দীপংকর দীপন

বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক এবং চিত্রনাট্যকার
(দীপঙ্কর দীপন থেকে পুনর্নির্দেশিত)

দীপংকর সেনগুপ্ত দীপন (জন্ম: ২২ মে ১৯৭৬) একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। ২০১৭ সালে তাঁর প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ঢাকা অ্যাটাক চারটি বিভাগে (সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা, সেরা শব্দশৈলী ও সেরা মেক-আপ) বাংলাদেশ সরকার কর্তৃক জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।[১] তিনি তার প্রথম চলচ্চিত্র নির্মানের পূর্বে প্রায় এক যুগ ধরে একাধিক একক নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন।

দীপংকর সেনগুপ্ত দীপন
২০১৯ সালে দীপন
জন্ম (1976-05-22) ২২ মে ১৯৭৬ (বয়স ৪৭)
জাতীয়তাবাংলাদেশী
অন্যান্য নামদীপংকর দীপন
নাগরিকত্ববাংলাদেশ
শিক্ষানাটক ও নাট্যতত্ব (এমএ)
মাতৃশিক্ষায়তনকারমাইকেল কলেজ, রংপুর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
পেশাপরিচালক, চিত্রনাট্য লেখক
কর্মজীবন১৯৯৮-বর্তমান
পুরস্কারসম্পুর্ণ তালিকা

প্রারম্ভিক জীবন সম্পাদনা

দীপংকর দীপন ১৯৭৮ সালে বাংলাদেশের রংপুরে জন্মগ্রহণ করেন। পড়াশোনা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 'নাটক ও নাট্যতত্ব' বিভাগ থেকে। ১৯৯৩ সালে চলচ্চিত্র নির্মানের আগ্রহ থেকেই দীপন জন্মস্থান রংপুর থেকে ঢাকায় আসেন। দীপনের নির্মান প্রক্রিয়া শুরু হয় ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ (ডিইউএফএস) আয়োজিত একটি ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সে অংশগ্রহণ করেন। পরবর্তীতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রাতিষ্ঠানিক শিক্ষায় দীক্ষিত হন তিনি। ১৯৯৮ সাল থেকে সরাসরি নির্মানকাজে যুক্ত তিনি। তিনি টেলিভিশনের জন্য একক ও ধারাবাহিক নাটক, টেলিফিল্ম, তথ্যচিত্র নির্মাণ করেন। মেটাফরসিস, ফেরারী এক দিন, টকিং কার, রূপার মুদ্রা, চার দেয়াল, মায়ের দোয়া পরিবহন ইত্যাদি কাজ তার মধ্যে উল্লেখযোগ্য। ২০০৭ সালে তার নির্মিত ‘জননী’ নামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র জার্মানির বার্লিনে অনুষ্ঠিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। ২০১২ সালে দীপন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের সাথে বেশ কিছুদিন কাজ করেন।

শিক্ষা সম্পাদনা

  • এইচএসসি ও এসএসসি কারমাইকেল কলেজ, রংপুর; সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা; সেতাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়, সেতাবগঞ্জ, দিনাজপুর।
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ (২০০০) থেকে নাটক ও নাট্যতত্ত্বে বি.এ.
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা, বাংলাদেশ (২০০২) থেকে নাটক ও নাট্যতত্ত্বে এমএ।

ফিল্মগ্রাফি সম্পাদনা

চলচ্চিত্র সম্পাদনা

বছর শিরোনাম ভূমিকা অভিনয় শিল্পী মন্তব্য
আসন্ন ঢাকা ২০৪০ পরিচালক

লেখক

বাপ্পী চৌধুরী
নুসরাত ফারিয়া
নুসরাত ইমরোজ তিশা
এবিএম সুমন
স্টুডিও ৮ বিনোদন
২০২৩ অন্তর্জাল[২] পরিচালক

লেখক

প্রযোজক

সিয়াম আহমেদ
বিদ্যা সিনহা সাহা মীম
সুনেরাহ বিনতে কামাল
মোশন পিপল স্টুডিও

স্পেলবাউন্ড লিও বার্নেট

২০২২ অপারেশন সুন্দরবন পরিচালক

লেখক

সিয়াম আহমেদ
নুসরাত ফারিয়া
রিয়াজ
রোশান
দর্শনা বণিক
তাসকিন রহমান
থ্রি হুইলার্স লিমিটেড[৩]
২০২০ নবাব এলএলবি চিত্রনাট্য সম্পাদক শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া iTheatre মৌলিক চলচ্চিত্র
২০১৭ ঢাকা অ্যাটাক পরিচালক

লেখক

প্রযোজক

আরিফিন শুভ
মাহিয়া মাহি
এবিএম সুমন
তাসকিন রহমান
শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার

ওয়েব সম্পাদনা

বছর সিনেমা অভিনেতা প্রোডাকশন হাউস/ওটিটি
২০১৯ লিলিথ সিয়াম আহমেদ

মাসুমা রহমান নাবিলা

ডমিনিক গোমেজ

হোইচোই
২০২০ ছায়া পাভেল আজাদ, আশীষ খন্দকার জি সিরিজ

টেলিভিশন সম্পাদনা

বছর শিরোনাম বিভাগ চাকরি
2003 চারশো পৈত্রিশ টাকা পচাত্তর পয়সা (435.75 টাকা) টিভি চলচ্চিত্র, ৮২ মিনিট, এনটিভি পরিচালক, লেখক
2004 Rupanti Kingba onupar Golpo ( রাপন্তি বা অনুপের গল্প) টিভি চলচ্চিত্র, 86 মিনিট, এনটিভি পরিচালক
2005 লাল শাড়ি (লাল শাড়ি) টিভি মুভি, 72 মিনিট, চ্যানেল আই পরিচালক
2006 Osman Gani Chade Jabe (ওসমান গণি চাঁদে যাবে) টিভি মুভি, 72 মিনিট, চ্যানেল আই পরিচালক, লেখক
Rudro O Rodela Kabbya (রুদ্র ও রোদেলার গল্প) টিভি চলচ্চিত্র, 82 মিনিট, আরটিভি পরিচালক
2007 জোসনাধারা (চাঁদের আলো) টিভি চলচ্চিত্র, 74 মিনিট, আরটিভি পরিচালক
2008 রূপার মুদ্রা (রূপার মুদ্রা) টিভি চলচ্চিত্র, 78 মিনিট, আরটিভি পরিচালক
চোর ও ঔপন্যাসিক (একজন চোর এবং একজন ঔপন্যাসিক) টিভি মুভি, 56 মিনিট, বাংলা ভিশন পরিচালক
2010 চোবিওলা (ফটোগ্রাফার) টিভি চলচ্চিত্র, 81 মিনিট, এনটিভি পরিচালক, লেখক
2011 সাঁকো (সেতু) টিভি মুভি, 72 মিনিট, মাছরাঙা টিভি পরিচালক
Valobashi protidin (প্রত্যহ তোমাকে ভালবাসি), টিভি চলচ্চিত্র, 75 মিনিট, এনটিভি পরিচালক, লেখক
আমিটার প্রেমগুলি কি আশালেই প্রেম চিলো? (অমিতের সব ভালোবাসাই কি সত্যি ছিল?) টিভি মুভি, 82 মিনিট, দেশ টিভি পরিচালক, লেখক
2013 সে হার পূর্ণিমা চিলো না (সে রাতে চাঁদ ছিল না) টিভি চলচ্চিত্র, 65 মিনিট, জিটিভি। পরিচালক
আর কিচু নেই বাকি (কিছুই বাকি নেই) টিভি চলচ্চিত্র, 82 মিনিট, SATV, পরিচালক
2014 প্রতিদিন শোনিবর (প্রতিদিন শনিবার) টিভি মুভি, চ্যানেল 9, 72 মিনিট পরিচালক
2015 শোরোকার নাম নাম (একটি রাস্তার নামকরণ), টিভি মুভি, চ্যানেল 9, 75 মিনিট পরিচালক, লেখক
2017 রিভার্স সুইং টিভি মুভি, বাংলা টিভি, 72 মিনিট পরিচালক

টিভি সিরিজ

বছর শিরোনাম ভূমিকা বিভাগ
2003 সদরের মানুষ (সাদা রাত) পরিচালক টিভি সিরিজ, এনটিভি
2004 বোহেমিয়ান পরিচালক টিভি সিরিজ, এটিবি বাংলা
2006 ঘর ফেরা (বাড়ি যাওয়া) পরিচালক, লেখক টিভি সিরিজ, চ্যানেল 1
বিষখখয় (অনিত ড্রাগ ভ্যাকসিন) পরিচালক টিভি সিরিজ, এনটিভি
2007 লুকোচুরি পরিচালক, লেখক টিভি সিরিজ, আরটিভি
মানিব্যাগ ফ্যান্টাসি পরিচালক, লেখক টিভি সিরিজ, চ্যানেল আই
বাক্স পরিচালক টিভি সিরিজ, এটিএন বাংলা
2008 স্বপ্নজাল পরিচালক টিভি সিরিজ, এনটিভি
2009 রূপান্তর পরিচালক টিভি সিরিজ, দেশ টিভি
মায়ার দোয়া পরীবোন (মায়ের দোয়া : নাম ও স্থানীয় বাস) পরিচালক টিভি সিরিজ, দেশ টিভি
ব্রিক লেনে নয় মাস পরিচালক টিভি সিরিজ, চ্যানেল আই
2010 কলেজ রোড পরিচালক টিভি সিরিজ, আরটিভি
2011 সবদিকে দক্ষ পরিচালক টিভি সিরিজ, বাংলাভিশন
Dorshoker Golpo (দর্শকের গল্প) পরিচালক টিভি সিরিজ, এনটিভি
2012 জিজ্ঞাসাবাদ পরিচালক (একটি পাঁচ পর্বের টিভি সিরিয়াল), চ্যানেল 24
2013 মুক্তিযুদ্ধ স্কুল পরিচালক টিভি সিরিজ, গাজী টিভি
2014 লাভগুরু ডট কম পরিচালক টিভি সিরিজ, চ্যানেল 9
2015 গ্র্যান্ড মাস্টার পরিচালক টিভি সিরিজ, চ্যানেল 9
2016 টোক্কর (সংঘাত) পরিচালক টিভি সিরিজ, বাংলা টিভি

টিভি শর্ট ফিল্ম

বছর শিরোনাম CATEGORY চাকরি
2002 স্বপ্নঝুরি (স্বপ্নের ঘুড়ি) টিভি শর্ট ফিল্ম, 44 মিনিট, বিটিভি পরিচালক
2003 কিচু কিচু আলো অন্ধকার টিভি শর্ট ফিল্ম, ৫০ মিনিট, এনটিভি পরিচালক
2004 ক্যাথারসিস টিভি শর্ট ফিল্ম, 48 মিনিট, এনটিভি পরিচালক
2006 দাওই টিভি শর্ট ফিল্ম, 46 মিনিট, এনটিভি পরিচালক
কাছের মেয়ে টিভি শর্ট ফিল্ম, 56 মিনিট, এনটিভি পরিচালক
2007 কথা বলা গাড়ি টিভি শর্ট ফিল্ম, 52 মিনিট, এনটিভি পরিচালক, লেখক
টেম্পো টিভি শর্ট ফিল্ম, 42 মিনিট, চ্যানেল 1 পরিচালক
টিনের টাকা মিনিট টিভি শর্ট ফিল্ম, 40 মিনিট, এটিএন বাংলা পরিচালক, লেখক
2008 ডিভিডি টিভি শর্ট ফিল্ম, 48 মিনিট, এনটিভি পরিচালক
কোথাই পাবো তারে টিভি শর্ট ফিল্ম, 44 মিনিট, বাংলাভিশন পরিচালক
একোদা এক বাঘের গোলাই হর ফুটিয়াছিলো টিভি শর্ট ফিল্ম, 42 মিনিট, চ্যানেল 1 পরিচালক
চেত্র শেশের ভালবাসঃ টিভি শর্ট ফিল্ম, 40 মিনিট, চ্যানেল আই পরিচালক
2009 গোল্ডেন রেশিও টিভি শর্ট ফিল্ম, ৪৫ মিনিট, এনটিভি পরিচালক, লেখক
মিলনমেলা টিভি শর্ট ফিল্ম, 44 মিনিট, এটিএন বাংলা পরিচালক
2010 মোকাম টোলা টিভি শর্ট ফিল্ম, 44 মিনিট, চ্যানেল আই পরিচালক, লেখক
2012 ফেরারই এক দিন (পালানো : একদিন) টিভি শর্ট ফিল্ম, 54 মিনিট, চ্যানেল 9 পরিচালক
ফোন কল টিভি শর্ট ফিল্ম, 54 মিনিট, চ্যানেল 24 পরিচালক
পোড়ামাটির মানুষ (টেরাকোটার মুখ) টিভি শর্ট ফিল্ম, 47 মিনিট, এটিবি বাংলা পরিচালক
মাটির নন্দন ফুল (মাটির নান্দনিকতা) টিভি শর্ট ফিল্ম, 54 মিনিট, দেশ টিভি পরিচালক, লেখক
Prem Ekti Rashayonik Bikkria (প্রেম হল রাসায়নিক বিক্রিয়া) টিভি শর্ট ফিল্ম, 45 মিনিট, চ্যানেল 24 পরিচালক
2013 কিছু মনে করো না টিভি শর্ট ফিল্ম, 41 মিনিট, চ্যানেল 9 পরিচালক
Tamannar jonno (শুধু তামান্নার জন্য) টিভি শর্ট ফিল্ম, 42 মিনিট, বৈশাখী টিভি পরিচালক
হারিয়ে যাওয়া ফোন টিভি শর্ট ফিল্ম, 44 মিনিট, চ্যানেল আই পরিচালক
Kobir jonno Patri khoja hochche (কবির জন্য বর খুঁজছেন) টিভি শর্ট ফিল্ম, ৪৫ মিনিট, এনটিভি পরিচালক

সংক্ষিপ্ত চলচ্চিত্র

বছর শিরোনাম মন্তব্য
2008 ভেটর মানুশ
2020 ছায়া

ডকুড্রামা

বছর বিষয়বস্তুর নাম বিভাগ সংগঠন
2004 আমরাও পরী শর্ট ভিডিও ফিকশন প্ল্যান বাংলাদেশ
2004 আমদের বন্ধু শর্ট ভিডিও ফিকশন প্ল্যান বাংলাদেশ

তথ্যচিত্র

শিরোনাম প্রকল্প এলাকা ক্লায়েন্ট এজেন্সি
'ওয়াইশ 2 অ্যাকশন' (2020) এর উপর একটি ডকুমেন্টারি ঢাকা, ময়মনসিংহ, খালিয়াজুরী, বি'বাড়িয়া মারি স্টোপস বাংলাদেশ থ্রি হুইলার লিমিটেড
'দরিদ্র মায়েদের জন্য শহুরে স্বাস্থ্য-শক্তিশালীকরণ যত্ন এবং বাংলাদেশের নবজাতক' প্রকল্পের একটি তথ্যচিত্র (2018) ঢাকা, কেরানীগঞ্জ, গাজীপুর, নরসিংদী মারি স্টোপস বাংলাদেশ থ্রি হুইলার লিমিটেড
আসুন প্রস্তুত হই!, ইউরোপীয় কমিশন এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের একটি প্রকল্পের অধীনে দুর্যোগ প্রস্তুতির উপর ডকু-ড্রামা। (2010) ব্রাহ্মণবাড়িয়া, রংপুর ইউরোপীয় কমিশন

ইসলামিক রিলিফের সাথে অ্যাসোসিয়েশনে

থ্রি হুইলার লিমিটেড
ইউরোপীয় কমিশন এবং ইসলামিক রিলিফ বাংলাদেশের একটি প্রকল্পের অধীনে টেকনাফে রোহিঙ্গা শরণার্থীদের উপর ডকুমেন্টারি নতুন জীবনের দিকে। (2010) টেকনাফ ইউএনএইচসিআর

সমিতিতে

বিটোপি
ডকুমেন্টারি অন রিস্ক রিডাকশন (2006) তাহিরপুর, সুনামগঞ্জ, টাঙ্গাইল ইউএনএফপিএ বিটোপি
পথশিশুদের ঈদ (2005) ঢাকা বাংলাদেশ পরিকল্পনা করুন ইউএনএল
ডকুমেন্টারি অন

চাইল্ড ফোরাম এবং শিশু নির্বাচন (2006)

টাঙ্গাইল শিশুদের বাঁচাও থ্রি হুইলার লিমিটেড
ডকুমেন্টারি অন

চাইল্ড ফোরাম এবং শিশু নির্বাচন (2005)

টাঙ্গাইল শিশুদের বাঁচাও থ্রি হুইলার লিমিটেড
টাঙ্গাইলের গ্রামীণ শিশুদের জন্য ডকুমেন্টারি তৈরির কর্মশালা (2005) টাঙ্গাইল শিশুদের বাঁচাও থ্রি হুইলার লিমিটেড
ডকুমেন্টারি ও ড্রামা

বৃক্ষরোপণ ও স্যানিটেশন বিষয়ে (2004)

রংপুর ও গাজীপুর প্ল্যান বাংলাদেশ

পুরস্কার ও সম্মাননা সম্পাদনা

২০০৭ সালে, দীপন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, বার্লিন, জার্মানিতে তার শর্ট ফিল্ম নিয়ে ট্যালেন্ট ক্যাম্পাসে অংশগ্রহণ করেন এবং একমাত্র বাংলাদেশী ফিল্ম মেকার হিসেবে বার্লিনেল ট্যালেন্ট প্রজেক্ট মার্কেটে তার একটি এক্সক্লুসিভ প্রজেক্ট ছিল। তার চলচ্চিত্র "ঢাকা অ্যাটাক" এর জন্য তিনি বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় কর্তৃক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৭-এর জন্য সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছেন।

  • ডিসেম্বর ২০১৮: ঢাকা অ্যাটাক চলচ্চিত্রের জন্য এটিএন সেরা চলচ্চিত্র পরিচালক।
  • ফেব্রুয়ারি ২০১৩: টিভি সিরিয়াল কলেজ রোডের জন্য সেরা পরিচালকের (টিভি সিরিয়াল বিভাগ) জন্য আরটিভি-ডায়মন্ড বিশ্ব তারকা পুরস্কার।
  • এপ্রিল ২০০৯: টিভি নাটক গোল্ডেন রেশিওর জন্য সেরা নাটকের জন্য চারুনীরাম টিভি নাটক পুরস্কার
  • মে ২০০৮: মঞ্চ নাটকের জন্য পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন বছরের সেরা পরিচালকের পুরস্কার (গুপী গায়েন বাঘা বায়েন)

বার্লিনেল চলচ্চিত্র প্রকল্প‌ সম্পাদনা

দীপঙ্কর দীপন ২০০৬ সালে বার্লিনেল ফিল্ম প্রোজেক্টের ট্যালেন্ট ক্যাম্পাসে তার শর্ট ফিল্ম চিলড্রেন অন এ রেনি ডে নিয়ে যোগ দেন।  তিনি প্রতিভা ক্যাম্পাসের একজন বিরল প্রতিভা যিনি ২০০৬ সালে বার্লিনেলের সহ-প্রযোজনা মার্কেটের ট্যালেন্ট প্রজেক্ট মার্কেটে একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ প্রজেক্ট করেছিলেন। তার ফিল্ম প্রজেক্ট জননী ২২৭টি এন্ট্রির মধ্যে ১৭ সালে ছিল জননী ঢাকার অতিরিক্ত জনসংখ্যার উপর ভিত্তি করে একটি ভবিষ্যতমূলক চলচ্চিত্র ছিল।[৪]

বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার সম্পাদনা

দীপঙ্কর দীপন পরিচালিত বাংলা সিনেমা ঢাকা অ্যাটাক ২০১৭ সালে সেরা চলচ্চিত্র, সেরা অভিনেতা, সেরা মেকআপ এবং সেরা শব্দ সহ চারটি জাতীয় পুরস্কার জিতেছে।

তথ্যসূত্র সম্পাদনা

  1. "২০১৭-১৮ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন যারা"banglanews24.com। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১৯ 
  2. ডেস্ক, বিনোদন। "দীপংকর দীপনের 'অন্তর্জাল'-এ সিয়াম-সুনেরাহ"DailyInqilabOnline। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২ 
  3. "Dipankar Dipon to make film on RAB"Dhaka Tribune। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৯ 
  4. "News & Press Releases"www.berlinale.de (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৯-২২ 

বহিঃসংযোগ সম্পাদনা