উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্রক

উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্ৰণালয় ভারত সরকারেরর অন্তৰ্গত একটি মন্ত্ৰণালয়। ভারত সরকার ২০০১ সালের সেপ্টেম্বর মাসে উত্তর-পূৰ্বাঞ্চলের দ্ৰুত উন্নয়নের জন্য এই মন্ত্ৰণালয় প্ৰতিষ্ঠা করেছিলেন। উত্তর-পূৰ্বাঞ্চলের আটটি রাজ্য যথাক্ৰমে অসম, অরুণাচল প্ৰদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্ৰিপুরাসিক্কিমের আৰ্থসামাজিক উন্নয়নের জন্য এই মন্ত্ৰণালয় কাজ করে।[] এটি কেন্দ্ৰীয় সরকার ও মন্ত্ৰণালয়সমূহের সাথে উত্তর-পূর্বের রাজ্যিক সরকারের সমন্বয়ক ভূমিকা গ্ৰহণ করে। উত্তর-পূৰ্বাঞ্চলের জনজাতির উন্নয়ন, ব্যক্তিগত খণ্ডের বিনিয়োগের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা এবং দীৰ্ঘস্থায়ী শান্তি ও সুরক্ষা নিশ্চিত করা এর অন্যতম উদ্দেশ্য।

উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্ৰণালয়
সংস্থার রূপরেখা
গঠিতসেপ্টেম্বর, ২০০১
যার এখতিয়ারভুক্তভারত ভারত (মুখ্যতঃ উত্তর-পূর্ব ভারত)
সদর দপ্তরবিজ্ঞান ভবন, মৌলানা আজাদ পথ, নতুন দিল্লী
বার্ষিক বাজেট ৩,০০০ কোটি (ইউএস$ ৩৬৬.৭ মিলিয়ন) (2018-19 est.)[]
দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী
  • জিতেন্দ্ৰ সিং, রাজ্যিক মন্ত্ৰী (স্বতন্ত্ৰ)
ওয়েবসাইটmdoner.gov.in

বৰ্তমান উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্ৰী ভারতীয় জনতা পাৰ্টির জিতেন্দ্ৰ সিং। তিনি স্বতন্ত্ৰ রাজ্যিক মন্ত্ৰী।[]

দায়িত্ব ও কৰ্তব্য

সম্পাদনা

উত্তর-পূর্ব উন্নয়ন বিভাগ ২০০১ সালে সৃষ্টি করা হয়েছিল যদিও ২০০৪ সালে এটি পূৰ্ণপৰ্যায়ের মন্ত্ৰণালয়ের স্বীকৃতি লাভ করে। এর মুখ্য কাজ হল উত্তর পূৰ্বাঞ্চলের উন্নয়নের জন্য পরিবেশ নিৰ্মাণ করা।

উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্ৰণালয়ের মুখ্য কার্যসমূহ হল,

  • অসমাপক কেন্দ্ৰীয় পুঁজির যোগান (Non Lapsible Central Pool of Resources)[]
  • উত্তর-পূর্ব পরিষদ
  • কেন্দ্ৰীয় সরকার ও মন্ত্ৰণালয়সমূহের সাথে উত্তর-পূর্বের রাজ্যিক সরকারের সমন্বয়ক ভূমিকা পালন করা
  • সামৰ্থ্য নিৰ্মাণ
  • অধিবক্তা ও প্ৰচার
  • আন্তৰ্জাতিক সহযোগিতা
  • বিভাগের উদ্যমীতা

সংস্থাসমূহ

সম্পাদনা

উত্তর-পূর্ব উন্নয়ন মন্ত্ৰণালয়ের অন্তৰ্গত সংস্থাসমূহ হল,[]

  • উত্তর-পূর্ব পরিষদ
  • উত্তর-পূর্ব উন্নয়ন ও বিত্তীয় নিগম (নেডফি)
  • উত্তর-পূর্ব আঞ্চলিক কৃষি বিপণন নিগম
  • সিক্কিম খনি নিগম
  • উত্তর-পূর্ব হস্ততাঁত ও হস্তশিল্প উন্নয়ন নিগম

রাজ্যিক মন্ত্ৰী (স্বতন্ত্ৰ)

সম্পাদনা
  • জিতেন্দ্ৰ সিং : নভেম্বর ২০১৪ – বৰ্তমান
  • বিজয় কুমার সিং : মে ২০১৪ - নভেম্বর ২০১৪[]
  • পবন সিং ঘাটোয়ার : জুলাই ২০১১ - মে ২০১৪

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Ministry of Development of North Eastern Region" (পিডিএফ)Indiabudget.gov.in। ৪ মার্চ ২০১৮ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৮ 
  2. "About us"Mdoner.gov.in 
  3. "New Ministers assume office; PM to hold 1st meeting of expanded cabinet"। The Indian Awaaz। AMN। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৪ 
  4. "Non-Lapsable Central Pool of Resources"Pib.nic.in। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৮ 
  5. "Archived copy"। ২৩ জুলাই ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০১০ 
  6. "List of ministers in Narendra Modi's government"The Economic Times। ২৭ মে ২০১৪। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা