জলের গান

বাংলাদেশের পল্লী ধারার স্বাধীন সঙ্গীত দল

জলের গান বাংলাদেশের একটি ব্যান্ড দল। এই ব্যান্ড মূলত ফোক-ফিউশন ধারায় গান গায়। ২০০৬ সালে এই ব্যান্ড প্রতিষ্ঠিত হয়।

জলের গান
এম আই বি স্পিরিট এ গান করছে জলের গান
এম আই বি স্পিরিট এ গান করছে জলের গান
প্রাথমিক তথ্য
উদ্ভবঢাকা, বাংলাদেশ
ধরনফোক-ফিউশন
কার্যকাল২০০৬-বর্তমান
সদস্য
  • রাহুল আনন্দ
  • মল্লিক ঐশ্বর্য
  • এবিএস জেম
  • রানা সরোয়ার
  • মাসুম রানা
  • গোপী দেবনাথ
  • দ্বীপ রায়
প্রাক্তন
সদস্য
  • আল ফাহমি কাজী বাশার কার্তিক
  • পারিজাত মৌমন
  • সঞ্জয় কুমার সাহা
  • মোঃ শরীফুল ইসলাম
  • ফজলুল কাদের চৌধুরী মিঠু
ওয়েবসাইটjolergaan.com

জলের গান ব্যান্ডের গানের কথাগুলো মূলত মানুষের গল্প। কিছু কথা বিভিন্ন লোকজ সংস্কৃতি থেকে নেওয়া হয়েছে। জলের গান নতুন নতুন যন্ত্রসংগীত তৈরি করে এবং কখনো বিদেশী সুর নতুন করে বাজায়। পারফর্ম করার জন্য তাদের ইলেক্ট্রিক কোন কিছু না হলেও চলে। []

পরিচিতি

সম্পাদনা

ঝরা পাতা, বৃষ্টির গান, বকুল ফুল এরকম অসংখ্য গানের জন্য বর্তমান সময়ে দেশের জনপ্রিয় ফোক ব্যান্ডের তালিকায় জায়গা করে নিয়েছে ব্যান্ড দল ‘জলের গান’। বেশিরভাগ সময়েই তারা দেশের বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে গিয়ে সরাসরি পারফর্ম করেন।

এ্যালবাম

সম্পাদনা
  • অতল জলের গান (১২ এপ্রিল, ২০১৩)
  • পাতালপুরের গান (১ জুন, ২০১৪)
  • নয়ন জলের গান (২৭ অক্টোবর, ২০১৯)

বর্তমান সদস্য

সম্পাদনা
  • রাহুল আনন্দ - গীতিকার, কম্পোজার, গায়ক, বাঁশী, সানাই ও মন্দোলা
  • গোপী দেবনাথ - বেহালা
  • মল্লিক ঐশ্বর্য - গায়ক, হার্মোনিয়াম
  • রানা সরোয়ার - কাজন, পার্কেশন, গিটার, পিয়ানো
  • এবিএস জেম - গায়ক, গিটার
  • মাসুম রানা - ঢোল, ড্রাম, পার্কেশন
  • দ্বীপ রায় - ডাবল বেজ তোতাব্যান []

সাবেক সদস্য

সম্পাদনা
  • শ্যামল কর্মকার
  • সাইফুল জার্নাল
  • আসির আরমান
  • শিউলি ভট্টাচার্য
  • কনক আদিত্য
  • আল ফাহমি কাজী বাশার কার্তিক
  • পারিজাত মৌমন
  • সঞ্জয় কুমার সাহা
  • মোঃ শরীফুল ইসলাম
  • ফজলুল কাদের চৌধুরী মিঠু
  • সুমন কর্মকার

উল্লেখযোগ্য পারফর্মেন্স

সম্পাদনা

২০০৬ সালে এই ব্যান্ড বিশ্ব সুফি উৎসব, গ্লাসগো, স্কটল্যান্ডে অংশ নেয়। সেসময় জলের গান স্কটল্যান্ডের বিভিন্ন জায়গায় গান করেন।[] সেখানে তারা পৌরাণিক আধ্যাত্মিক গান করে। এডিনবার্গে স্কটল্যান্ডের জাতীয় জাদুঘরে তারা পারফর্ম করেছিলেন। []


বাংলাদেশ সফরে এসে ১০ সেপ্টেম্বর, ২০২৩ মাঝরাতে ‘জলের গান’-এর প্রতিষ্ঠাতা, গায়ক, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের বাড়িতে যান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ। সেখানে দেড় ঘণ্টারও বেশি সময় কাটান ফ্রান্সের প্রেসিডেন্ট।[১] রাহুল জানান, এক সঙ্গীত শিল্পীর বাড়িতে এসেছিলেন আরেকজন সঙ্গীতশিল্পী। তাই তাদের মধ্যে মিউজিক নিয়েও অনেক আলোচনা হয়েছে।[]

জলের গানের স্টুডিও পরিদর্শন করেন মাক্রোঁ। তার আসা উপলক্ষে রাহুল আনন্দের ধানমন্ডির বাড়ি সাজে সাজানো হয়েছিল।[]

রাহুল বলেন, "শিল্পী ও শিল্পের প্রতি আগ্রহ থেকে আমার স্টুডিওতে এসেছিলেন এমানুয়েল মাক্রোঁ। আমি তাঁর সামনে বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছি। বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সংস্কৃতি বিনিময় নিয়ে তাঁর সঙ্গে কথা হয়েছে।" রাহুল আনন্দ ছাড়াও বাংলাদেশের আরও তিন শিল্পী আশফিকা রহমান, কামরুজ্জামান স্বাধীন ও আফরোজা সারার সঙ্গে কথা বলেন ফরাসি রাষ্ট্রপতি।[][]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৬ 
  2. "Musicians"jolergaan (ইংরেজি ভাষায়)। ১৩ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৬ 
  3. "About Joler Gaan"jolergaan (ইংরেজি ভাষায়)। ১৩ জানুয়ারি ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৬ 
  4. "Joler Gaan: A Musical Tale" [জলের গান: একটি সঙ্গীতধর্মী কাহিনী]। dhakatribune.com (ইংরেজি ভাষায়)। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০১৬ 
  5. "মধ্যরাতে জলের গান খ্যাত রাহুলের স্টুডিওতে ফরাসি প্রেসিডেন্ট, কী উপহার দিলেন?"Eisamay। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৬ 
  6. "Macron to visit Joler Gaan's Rahul's house while in Dhaka - Don't miss - observerbd.com"The Daily Observer। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৬ 
  7. "French President Macron enjoys Bangladeshi music"bangladeshpost.net (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-১৬ 

বহিঃসংযোগ

সম্পাদনা