টোমাস বাখ

(থমাস বাখ থেকে পুনর্নির্দেশিত)

টোমাস বাখ (জার্মান: Thomas Bach; জন্ম: ২৯ ডিসেম্বর, ১৯৫৩) ভুরৎসবুর্গ শহরে জন্মগ্রহণকারী সাবেক জার্মান অসিক্রীড়াবিদ। তিনি আন্তর্জাতিক অলিম্পিক কমিটির নবম ও বর্তমান সভাপতির দায়িত্ব পালন করছেন।[] রগব্রান্ডেজের পর তৃতীয় অলিম্পিয়ান ও একমাত্র অলিম্পিক স্বর্ণপদক প্রাপ্ত আইওসি সভাপতি তিনি।

টোমাস বাখ
৯ম আইওসি সভাপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১০ সেপ্টেম্বর, ২০১৩
পূর্বসূরীজাক রগ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1953-12-29) ২৯ ডিসেম্বর ১৯৫৩ (বয়স ৭০)
ভুরৎসবুর্গ, পশ্চিম জার্মানি (তদানীন্তন)

খেলোয়াড়ী জীবন

সম্পাদনা
টোমাস বাখ
পদকের তথ্য
পুরুষদের অসিক্রীড়া
  পশ্চিম জার্মানি-এর প্রতিনিধিত্বকারী
অলিম্পিক গেমস
  ১৯৭৬ মন্ট্রিয়ল ফয়েল, দলগত

১৯৭৬ সালে কানাডার মন্ট্রিয়লে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে পশ্চিম জার্মানির প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন। এতে বাখ দলগত পর্যায়ে অসিক্রীড়ার ফয়েল বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে স্বর্ণপদক জয় করেন।[][] এর এক বছর তিনি বুয়েন্স আয়ার্সে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ করে মুকুট লাভ করেন।

আইওসি সভাপতি

সম্পাদনা

৯ মে, ২০১৩ তারিখে আইওসি-র সভাপতি প্রার্থী হিসেবে তাঁর অংশগ্রহণের কথা জনসমক্ষে তুলে ধরেন।[][] ১০ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে বুয়েনোস আইরেসে অনুষ্ঠিত আইওসি’র ১২৫তম অধিবেশনে তিনি ৮-বছর মেয়াদে আইওসি’র সভাপতি হিসেবে নির্বাচিত হন। চূড়ান্ত রাউন্ডে ৪৯ ভোট পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হন। তিনি অপর পাঁচ প্রার্থী - সার্গেই বুবকা,[] রিচার্ড ক্যারিয়ন, নগ সার মিয়াং, ডেনিস অসওয়াল্ড এবং উ চিং-কু’র বিপক্ষে জয় পান।[] তিনি ২০০১-২০১৩ মেয়াদের দায়িত্ব পালনকারী সাবেক সভাপতি জ্যাকুয়েস রগের স্থলাভিষিক্ত হন। এরফলে ২০২১ সালে অনুষ্ঠিতব্য আইওসি’র ১৩৩তম অধিবেশনে তিনি অতিরিক্ত আরও চার বছরের জন্য তার প্রার্থীতার কথা ঘোষণা করতে পারবেন।[] এক সপ্তাহ পর ১৭ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে লোজানে অবস্থিত আইওসি সভাপতির কার্যালয়ের দায়িত্বভার গ্রহণ করেন।[]

ডিওএসবি সভাপতিত্ব

সম্পাদনা

আইওসি সভাপতি হিসেবে যোগদানের পূর্বে টোমাস বাখ ডয়চার ওলিম্পিশার ষ্পোর্টবুন্ড (ডিওএসবি)-এর সভাপতির দায়িত্ব পালন করেন। ১৬ সেপ্টেম্বর, ২০১৩ তারিখে তিনি ডিওএসবি’র প্রধানের পদ থেকে ইস্তফা দেন। এ সংস্থায় তিনি ২০০৬ সাল থেকে সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি ঘোরফা আরব-জার্মান চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির প্রধানের পদ থেকেও ইস্তফা দেন। তবে মাইকেল উইনিগ এজি কোম্পানির প্রধানের দায়িত্ব চালিয়ে যাচ্ছেন।[]

২০১৮ সালের শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনে মিউনিখের পক্ষ হয়ে দরদাতার প্রধানের দায়িত্ব পালন করেন।[১০] স্বাগতিক শহর নির্বাচনে মিউনিখ ২৫ ভোট পেলেও পিয়ংচাং ৬৩ ভোট পেয়ে স্বাগতিক শহরের মর্যাদা পায়।

অন্যান্য

সম্পাদনা

বাখ স্বতঃস্ফূর্তভাবে ফরাসি, ইংরেজি, স্পেনীয় ও জার্মান ভাষায় কথা বলতে পারেন।[১১] তিনি স্পেনের উনিভেরসিদাদ কাতোলিকা দে মুর্সিয়া (Universidad Católica de Murcia) থেকে সম্মানসূচক ডক্টরেট উপাধি লাভ করেন।[১২]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Zaccardi, Nick। "Thomas Bach elected as ninth IOC president"NBC OlympicTalk। ১১ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৩ 
  2. "Olympics Statistics: Thomas Bach"databaseolympics.com। ১৫ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১১ 
  3. "Thomas Bach Olympic Results"sports-reference.com। ১৭ মার্চ ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১১ 
  4. "Nachfolger von Jacques Rogge: Thomas Bach kandidiert für IOC-Präsidentenamt"Spiegel Online। ৮ মে ২০১৩। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৩ 
  5. Thomas Bach to run for IOC top post
  6. "Sergei Bubka: Pole vault great wants to be IOC president"। Bbc.co.uk। ২০১৩-০৫-২৮। সংগ্রহের তারিখ ২০১৪-০২-১৭ 
  7. "Next IOC President to be elected this Tuesday"। ৯ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৩ 
  8. Bach moves into office at IOC headquarters after becoming new President
  9. Exclusive: Bach to officially resign tomorrow from DOSB after being elected IOC President
  10. Exclusive: Quality of the 2020 Olympic bidd e rs has put the IOC in a very comfortable position, reveals Bach
  11. Lord of the Rings: new IOC chief Thomas Bach
  12. ThomasBachdoctorateUCAM[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

বহিঃসংযোগ

সম্পাদনা
পূর্বসূরী
  জ্যাকুয়েস রগ
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি
২০১৩-–বর্তমান
নির্ধারিত হয়নি