নয়ন জলের গান

'জলের গান' দলের তৃতীয় স্টুডিও অ্যালবাম

নয়ন জলের গান বাংলাদেশের সমসাময়িক লোকগীতি ও 'ফোক-ফিউশন' ধারার সঙ্গীতদল জলের গানের তৃতীয় স্টুডিও অ্যালবাম। অ্যালবামটিতে জলের গানের নিজস্ব রচিত ১১টি মৌলিক এবং গোঁসাই বনমালী রচিত ১টি গানসহ মোট ১২টি গান সংকলিত হয়েছে।[১][২] মৌলভীবাজারের পাহাড়ে সঙ্গীত ধারণ ও চলচ্চিত্রায়নকৃত অ্যালবামটি বাংলাদেশের কিংবদন্তি সঙ্গীতজ্ঞ বারী সিদ্দিকীকে উৎসর্গকৃত।[২] এ্যালবামে বারী সিদ্দিকীর মৌলিক পরিবেশনা রয়েছে।[৩] ২০১৯ সালের ২৭ অক্টোবর এই অ্যালবামটি বাজারজাত করার বদলে 'অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম' সমূহে সরাসরি প্রকাশিত হয়।[৪][৫][৬][৭] মুক্তির পূর্বে এ্যালবামের গানগুলি বিভিন্ন স্থানে পরিবেশিত ও গণমাধ্যমে প্রচারিত হয়েছিল। প্রকাশের পর এ্যালবামটি একটি আনুষ্ঠানিক মূল্যায়ন অর্জন করে।

নয়ন জলের গান
এ্যালবামের প্রচ্ছদ
কর্তৃক স্টুডিও অ্যালবাম
মুক্তির তারিখ২৭ অক্টোবর ২০১৯ (2019-10-27)
স্থানজলের গানের স্টুডিও,
ধানমন্ডি, ঢাকা, বাংলাদেশ
ঘরানা
  • ফোক-ফিউশন
  • সমসাময়িক পল্লী গীতি
দৈর্ঘ্য৮৯:৩৬
ভাষাবাংলা
সঙ্গীত প্রকাশনীজলের গান
প্রযোজক
  • রাহুল আনন্দ
  • ডি এইচ শুভ্র
  • দেওয়ান এনামুল হোসেন রাজু
  • কনক আদিত্য
জলের গান কালক্রম
পাতালপুরের গান
(১ জুন, ২০১৪)
নয়ন জলের গান
(২০১৯)

পটভূমি সম্পাদনা

জলের গান 'পিঞ্জিরা' শিরোনামে তাদের তৃতীয় এ্যালবাম প্রকাশের জন্য স্কটল্যান্ডে ১১টি মৌলিক গান তৈরী ও ধারণ করেছিল। এ্যালবামটি যুক্তরাজ্য ও বাংলাদেশ থেকে একযোগে প্রকাশের জন্য তৈরী ছিল। প্রকাশের আগেই গানগুলি ফাঁস হয়ে যাওয়ায় পিঞ্জিরা অ্যালবামটি অপ্রকাশিত থেকে যায়। সম্পূর্ণ নতুন এ্যালবাম বা নয়ন জলের গান নিয়ে কাজ শুরু হয়।[৮]

সঙ্গীত ধারণ সম্পাদনা

নয়ন জলের গান মূলত দলটির অপ্রকশিত এ্যালবাম পিঞ্জিরার পটভূমিতে নতুন গীতি ও সঙ্গীতায়জনে ধারণকৃত।পিঞ্জিরা থেকে গোসাই বনমালী রচিত রসিক যে জন গানটি ভিন্ন সঙ্গীতায়োজন করে নয়ন জলের গানে অন্তর্ভুক্ত করা হয়েছে। বারী সিদ্দিকীর গাওয়া 'চন্দনী' বাদে এ্যালবামের সকল গান মৌলভিবাজারের কুলাউড়ায় 'সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড' নামক স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের পাহাড়ি কেন্দ্রে ধারণকৃত ও চলচ্চিত্রায়িত[৯] এবং তাদের ধানমন্ডির স্টুডিওতে সম্পাদিত।[১০] দলের প্রতিষ্ঠাতা সদস্য কনক আদিত্যের অনুপস্থিতিতে এটা জলের গানের প্রথম অ্যালবাম। দলের সাথে মঞ্চে সঙ্গীত পরিবেশন না করলেও কনক আদিত্য এই অ্যালবামের গান ধারণ ও সম্পাদনার সাথে যুক্ত ছিলেন।[১০] প্রাথমিকভাবে অ্যালবামের জন্য ১৬টি গান ধারণ করা হলেও পরবর্তীতে ১২টি গান এ্যালবামের জন্য চূড়ান্ত করা হয়।[১১][১২] গানগুলি আনুষ্ঠানিক মুক্তির আগে বিভিন্ন মঞ্চে সরাসরি পরিবেশিত হয়েছিল।[১৩]

'চন্দনী' গানটি 'না মানুষ' চলচ্চিত্রের জন্য ধারণকৃত।[১৪] জলের গানের প্রতিটি এ্যালবামে একজন অতিথি শিল্পীর গান রাখার ধারাবাহিকতায় নয়ন জলের গানে বারী সিদ্দিকীর চন্দনী গানটি অন্তর্ভুক্ত করা হয়।[১৫] 'চন্দনী' বারী সিদ্দিকীর মরণোত্তর প্রকাশিত গান।[৯][১০][১৪]

মুক্তি ও বিপণন সম্পাদনা

জলের গানের দ্বিতীয় এ্যালবাম পাতালপুরের গান প্রকাশের পাঁচ বছর পর ২০১৯ সালের ২৭ অক্টোবর তাদের তৃতীয় স্টুডিও এ্যালবাম হিসেবে নয়ন জলের গান প্রকাশ করে।[২] গানগুলি কোন 'মিউজিক লেবেল' হতে বাজারজাত না করে সরাসরি বিভিন্ন অনলাইন প্লাটফর্মে উম্মুক্ত করা হয়।[৭] জলের গান এই এ্যালবামের গানের বদলে সকল গানের গীত ও কর্ড বিভাজন বিপণন করে।[১৪]

সঙ্গীত তালিকা সম্পাদনা

বহিঃস্থ ভিডিও
  ইউটিউবে "বন্ধু"
  ইউটিউবে "বাংলার মুখ"
  ইউটিউবে "পিঠা-পুলির গান"
  ইউটিউবে "ফুলচাষীর গান"
  ইউটিউবে "ফুলকুমারীর বিয়ে"
  ইউটিউবে "রসিক যে জন"
  ইউটিউবে "চন্দনী"
  ইউটিউবে "ডানা ভাঙ্গা পাখির গান"
  ইউটিউবে "মানুষ ও মুখোশ"
  ইউটিউবে "ঘুঙ্গুর"
  ইউটিউবে "শূন্য"
  ইউটিউবে "জীবনানন্দ"
ক্রম গানের নাম গীতিকার সুরকার কন্ঠ দৈর্ঘ্য টীকা
বন্ধু রাহুল আনন্দ রাহুল আনন্দ রাহুল আনন্দ ও কোরাস ০৬:৫৯
বাংলার মুখ এ বি এস জেম এ বি এস জেম এ বি এস জেম ও কোরাস ০৬:৪৯ দেশাত্মবোধক গান
পিঠা-পুলির গান কামাল খান ও মল্লিক ঐশ্বর্য মল্লিক ঐশ্বর্য মল্লিক ঐশ্বর্য ও কোরাস ০৬:২১
ফুলচাষীর গান রাহুল আনন্দ রাহুল আনন্দ রাহুল আনন্দ ও কোরাস ০৬:৩৪
ফুল কুমারীর বিয়ে রাহুল আনন্দ রাহুল আনন্দ মল্লিক ঐশ্বর্য ও কোরাস ০৬:০৪
রসিক যে জন গোঁসাই বনমালী গোঁসাই বনমালী মল্লিক ঐশ্বর্য ও কোরাস ০৪:৩১
চন্দনী রাহুল আনন্দ রাহুল আনন্দ বারী সিদ্দিকী ও কোরাস ০৮:২০
ডানা ভাঙ্গা পাখীর গান রাহুল আনন্দ রাহুল আনন্দ রাহুল আনন্দ ও কোরাস ০৯:৩১
মানুষ ও মুখোশ এ বি এস জেম এ বি এস জেম এ বি এস জেম ও কোরাস ০৫:০৮ রক ধাচের গান
১০ ঘুঙ্গুর রাহুল আনন্দ রাহুল আনন্দ রাহুল আনন্দ ও কোরাস ০৬:৫৫
১১ শূন্য রাহুল আনন্দ রাহুল আনন্দ রাহুল আনন্দ ০৮:৪৩
১২ জীবনানন্দ রাহুল আনন্দ রাহুল আনন্দ মল্লিক ঐশ্বর্য ১৩:৪১
দৈর্ঘ্য ৮৯:৩৬

মূল্যায়ন সম্পাদনা

পেশাদারী মূল্যায়ন
পর্যালোচনা স্কোর
উৎসমূল্যায়ন
সাউন্ড ইন রিভিউ     

'সাউন্ড ইন রিভিউ'র স্টিভেন মিলার এই অ্যালবামের মূল্যায়নে গানগুলির সুর ও সঙ্গীতায়জনকে আধ্যাত্মিক বৈশিষ্ট্য পরিপূর্ণ, প্রতিটি গানে প্রথাগত বাংলাদেশি সঙ্গীতের শিকড়ের সাথে যুক্ত থাকা এবং সমসাময়িক সঙ্গীতের মাঝে নতুনত্ব থাকার কথা উল্লেখ করেন। তার মতে, এ্যালবামটি "গানের মাধ্যমে জীবনের একটি গৌরবময় উদ্‌যাপন"। তিনি গানগুলির শব্দ গ্রহণ, কন্ঠদান, পরিবেশনার মান ও সঙ্গীতায়জনকে পৃথক ও সার্বিকভাবে পুরো এ্যালবামটিকে       মূল্যায়ন করেছেন।[১৬]

কর্মিবৃন্দ সম্পাদনা

২০১৯ সালে মুক্তি হতে অভিযোজিত।[৪][১৭][১৮]

প্রযোজনা ও পরিকল্পনা সম্পাদনা

  • কনক আদিত্য - গান ধারণ(৭), সম্পাদনা।[১০]
  • দেলোয়ার হোসেন শুভ - প্রকৌশল, শব্দ নকশা।
  • দেওয়ান এনামুল হাসান রাজু - প্রকৌশল, শব্দ নকশা।
  • রাহুল আনন্দ - সঙ্গীতায়োজক, প্রযোজক, প্রচ্ছদ ও স্লিভ নকশা।
  • সাজ্জাদ হোসেন খান - চিত্রলৈখিক নকশা প্রণয়ন

তথ্যসূত্র সম্পাদনা

  1. "জলের গানের নতুন অ্যালবাম"দৈনিক ইনকিলাব। ২০১৯-১০-২২। ২০১৯-১১-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১১ 
  2. "পাঁচ বছর পর এক ডজন 'জলের গান'"চ্যানেল আই অনলাইন। ২০১৯-১০-২৪। ২০২০-০৮-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১১ 
  3. "জলের গানের অ্যালবামে বারী সিদ্দিকীর গান"বাংলা ট্রিবিউন। ২০১৯-১০-১৯। ২০২০-০২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৬ 
  4. "জলের গান-এর ১২ গান"দৈনিক ইত্তেফাক। ২০১৯-১০-৩১। ২০২০-০২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৬ 
  5. "এলো 'নয়ন জলের গান'"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২০১৯-১০-২৯। ২০১৯-১২-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৬ 
  6. "'নয়ন জলের গান' আসছে আজ"এনটিভি অনলাইন। ২০১৯-১০-২৭। ২০২০-০৮-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৬ 
  7. "NOYON JOLER GAAN: Joler Gaan's latest album out now"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৯-১০-২৭। ২০২০-০২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৬ 
  8. "রাহুল আনন্দ || লাক্স ক্যাফে লাইভ || পর্ব ২৫৫"প্রথম আলো। ২০১৯-১০-২৩। ২০২০-০৯-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-০৭ইউটিউব-এর মাধ্যমে। 
  9. "এসেছে নতুন বাংলা গান"দৈনিক ভোরের কাগজ। ২০১৯-১১-০৯। ২০২০-০২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৬ 
  10. "নয়ন জলের গানে"প্রথম আলো। ২০১৯-১০-২৪। ২০১৯-১১-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১১ 
  11. "'বন্ধু, আমার পাশে বসিও'"দৈনিক সমকাল। ২০১৯-১০-২৩। ২০২০-০২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৬ 
  12. "'নয়ন জলের গান' নিয়ে আসছি"দেশ রূপান্তর। ২০১৯-১০-২৬। ২০১৯-১১-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১১ 
  13. "Diversity in Creation"দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০১৯-১২-০৭। ২০১৯-১২-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৯ 
  14. "নতুন অ্যালবাম নিয়ে হাজির জলের গান, সঙ্গে বারী সিদ্দিকী"জাগো নিউজ। ২০১৯-১০-২৮। ২০২০-০২-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০২-২৬ 
  15. "প্রাণের মানুষ বারী সিদ্দিকী"দৈনিক ভোরের কাগজ। ২০১৯-১১-২৩। ২০১৯-১১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-২৪ 
  16. Miller, Steven (২০১৯-১০-২৮)। "Joler Gaan : Noyon Joler Gaan Review"সাউন্ড ইন রিভিউ (ইংরেজি ভাষায়)। ২০২০-০৯-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৮ 
  17. "nOyOn jOler gaan [নয়ন জলের গান], by Joler Gaan"জলের গান। ২০২০-০৯-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৮ – ব্যান্ড ক্যাম্প-এর মাধ্যমে। 
  18. "JG team"জলের গান (ইংরেজি ভাষায়)। ২০২০-০৮-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-২৮ 

বহিঃসংযোগ সম্পাদনা