রীর সংখ্যা | মোট মন্ত্রকের সংখ্যা | |
---|---|---|---|---|---|---|
ভারতীয় জনতা পার্টি | ২৬ | ৩ | ৩২ | ৬১ | ৯৩টি (৪২টি পূর্ণমন্ত্রক; ৫টি প্রতিমন্ত্রক (স্বাধীন দায়িত্ব); ৪৬টি প্রতিমন্ত্রক (মোট ৪টি মন্ত্রক টিডিপি, জেডি(ইউ), আরএলডি ও আরপিআই(এ)-এর সাথে বণ্টিত) | |
তেলুগু দেশম পার্টি | ১ | ০ | ১ | ২ | ৩টি (১টি পূর্ণমন্ত্রক; ২টি প্রতিমন্ত্রক (১টি মন্ত্রক বিজেপির সাথে বণ্টিত)) | |
জনতা দল (সংযুক্ত) | ১ | ০ | ১ | ২ | ৩টি (২টি পূর্ণমন্ত্রক; ১টি প্রতিমন্ত্রক (বিজেপির সাথে বণ্টিত)) | |
শিবসেনা | ০ | ১ | ০ | ১ | ২টি (১টি প্রতিমন্ত্রক (স্বাধীন দায়িত্ব); ১টি প্রতিমন্ত্রক (এডি(এস)-এর সাথে বণ্টিত)) | |
লোক জনশক্তি পার্টি (রাম বিলাস) | ১ | ০ | ০ | ১ | ১টি (১টি পূর্ণমন্ত্রক) | |
রাষ্ট্রীয় লোক দল | ০ | ১ | ০ | ১ | ২টি (১টি প্রতিমন্ত্রক (স্বাধীন দায়িত্ব); ১টি প্রতিমন্ত্রক বিজেপির সাথে বণ্টিত)) | |
জনতা দল (ধর্মনিরপেক্ষ) | ১ | ০ | ০ | ১ | ২টি (২টি পূর্ণমন্ত্রক) | |
হিন্দুস্তানি আওয়াম মোর্চা | ১ | ০ | ০ | ১ | ১টি (১টি পূর্ণমন্ত্রক) | |
আপনা দল (সোনেলাল) | ০ | ০ | ১ | ১ | ২টি (২টি প্রতিমন্ত্রক (১টি মন্ত্রক শিবসেনার সাথে বণ্টিত)) | |
ভারতীয় প্রজাতান্ত্রিক দল (অঠওয়ালে) | ০ | ০ | ১ | ১ | ১টি (১টি প্রতিমন্ত্রক (বিজেপির সাথে বণ্টিত)) | |
মোট | ৩১ | ৫ | ৩৬ | ৭২ | ১০৫টি (গুরুত্বপূর্ণ নীতি সমস্যা এবং অন্যান্য মন্ত্রীদের বণ্টন করা হয়নি এমন কার্যভার ব্যতীত) |
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল অনুযায়ী
সম্পাদনারাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল | পূর্ণমন্ত্রী | প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্ব) | প্রতিমন্ত্রী | মোট মন্ত্রীর সংখ্যা | মন্ত্রীদের নাম |
---|---|---|---|---|---|
রাজ্য | |||||
অন্ধ্রপ্রদেশ | ১ | ০ | ২ | ৩ | |
অরুণাচল প্রদেশ | ১ | ০ | ০ | ১ | |
আসাম | ১ | ০ | ১ | ২ | |
উত্তরপ্রদেশ | ৩ | ১ | ৭ | ১১ | |
উত্তরাখণ্ড | ০ | ০ | ১ | ১ | |
ওড়িশা | ৩ | ০ | ০ | ৩ | |
কর্ণাটক | ৩ | ০ | ২ | ৫ | |
কেরল | ০ | ০ | ২ | ২ | |
গুজরাত | ৫ | ০ | ১ | ৬ | |
গোয়া | ০ | ০ | ১ | ১ | |
ছত্তিশগড় | ০ | ০ | ১ | ১ | |
ঝাড়খণ্ড | ১ | ০ | ১ | ২ | |
তামিলনাড়ু | ০ | ০ | ০ | ০ | — |
তেলেঙ্গানা | ১ | ০ | ১ | ২ | |
ত্রিপুরা | ০ | ০ | ০ | ০ | — |
নাগাল্যান্ড | ০ | ০ | ০ | ০ | — |
পশ্চিমবঙ্গ | ০ | ০ | ২ | ২ | |
পাঞ্জাব | ০ | ০ | ০ | ০ | — |
বিহার | ৪ | ০ | ৪ | ৮ | |
মণিপুর | ০ | ০ | ০ | ০ | — |
মধ্যপ্রদেশ | ৩ | ০ | ৩ | ৬ | |
মহারাষ্ট্র | ২ | ১ | ৩ | ৬ | |
মিজোরাম | ০ | ০ | ০ | ০ | — |
মেঘালয় | ০ | ০ | ০ | ০ | — |
রাজস্থান | ২ | ১ | ১ | ৪ | |
সিকিম | ০ | ০ | ০ | ০ | — |
হরিয়ানা | ১ | ১ | ১ | ৩ | |
হিমাচল প্রদেশ | ০ | ০ | ০ | ০ | — |
কেন্দ্রশাসিত অঞ্চল | |||||
আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ | ০ | ০ | ০ | ০ | — |
চণ্ডীগড় | ০ | ০ | ০ | ০ | — |
জম্মু ও কাশ্মীর | ০ | ১ | ০ | ১ | |
দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ | ০ | ০ | ০ | ০ | — |
দিল্লি | ০ | ০ | ১ | ১ | |
পুদুচেরি | ০ | ০ | ০ | ০ | — |
লাক্ষাদ্বীপ | ০ | ০ | ০ | ০ | — |
লাদাখ | ০ | ০ | ০ | ০ | — |
অনির্বাচিত | ০ | ০ | ২ | ২ | |
মোট | ৩১ | ৫ | ৩৬ | ৭২ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Bureau, The Hindu (১০ জুন ২০২৪)। "Modi 3.0 Highlights: Amit Shah retains Home, Rajnath gets Defence, Nadda gets Health"। The Hindu (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৪।
- ↑ The Hindu (৯ জুন ২০২৪)। "Modi Cabinet 2024: List of Cabinet Ministers" (ইংরেজি ভাষায়)। ৯ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০২৪।
- ↑ The Hindu (১০ জুন ২০২৪)। "Full list of ministers with portfolios in Modi 3.0 government: Who gets what" (ইংরেজি ভাষায়)। ১০ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২৪।
- ↑ "এনডিএ সরকারের তৃতীয় দফায় কে কোন মন্ত্রক সামলাবেন? মোদী নিজের হাতে কোন দায়িত্ব রাখলেন?"। আনন্দবাজার অনলাইন। ২০২৪-০৬-১০। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১০।