ধীরে বহে মেঘনা
ধীরে বহে মেঘনা ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি যুদ্ধ চলচ্চিত্র। চলচ্চিত্রটি রচনা এবং পরিচালনা করেছেন আলমগীর কবির এবং এটি তার পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।[১] এটি ১৯৭১ সালের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত।[২][৩] অভিনয়ে ছিলেন ববিতা, গোলাম মুস্তাফা, আনোয়ার হোসেন, খলিল উল্লাহ খান প্রমুখ। অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন সুচন্দা। চলচ্চিত্রটি প্রযোজনা করেছে বাংলাদেশ ফিল্মস্ ইন্টারন্যাশনাল এবং পরিবেশনা করেছে স্টার ফিল্ম ডিস্ট্রিবিউশন। চিত্রগ্রহণ করেছেন অরুণ রায়, এম এ মোবিন এবং কমল নায়েক। ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট দক্ষিণ এশিয়ার সেরা ১০টি চলচ্চিত্রের মধ্যে ধীরে বহে মেঘনা অন্তর্ভুক্ত করেছে।
ধীরে বহে মেঘনা | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
পরিচালক | আলমগীর কবির |
প্রযোজক | বাংলাদেশ ফিল্মস্ ইন্টারন্যাশনাল |
চিত্রনাট্যকার | আলমগীর কবির |
কাহিনিকার | আলমগীর কবির |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | সত্য সাহা |
চিত্রগ্রাহক |
|
সম্পাদক | দেবব্রত সেন গুপ্ত |
পরিবেশক | স্টার ফিল্ম ডিস্ট্রিবিউশন |
মুক্তি | ১৯৭৩ |
দৈর্ঘ্য | ১০৯ মিনিট |
দেশ | বাংলাদেশ |
ভাষা | বাংলা |
পটভূমিসম্পাদনা
প্রাথমিকভাবে ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের মূল পরিকল্পনা করেছিলেন জহির রায়হান।
অভিনয়েসম্পাদনা
সঙ্গীতসম্পাদনা
চলচ্চিত্রের গান রচনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান এবং সুরারোপ করেছেন সমর দাস। সঙ্গীত পরিচালনা করেছেন সত্য সাহা। এই চলচ্চিত্রে দুইটি গান সংযুক্ত হয়েছে এবং তাতে কণ্ঠ দিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও সন্ধ্যা মুখোপাধ্যায়।
নং. | শিরোনাম | গায়ক | দৈর্ঘ্য |
---|---|---|---|
১. | "কতো যে ধীরে বহে মেঘনা" | হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় | ৩:৪৬ |
সম্মাননাসম্পাদনা
২০০২ সালে ব্রিটিশ ফিল্ম ইন্সটিটিউটের দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র তালিকায় সেরা ১০টি চলচ্চিত্রের মধ্যে ৮ নম্বর অবস্থানে স্থান পেয়েছে ধীরে বহে মেঘনা।[৪]
আরও দেখুনসম্পাদনা
তথ্যসূত্রসম্পাদনা
- ↑ ফরহাদ আহমদ নিলয় (ডিসেম্বর ১৪, ২০১৪)। "১০ অনন্য সাধারণ বাংলাদেশী চলচ্চিত্র- আপনি দেখেছেন কি?"। poramorsho.com। ৩ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ২৭, ২০১৫।
মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মিত ‘ধীরে বহে মেঘনা’ ছবিটি রচনা ও পরিচালনা করেন প্রখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কবীর। এটি ছিল তার পরিচালিত প্রথম ছবি, মুক্তি পায় ১৯৭৩ সালে।
- ↑ শান্তা মারিয়া (মার্চ ২৬, ২০১৫)। "যুদ্ধদিনের ছবি"। বিডিনিউজটোয়েন্টিফোর.কম। সংগ্রহের তারিখ মার্চ ২৭, ২০১৫।
- ↑ "মুক্তিযুদ্ধ নিয়ে যত চলচ্চিত্র"। ekush.info। ডিসেম্বর ১৫, ২০১৪। সংগ্রহের তারিখ মার্চ ২৭, ২০১৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Jinsie। "BFI South Asian Film (2002)"। mubi.com। সংগ্রহের তারিখ মার্চ ২৭, ২০১৫।
বহিঃসংযোগসম্পাদনা
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ধীরে বহে মেঘনা (ইংরেজি)
- রটেন টম্যাটোসে ধীরে বহে মেঘনা (ইংরেজি)