ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্র
ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্র ত্রিপুরা রাজ্যের ২ টি লোকসভা কেন্দ্রের একটি। ১৯৫২ সালে লোকসভা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। এটি তফসিলী জাতি ও তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত নয় এবং মোট ৩০ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত। এই লোকসভা কেন্দ্রের সদর দফতর আগরতলা শহরে অবস্থিত।
ত্রিপুরা পশ্চিম TR-1 | |
---|---|
লোকসভা কেন্দ্র | |
![]() | |
নির্বাচনী এলাকার বিবরণ | |
দেশ | ভারত |
রাজ্য | ত্রিপুরা |
বিধানসভা নির্বাচনী এলাকা | ৩০: সিমনা , মোহনপুর , বামুটিয়া , বরজালা , খয়েরপুর , আগরতলা , রামনগর , টাউন বর্দোয়ালি , বনমালিপুর , মজলিশপুর , মান্দাইবাজার , টাকরজালা , প্রতাপগড় , বাধড়ঘাট , কমলাসাগর , বিশালগড় , চরলমণি , চরলমণি সোনামুড়া , ধনপুর , বাগমা , রাধাকিশোরপুর , মাতারবাড়ি , কাকরাবন-শালগড় , রাজনগর , বেলোনিয়া ও শান্তিরবাজার |
প্রতিষ্ঠিত | ১৯৫২ |
সংসদ সদস্য | |
১৮তম লোকসভা | |
শায়িত্ব | |
দল | ভারতীয় জনতা পার্টি |
নির্বাচিত বছর | ২০২৪ |
বিধানসভা কেন্দ্র
সম্পাদনালোকসভা কেন্দ্রটি ৩০ টি বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত।[১] এই বিধানসভা কেন্দ্রগুলি ত্রিপুরার ৬০ টি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত এবং এই বিধানসভা কেন্দ্রের নির্বাচিত সদস্য ত্রিপুরার বিধানসভাতে প্রতিনিধিত্ব করে। প্রতি ৫ বছর অন্তঃর কেন্দ্রগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিধানসভা কেন্দ্রগুলি হল-
- সিমনা (এসটি)
- মোহনপুর
- বামুটিয়া (এসসি)
- বরজালা
- খায়েরপুর
- আগরতলা
- রামনগর
- টাউন বোর্ডোওয়ালি
- বনমালীপুর
- মজলিশপুর
- মান্ডাইবাজার (এসটি)
- তকারজালা (এসটি)
- প্রতাপগড় (এসসি)
- বাধারঘাট
- কমলাসাগর
- বিশালগড়
- গোলাঘাটি (এসটি)
- সূর্যমণিনগর (এসটি)
- চারিলাম (এসটি)
- বক্সনগর
- নলচর (এসসি)
- সোনামুড়া
- ধনপুর
- বাগমা (এসটি)
- রাধাকিশোরপুর
- মাতারবাড়ি
- কাকরবান-সালগড় (এসসি)
- রাজনগর (এসসি)
- বেলোনিয়া
- শান্তিবাজার (এসটি)
ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭ টি বিধানসভা কেন্দ্র তফসিলী উপজাতিদের জন্য সংরক্ষিত। এই ৭ টি কেন্দ্র হল - সিমনা বিধানসভা কেন্দ্র, মান্ডাইবাজার বিধানসভা কেন্দ্র, টাকরজালা বিধানসভা কেন্দ্র, গোলাঘাটি বিধানসভা কেন্দ্র, চরিলাম বিধানসভা কেন্দ্র, বাগমা বিধানসভা কেন্দ্র ও শান্তিবাজার বিধানসভা কেন্দ্র। এছাড়া লোকসভা কেন্দ্রের ৫ টি কেন্দ্র তফসিলী জাতিদের জন্য সংরক্ষিত।
সংসদ সদস্য
সম্পাদনাবছর | সদস্য | পার্টি | |
---|---|---|---|
১৯৫২ | বীরেন্দ্র চন্দ্র দত্ত | ভারতের কমিউনিস্ট পার্টি | |
১৯৫৭ | বংশী দেব বর্মা | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
১৯৬২ | বীরেন্দ্র চন্দ্র দত্ত | ভারতের কমিউনিস্ট পার্টি | |
১৯৬৭ | জে কে চৌধুরী | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
১৯৭১ | বীরেন্দ্র চন্দ্র দত্ত | ভারতের কমিউনিস্ট পার্টি | |
১০৭৭ | শচীন্দ্র লাল সিং | জনতা পার্টি | |
১৯৮০ | অজয় বিশ্বাস | ভারতের কমিউনিস্ট পার্টি | |
১৯৮৪ | |||
১৯৮৯ | সন্তোষ মোহন দেব | ভারতীয় জাতীয় কংগ্রেস | |
১৯৯১ | |||
১৯৯৬ | বাদল চৌধুরী | ভারতের কমিউনিস্ট পার্টি | |
১৯৯৮ | সমর চৌধুরী | ||
১৯৯৯ | |||
২০০২^ | খগেন দাস | ||
২০০৪ | |||
২০০৯ | |||
২০১৪ | শঙ্কর প্রসাদ দত্ত | ||
২০১৯ | প্রতিমা ভৌমিক[২] | ভারতীয় জনতা পার্টি | |
২০২৪ | বিপ্লব কুমার দেব |
^পোল দ্বারা
নির্বাচনের ফলাফল
সম্পাদনাসাধারণ নির্বাচন ২০২৪
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিজেপি | বিপ্লব কুমার দেব | ৮৮১৩৪১ | ৭২.৮৫ | ||
কংগ্রেস | আশীষ কুমার সাহা | ২,৬৯,৭৬৩ | ২২.৩ | ||
None of the above | নোটা | ১৪,৬১২ | ১.২১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৬,১১,৫৭৮ | ৫০.৫৫ | |||
ভোটার উপস্থিতি | ১১,৯২,৪৩৫[ক] | ৮১.৪৮ | হ্রাস০.৪৫ | ||
নিবন্ধিত ভোটার | ১৪,৬৩,৫২৬ | [৩] | |||
BJP নির্বাচনী এলাকা ধরে রাখে | সুইং |
- ↑ does not include postal ballots
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ does not include postal ballots
- ↑ "Tripura West(Tripura) Lok Sabha Election Results 2019 - Parliamentary Constituencies, Winning MP and Party Name"। www.elections.in। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-১০।
- ↑ https://elections24.eci.gov.in/docs/WYKXFehhEH.pdf
বহিঃসংযোগ
সম্পাদনা- উইকিমিডিয়া কমন্সে ত্রিপুরা পশ্চিম লোকসভা কেন্দ্র সম্পর্কিত মিডিয়া দেখুন।
- ভারতে লোকসভা কেন্দ্রের তালিকা
- লোকসভা নির্বাচনের ফলাফল সরাসরি ২০১৯
- লোকসভা নির্বাচন
- Tripura West lok sabha constituency election 2019 date and schedule