টোমাস বাখ
টোমাস বাখ (জার্মান: Thomas Bach; জন্ম: ২৯ ডিসেম্বর, ১৯৫৩) ভুরৎসবুর্গ শহরে জন্মগ্রহণকারী সাবেক জার্মান অসিক্রীড়াবিদ। তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নবম ও বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন।[১] রগ ও ব্রান্ডেজের পর তৃতীয় অলিম্পিয়ান ও একমাত্র অলিম্পিক স্বর্ণপদক প্রাপ্ত আইওসি সভাপতি তিনি।
টোমাস বাখ | |
---|---|
৯ম আইওসি সভাপতি | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ১০ সেপ্টেম্বর, ২০১৩ | |
পূর্বসূরী | জাক রগ |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ভুরৎসবুর্গ, পশ্চিম জার্মানি (তদানীন্তন) | ২৯ ডিসেম্বর ১৯৫৩
খেলোয়াড়ী জীবন
সম্পাদনাপদকের তথ্য
|
---|
১৯৭৬ সালে কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে পশ্চিম জার্মানির প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন। এতে বাখ দলগত পর্যায়ে অসিক্রীড়ার ফয়েল বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে স্বর্ণপদক জয় করেন।[২][৩] এর এক বছর তিনি বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করে মুকুট লাভ করেন।
আইওসি সভাপতি
সম্পাদনা৯ মে, ২০১৩ তারিখে আইওসি-র সভাপতি প্রার্থী হিসেবে তাঁর অংশগ্রহণের কথা জনসমক্ষে তুলে ধরেন।[৪][৫] ১০ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে বুয়েনোস আইরেসে অনুষ্ঠিত আইওসি’র ১২৫তম অধিবেশনে তিনি ৮-বছর মেয়াদে আইওসি’র সভাপতি হিসেবে নির্বাচিত হন। চূড়ান্ত রাউন্ডে ৪৯ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হন। তিনি অপর পাঁচ প্রার্থী - সার্গেই বুবকা,[৬] রিচার্ড ক্যারিয়ন, নগ সার মিয়াং, ডেনিস অসওয়াল্ড এবং উ চিং-কু’র বিপক্ষে জয় পান।[৭] তিনি ২০০১-২০১৩ মেয়াদের দায়িত্ব পালনকারী সাবেক সভাপতি জ্যাকুয়েস রগের স্থলাভিষিক্ত হন। এরফলে ২০২১ সালে অনুষ্ঠিতব্য আইওসি’র ১৩৩তম অধিবেশনে তিনি অতিরিক্ত আরও চার বছরের জন্য তার প্রার্থীতার কথা ঘোষণা করতে পারবেন।[৭] এক সপ্তাহ পর ১৭ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে লোজানে অবস্থিত আইওসি সভাপতির কার্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেন।[৮]
ডিওএসবি সভাপতিত্ব
সম্পাদনাআইওসি সভাপতি হিসেবে যোগদানের পূর্বে টোমাস বাখ ডয়চার ওলিম্পিশার ষ্পোর্টবুন্ড (ডিওএসবি)-এর সভাপতির দায়িত্ব পালন করেন। ১৬ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে তিনি ডিওএসবি’র প্রধানের পদ থেকে ইস্তফা দেন। এ সংস্থায় তিনি ২০০৬ সাল থেকে সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি ঘোরফা আরব-জার্মান চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির প্রধানের পদ থেকেও ইস্তফা দেন। তবে মাইকেল উইনিগ এজি কোম্পানির প্রধানের দায়িত্ব চালিয়ে যাচ্ছেন।[৯]
২০১৮ সালের শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনে মিউনিখের পক্ষ হয়ে দরদাতার প্রধানের দায়িত্ব পালন করেন।[১০] স্বাগতিক শহর নির্বাচনে মিউনিখ ২৫ ভোট পেলেও পিয়ংচাং ৬৩ ভোট পেয়ে স্বাগতিক শহরের মর্যাদা পায়।
অন্যান্য
সম্পাদনাবাখ স্বতঃস্ফূর্তভাবে ফরাসি, ইংরেজি, স্পেনীয় ও জার্মান ভাষায় কথা বলতে পারেন।[১১] তিনি স্পেনের উনিভেরসিদাদ কাতোলিকা দে মুর্সিয়া (Universidad Católica de Murcia) থেকে সম্মানসূচক ডক্টরেট উপাধি লাভ করেন।[১২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Zaccardi, Nick। "Thomas Bach elected as ninth IOC president"। NBC OlympicTalk। ১১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ "Olympics Statistics: Thomas Bach"। databaseolympics.com। ১৫ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১১।
- ↑ "Thomas Bach Olympic Results"। sports-reference.com। ১৭ মার্চ ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১১।
- ↑ "Nachfolger von Jacques Rogge: Thomas Bach kandidiert für IOC-Präsidentenamt"। Spiegel Online। ৮ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৩।
- ↑ Thomas Bach to run for IOC top post
- ↑ "Sergei Bubka: Pole vault great wants to be IOC president"। Bbc.co.uk। ২০১৩-০৫-২৮। সংগ্রহের তারিখ ২০১৪-০২-১৭।
- ↑ ক খ "Next IOC President to be elected this Tuesday"। ৯ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৩।
- ↑ Bach moves into office at IOC headquarters after becoming new President
- ↑ Exclusive: Bach to officially resign tomorrow from DOSB after being elected IOC President
- ↑ Exclusive: Quality of the 2020 Olympic bidd e rs has put the IOC in a very comfortable position, reveals Bach
- ↑ Lord of the Rings: new IOC chief Thomas Bach
- ↑ ThomasBachdoctorateUCAM[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
বহিঃসংযোগ
সম্পাদনা- উইকিমিডিয়া কমন্সে টোমাস বাখ সম্পর্কিত মিডিয়া দেখুন।
- IOC biography
- ICAS members
পূর্বসূরী জ্যাকুয়েস রগ |
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি ২০১৩-–বর্তমান |
নির্ধারিত হয়নি |