আশারামবাড়ি বিধানসভা কেন্দ্র

ত্রিপুরা বিধানসভা কেন্দ্র
(আশারামবাড়ী বিধানসভা কেন্দ্র থেকে পুনর্নির্দেশিত)

আশারামবাড়ী বিধানসভা উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের বিধানসভার ৬০ টি নির্বাচনী এলাকার মধ্যে অন্যতম।[২][৩] এই আসনটি তফসিলি উপজাতির সদস্যদের জন্য সংরক্ষিত। এই কেন্দ্রটি ত্রিপুরা পূর্ব লোকসভা কেন্দ্রের অন্তর্গত।[৪][৫] এই বিধানসভা কেন্দ্রটি ১৯৭২ সাল থেকে কার্যকর এবং সর্বাধিকবার বিজিত দলটি হলো ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) (নয় বার)।[৬]

আশারামবাড়ী
বিধানসভা কেন্দ্র
ত্রিপুরার ৬০ টি বিধানসভা কেন্দ্রের ২৬ নং চিহ্নিত কেন্দ্রটি আশারামবাড়ী
ত্রিপুরার ৬০ টি বিধানসভা কেন্দ্রের ২৬ নং চিহ্নিত কেন্দ্রটি আশারামবাড়ী
দেশ ভারত
রাজ্যত্রিপুরা
জেলাখোয়াই
কেন্দ্র নং২৬
লোকসভাত্রিপুরা পূর্ব
সংরক্ষণতফসিলি উপজাতি
ভোটদাতা৩৬,৪১৩ (২০১৮)[১]

ভোটার পরিসংখ্যান সম্পাদনা

২০১৮ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ৩৬,৪১৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১৮,৫৬৬ জন এবং নারী ভোটার ১৭,৮৪৭ জন। আশারামবাড়ী বিধানসভা কেন্দ্রে ২০১৮ ভোটার লিঙ্গানুপাত ৯৬১। ২০১৩ খ্রিস্টাব্দে সংঘটিত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ছিলো ৩২,২৩৯ জন যার মধ্যে পুরুষ ভোটার ১৬,৩৭৬ জন এবং নারী ভোটার ১৫,৮৬৩ জন।

বিধানসভার সদস্য সম্পাদনা

নির্বাচন বিধায়ক[৭] দল সময়কাল
১৯৭২ নৃপেন চক্রবর্তী সিপিআই(এম) ১৯৭২-৭৭
১৯৭৭ বিদ্যা দেববর্মা ১৯৭৭-৯৮
১৯৮৩
১৯৮৮
১৯৯৩
১৯৯৮ সন্ধ্যারাণী দেববর্মা ১৯৯৮-২০০৩
২০০৩ শচীন্দ্র দেববর্মা ২০০৩-১৩
২০০৮
২০১৩ অঘোর দেববর্মা ২০১৩-১৮
২০১৮ মেওয়ার কুমার জামাতিয়া আইপিএফটি ২০১৮-বর্তমান

নির্বাচনী ফলাফল সম্পাদনা

২০১৮ ফলাফল সম্পাদনা

ত্রিপুরা বিধানসভা নির্বাচন, ২০১৮: আশারামবাড়ী[৮]
দল প্রার্থী ভোট % ±%
আইপিএফটি মেওয়ার কুমার জামাতিয়া ১৯১৮৮ ৫৭.৪৬ +২২.০২
সিপিআই(এম) অঘোর দেববর্মা ১২,২০১ ৩৬.৫৩ -২৩.০২
টিএলএসপি দিলীপ কুমার মুণ্ডা ৫০১ ১.৫০
কংগ্রেস সুরেন্দ্র দেববর্মা ৪৩৫ ১.৩০
স্বতন্ত্র রাজেশ কুমার দেববর্মা ২৯০ ০.৮৭
আমরা বাঙালি সুচিত্র দেববর্মা ২৮২ ০.৮৪
উপরের কোনটিই নয় উপরের কোনটিই নয় ৪৯৯ ১.৪৯ অপ্রযোজ্য
সংখ্যাগরিষ্ঠতা ৬,৯৮৭ ২০.৯৩
ভোটার উপস্থিতি ৩৩,৩৯১ ৯১.৭১
সিপিআই(এম) থেকে আইপিএফটি অর্জন করেছে সুইং

২০১৩ ফলাফল সম্পাদনা

ত্রিপুরা বিধানসভা নির্বাচন, ২০১৩: আশারামবাড়ী[৯]
দল প্রার্থী ভোট % ±%
সিপিআই(এম) অঘোর দেববর্মা ১৭,৮২৬ ৫৯.৫৫
আইপিএফটি অমিয়কুমার দেববর্মা ১০,৬০৯ ৩৫.৪৪
উপরের কোনটিই নয় উপরের কোনটিই নয় ১,৪৯৯ ৫.০১
সংখ্যাগরিষ্ঠতা ৭,২১৭ ২৪.১১
ভোটার উপস্থিতি ২৯,৯৩৪ ৯২.৯২
সিপিআই(এম) নির্বাচনী এলাকা ধরে রাখে সুইং

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Final Result Sheet - Tripura General Legislative Election 2018" (পিডিএফ)ceotripura.nic.in। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২১ 
  2. Shangara Ram (১২ মে ২০০৫)। "Delimitation Commission of India - Notification"eci.gov.in। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০২১ 
  3. "District/AC Map - Chief Electoral Officer, Tripura"ceotripura.nic.in। ৫ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ জানুয়ারি ২০২১ 
  4. "Assembly Election Results Dates Candidate List Opinion/Exit Poll Latest News, Political Consulting Survey Election Campaign Management Company India" 
  5. "Tripura Assembly Election 2018, Tripura Vidhan Sabha Election Updates"www.elections.in। সংগ্রহের তারিখ ২৯ মার্চ ২০২০ 
  6. Sitting and Previous MLAs from আশারামবাড়ী কেন্দ্র
  7. "List of Wiining MLA's from Ramchandraghat Till Date"। elections.in। সংগ্রহের তারিখ মে ১৩, ২০১৬ 
  8. "Tripura General Legislative Election 2018 - Tripura - Election Commission of India"eci.gov.in। সংগ্রহের তারিখ ১৯ জানুয়ারি ২০২১ 
  9. https://eci.gov.in/files/file/3313-tripura-2013/