জাক রগ

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি
(জ্যাকুয়েস রগ থেকে পুনর্নির্দেশিত)

জাক রগ, কাউন্ট রগ (ইংরেজি: Jacques Rogge); (ওলন্দাজ উচ্চারণ: [ˈrɔɣə] (শুনুন)); (জন্ম: ২ মে, ১৯৪২) বেলজিয়ামের ক্রীড়া অধিকর্তা হিসেবে পরিচিত ব্যক্তিত্ব। তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ৮ম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

কাউণ্ট
জাক রগ
জাক রগ (জিম ওয়ালেস, ২০০৪)
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ৮ম সভাপতি
কাজের মেয়াদ
১৬ই জুলাই, ২০০১ – ১০ সেপ্টেম্বর, ২০১৩
পূর্বসূরীজোয়াও এন্টোনিও সামারাঞ্চ
উত্তরসূরীথমাস বাখ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1942-05-02) ২ মে ১৯৪২ (বয়স ৮১)
গেন্ট, বেলজিয়াম
জাতীয়তাবেলজিয়ান
দাম্পত্য সঙ্গী(কাউন্টেস) অ্যানা রগ
সন্তান২ ছেলে
প্রাক্তন শিক্ষার্থীগেন্ট বিশ্ববিদ্যালয়
জীবিকাশল্যচিকিৎসক
ক্রীড়া প্রশাসক
ধর্মরোমান ক্যাথলিক চার্চ

ব্যক্তিগত জীবন সম্পাদনা

গেন্টে জন্মগ্রহণকারী রগ পেশাদার অর্থোপেডিক সার্জন হিসেবে পরিচিত। তিনি গেন্ট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৬৮, ১৯৭২ এবং ১৯৭৬ সালের গ্রীষ্মকালীন অলিম্পিকসে ইয়াচিং ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। এছাড়াও, বেলজিয়াম জাতীয় রাগবি ইউনিয়ন দলের পক্ষ হয়ে রাগবি খেলায় অংশগ্রহণ করেন।

১৯৮৯ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বেলজিয়াম অলিম্পিক কমিটি এবং ১৯৮৯ থেকে ২০০১ সাল পর্যন্ত ইউরোপিয়ান অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন। ১৯৯১ সালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি'র সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৮ সালে আইওসি'র নির্বাহী পরিষদে যোগদান করেন।

অবসর সময়ে তিনি আধুনিক শিল্পকলা চর্চা করেন। এছাড়াও, ইতিহাস এবং বিজ্ঞানবিষয়ক সাহিত্য চর্চায়ও নিজেকে সম্পৃক্ত রাখেন।[১] এ্যানি নামীয় এক রমণীকে বিয়ে করেন তিনি। তাদের সংসারে দু'টি সন্তান রয়েছে।[২] বেলজিয়াম অলিম্পিক কমিটিতে তার সন্তান ফিলিপ বর্তমানে প্রতিনিধি দলের নেতা।

আইওসি সভাপতি সম্পাদনা

১৬ জুলাই, ২০০১ সালে মস্কোয় অনুষ্ঠিত আইওসি'র ১১২তম সভায় পরবর্তী সভাপতি হিসেবে নির্বাচিত হন। তিনি ১৯৮০ সাল থেকে দায়িত্বরত মার্কুয়েজ দ্য সামারাঞ্চের স্থলাভিষিক্ত হন।

তার নেতৃত্বের ফলস্বরূপ অলিম্পিক গেমসের আয়োজনকারী স্বাগতিক দেশ হিসেবে উন্নয়নশীল বিশ্বের ডাক প্রক্রিয়ায় অংশগ্রহণের সম্ভাবনা আরো বৃদ্ধি পায়। রগ বিশ্বাস করেন যে, এর ফলে সরকারের সম্পৃক্ততা কমে যাবে ও ভবিষ্যতে সমস্যার সৃষ্টি করবে না। নতুন আইওসি নীতি বাস্তবায়নের ফলে স্বাগতিক দেশের অলিম্পিক ক্রীড়া আয়োজনের আকার, জটিলতা ও ব্যয়ভার বহন নিয়ে দুঃশ্চিন্তা কিংবা বাধ্যবাধকতা অনেকাংশেই কমে যাবে।

সল্ট লেক সিটিতে অনুষ্ঠিত ২০০২ সালের শীতকালীন অলিম্পিকে প্রথম আইওসি সভাপতি হিসেবে অলিম্পিক ভিলেজে অবস্থান করেন তিনি এবং সেখানে অ্যাথলেটদের সাথে নৈকট্যপূর্ণ সম্পর্ক বজায় রাখেন।[৩]

আইওসি'র ১২৫তম সভায় জাক রগের আইওসি’র সভাপতি পদের পরিসমাপ্তি ঘটে। ১০ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত এ সভায় নতুন আইওসি সভাপতি হিসেবে জার্মান থমাস বাখ নির্বাচিত হয়ে তার স্থলাভিষিক্ত হন।[৪] এরফলে তিনি আইওসি’র সম্মানীয় সভাপতি মনোনীত হন।[৫]

সম্মাননা সম্পাদনা

জাক রগ ১৯৯২ সালে রাইডার উপাধিতে ভূষিত হন। এছাড়াও, ২০০২ সালে বেলজিয়ামের রাজা দ্বিতীয় আলবার্ট কর্তৃক কাউন্ট উপাধি লাভ করেন।[৬]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "2007 impressions," Het Laatste Nieuws, 31 December 2007
  2. IOC Re-elects President Jacques Rogge[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "OLYMPICS; Rogge Given Authority To Cancel the Olympics". The New York Times. 21 September 2001. Retrieved 28 July 2009.
  4. "Zaccardi, Nick. "Thomas Bach elected as ninth IOC president". NBC OlympicTalk. Retrieved 10 September 2013."। ১১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৩ 
  5. "Coates Becomes Vice President, DeFrantz Joins Executive Board and Rogge Is Honorary President"। ১৪ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০১৩ 
  6. "www.coaf.us"। ১০ সেপ্টেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০১২ 
পৌর অফিস
পূর্বসূরী
রাউল মোলেত
বেলজিয়াম অলিম্পিক কমিটির সভাপতি
১৯৮৯-১৯৯২
উত্তরসূরী
আর্দ্রিয়েন ভ্যানডেন ইদে
পূর্বসূরী
  জোয়াও এন্টোনিও সামারাঞ্চ
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি
২০০১-২০১৩
উত্তরসূরী
  থমাস বাখ