ত্রিপুরার বিধানসভা কেন্দ্রের তালিকা
উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ
ত্রিপুরা বিধানসভা হলো ভারতের ত্রিপুরা রাজ্যের এককক্ষীয় আইনসভা।
ত্রিপুরা বিধানসভা | |
---|---|
ত্রিপুরার দ্বাদশ বিধানসভা | |
ধরন | |
ধরন | |
মেয়াদসীমা | ৫ বছর |
প্রতিষ্ঠিত | ১৯৬৩ |
আসন | ৬০ |
নির্বাচন | |
এফপিটিপি | |
সর্বশেষ নির্বাচন | ১৮ ফেব্রুয়ারি ২০১৮ |
সভাস্থল | |
ত্রিপুরা বিধানসভা, গোর্খাবস্তি, আগরতলা, ত্রিপুরা, ভারত | |
ওয়েবসাইট | |
tripuraassembly.nic.in |
বিধানসভার আসন রাজ্যের রাজধানী আগরতলায়। বিধানসভার মেয়াদ পাঁচ বছর, যদি না আগে ভেঙে দেওয়া হয়। বর্তমানে, এটি ৬০ জন সদস্য নিয়ে গঠিত যারা একক-আসন নির্বাচনী এলাকা থেকে সরাসরি নির্বাচিত।
ইতিহাস
সম্পাদনাবছর | আইন | প্রভাব | বিধানসভা আসন | নির্বাচন |
---|---|---|---|---|
১৯৬৭ | গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটোরি অ্যাক্ট, ১৯৬৩ | ৩০ টি আসন বিশিষ্ট বিধানসভার গঠন[১] | ৩০ | ১৯৬৭ |
১৯৭১ | উত্তর-পূর্বাঞ্চল পুনর্গঠন আইন, ১৯৭১ | ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পূর্ণ রাজ্যের মর্যাদা পায়। বিধানসভা আসন ৩০ থেকে বাড়িয়ে ৬০ করা হয়। | ৬০ | ১৯৭২ থেকে ২০১৮ |
কেন্দ্রসমূহ
সম্পাদনা২০০৮ সালে নির্ধারিত বিধানসভা কেন্দ্রগুলির সাম্প্রতিক সীমানা অনুসারে ত্রিপুরা বিধানসভার নির্বাচনী এলাকার তালিকা নিম্নরূপ।[২][৩][৪]
নির্বাচনী কেন্দ্র নং |
নাম | সংরক্ষণ (তজা/তউ/নেই) |
জেলা | ভোটদাতা (২০১৮)[৫] [তারিখের তথ্য] |
লোকসভা কেন্দ্র |
---|---|---|---|---|---|
১ | সীমনা | ত.উ | পশ্চিম ত্রিপুরা | ৩৫,৯৬৭ | ত্রিপুরা পশ্চিম |
২ | মোহনপুর | নেই | ৪৩,৭২৬ | ||
৩ | বামুটিয়া | ত.জা | ৪২,৭৭৭ | ||
৪ | বড়জলা | ত.জা | ৪২,৩৫৮ | ||
৫ | খয়েরপুর | নেই | ৪৭,৭২৯ | ||
৬ | আগরতলা | নেই | ৪৯,১১৫ | ||
৭ | রামনগর | নেই | ৪৩,৬৫৯ | ||
৮ | টাউন বড়দোয়ালি | নেই | ৪৫,৬৯৬ | ||
৯ | বনমালীপুর | নেই | ৪০,৪৭৮ | ||
১০ | মজলিশপুর | নেই | ৪৫,৯৯৩ | ||
১১ | মান্দাইবাজার | ত.উ | ৪৪,৫৭৮ | ||
১২ | টাকারজলা | ত.উ | সিপাহীজলা | ৪০,৩৫০ | |
১৩ | প্রতাপগড় | ত.জা | পশ্চিম ত্রিপুরা | ৫২,৮৮৪ | |
১৪ | বাধারঘাট | ত.জা | ৫৭,৪৮৪ | ||
১৫ | কমলাসাগর | নেই | সিপাহীজলা | ৩৯,৮৬৭ | |
১৬ | বিশালগড় | নেই | ৪৫,৮৭১ | ||
১৭ | গোলাঘাটী | ত.উ | ৩৯,০৫২ | ||
১৮ | সূর্যমণিনগর | নেই | পশ্চিম ত্রিপুরা | ৪৬,৫৯৮ | |
১৯ | চড়িলাম | ত.উ | সিপাহীজলা | ৩৬,৯৩৯ | |
২০ | বক্সনগর | নেই | ৩৭,৮০৪ | ||
২১ | নলছড় | ত.জা | ৪১,৫৬৫ | ||
২২ | সোনামুড়া | নেই | ৪০,৪০৬ | ||
২৩ | ধনপুর | নেই | ৪৩,৮১২ | ||
২৪ | রামচন্দ্রঘাট | ত.উ | খোয়াই | ৩৯,১৬৫ | ত্রিপুরা পূর্ব |
২৫ | খোয়াই | নেই | ৪১,০৫৯ | ||
২৬ | আশারামবাড়ী | ত.উ | ৩৬,৪১৩ | ||
২৭ | কল্যাণপুর-প্রমোদনগর | নেই | ৪২,১৯৫ | ||
২৮ | তেলিয়ামুড়া | নেই | ৪৩,০০৭ | ||
২৯ | কৃষ্ণপুর | ত.উ | ৩৫,৩৫৮ | ||
৩০ | বাগমা | ত.উ | গোমতী | ৫১,১৭২ | ত্রিপুরা পশ্চিম |
৩১ | রাধাকিশোরপুর | নেই | ৪৫,৬৪৮ | ||
৩২ | মাতারবাড়ী | নেই | ৫০,৪৩৪ | ||
৩৩ | কাকড়াবন-শালগড়া | ত.জা | ৫০,৪৪৬ | ||
৩৪ | রাজনগর | ত.জা | দক্ষিণ ত্রিপুরা | ৪৩,৬৬০ | |
৩৫ | বিলোনীয়া | নেই | ৪৩,৬৬০ | ||
৩৬ | শান্তিরবাজার | ত.উ | ৪৫,৪৭৯ | ||
৩৭ | ঋষ্যমুখ | নেই | ৪৩,১৪৫ | ত্রিপুরা পূর্ব | |
৩৮ | জোলাইবাড়ী | ত.উ | ৪৪,৮১৫ | ||
৩৯ | মনু | ত.উ | ৪২,৮৪৩ | ||
৪০ | সাব্রুম | নেই | ৪৩,৮৪৬ | ||
৪১ | অম্পিনগর | ত.উ | গোমতী | ৩৭,৫৩৬ | |
৪২ | অমরপুর | নেই | ৪০,৬৩৪ | ||
৪৩ | করবুক | ত.উ | ৩৪,৭৬১ | ||
৪৪ | রাইমাভ্যালি | ত.উ | ধলাই | ৪৩,৪১৫ | |
৪৫ | কমলপুর | নেই | ৪৩,১২৯ | ||
৪৬ | সুরমা | ত.জা | ৪৪,৪৭১ | ||
৪৭ | আমবাসা | ত.উ | ৪৫,৬৪৯ | ||
48 | করমছড়া | ত.উ | ৩৭,৭৬৬ | ||
৪৯ | ছাওমনু | ত.উ | ৩৯,৪৭১ | ||
৫০ | পাবিয়াছড়া | ত.জা | ঊনকোটি | ৪১,৪৩০ | |
৫১ | ফটিকরায় | ত.জা | ৪১,৯০২ | ||
৫২ | চণ্ডীপুর | নেই | ৪২,৯৭৪ | ||
৫৩ | কৈলাসহর | নেই | ৪৬,০৫৮ | ||
৫৪ | কদমতলা-কুর্তি | নেই | উত্তর ত্রিপুরা | ৪১,৩৯৪ | |
৫৫ | বাগবাসা | নেই | ৪২,৭৩৭ | ||
৫৬ | ধর্মনগর | নেই | ৪১,৫২৬ | ||
৫৭ | যুবরাজনগর | নেই | ৪০,৮৬৫ | ||
৫৮ | পানিসাগর | নেই | ৩৬,৩২১ | ||
৫৯ | পেঁচারথল | ত.উ | ৪০,২২৭ | ||
৬০ | কাঞ্চনপুর | ত.উ | ৪১,৯৭৫ |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "The Government of Union Territories Act, 1963" (পিডিএফ)। ১০ মে ১৯৬৩। ২৫ জানুয়ারি ২০২১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১।
- ↑ STATISTICAL REPORT ON GENERAL ELECTION, 2013 TO THE LEGISLATIVE ASSEMBLY OF TRIPURA
- ↑ My Neta
- ↑ List of assembly constituency of Tripura
- ↑ "Final Result Sheet - Tripura General Legislative Election 2018" (পিডিএফ)। ceotripura.nic.in। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২১।