জিম বেরি

কানাডার ফুটবল খেলোয়াড়

জেমস 'জিম' ওয়াল্টার বেরি (৩০ মে ১৯৪৫ – ১৪ ডিসেম্বর ২০২০) কানাডার একজন আন্তর্জাতিক ফুটবল খেলোয়াড়ওয়াইন ব্যবসায়ী ছিলেন। ভ্যানকুভারে জন্মগ্রহণকারী বেরি তার বিশ্ববিদ্যালয় ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় দলের অধিনায়ক, ঘরোয়া লিগে ডেট্রয়েট কুগার এবং কানাডার জাতীয় ফুটবল দলের পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় ছিলেন। খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেয়ার পর তিনি ওয়াইন ব্যবসায় খ্যাতি অর্জন করেছিলেন।[২]

জিম বেরি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম জেমস ওয়াল্টার বেরি
জন্ম (1945-05-30) ৩০ মে ১৯৪৫ (বয়স ৭৮)[১]
জন্ম স্থান ভ্যানকুভার, ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা[১]
মৃত্যু ১৪ ডিসেম্বর ২০২০(2020-12-14) (বয়স ৭৫)[২]
মৃত্যুর স্থান মিসাসাগা, কানাডা
উচ্চতা ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)[১]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
কলেজ পর্যায়
বছর দল ম্যাচ (গোল)
ইউবিসি থান্ডারবার্ডস
জাতীয় দল
বছর দল ম্যাচ (গোল)
১৯৬৮ কানাডা (০)

প্রারম্ভিক জীবন সম্পাদনা

জেমস বেরি ১৯৪৫ সালের ৩০শে মে তারিখে ভ্যানকুভারে মা ফিলিস এবং বাবা ওয়াল্টার বেরির সংসারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি তার বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন। শৈশবে জেমস একজন ভাল ছাত্র এবং খেলোয়াড় ছিলেন, বিশেষ করে ফুটবল ও বাস্কেটবলে তার প্রতিভা বিকাশিত হয়েছিল। তিনি ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববদ্যালয় হতে ব্যবসায় স্নাতক অর্জন করেছিলেন।[২]

খেলোয়াড়ি জীবন সম্পাদনা

জেমস বেরি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় হতে ফুটবলার হিসেবে খেলোয়াড়ি জীবন শুরু করেছিলেন। পড়াকালীন তিনি বিশ্ববিদ্যালয় ফুটবল দল 'ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়া থান্ডারবার্ডস'-এর অধিনায়ক ছিলেন।[২] ১৯৬৭ সালে প্যান-আমেরিকান গেমসে কানাডার ফুটবল দলের প্রতিনিধি ছিলেন। ১৯৬৮ সালে উত্তর আমেরিকান সকার লিগে ডেট্রয়েট কুগার দলের হয়ে খেলেছিলেন। ১৯৭০ ফিফা বিশ্বকাপের বাছাইপর্বে তিনি কানাডার হয়ে ৪টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেছিলেন।[১]

মৃত্যু সম্পাদনা

জিম বেরি ২০২০ সালের ১৪ই ডিসেম্বর তারিখে ৭৫ বছর বয়সে পারকিনসন রোগের সাথে দীর্ঘ পাঁচ বছর লড়াই শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে কানাডার মিসাসাগায় মৃত্যুবরণ করেছেন।[২]

তথ্যসূত্র সম্পাদনা

  1. "Profile"কানাডা সকার। ৮ জানুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৭ 
  2. "James Walter BERRY"দ্য হ্যামিল্টন স্পেক্টেটর। ১৫ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২১