পারকিনসন রোগ (ইংরেজি: Parkinson's disease) হল এক প্রকারের নিউরো-ডিজেনারাটিভ বা স্নায়বিক রোগ বা স্নায়ু-অধঃপতনজনিত রোগ। রোগটি বিভিন্ন নামে পরিচিত যেমন: পারকিনসোনিসম (Parkinsonism) বা প্যারালাইসিস এজিট্যান্স (Paralysis agitans) বা শেকিং পালসি (Shaking Puosy)। এই রোগটি সবচেয়ে পরিচিত নিউরো-ডিজেনারাটিভ রোগের মধ্যে দ্বিতীয়[৩]।ধারণা করা হয় যে, মস্তিষ্কের ডোপামিন তৈরির কোষ ক্ষতিগ্রস্ত হলে এই রোগ হয়।
এই রোগের প্রাথমিক বৈশিষ্ট্য হল স্নায়ুতে প্রিসাইনাপ্টিক প্রটিন-এর জমা হওয়া। তাছাড়া প্রাথমিক উপসর্গগুলি হল ব্রাডিকাইনেশিয়া (Bradykinesia) এবং একাইনেশিয়া (Akinesia), রিজিডিটি (Rigidity) এবং ট্রেমর (Tremor)।
পারকিনসন রোগ
প্রতিশব্দ
পারকিনসন রোগ, ইডিওপ্যাথিক অথবা প্রাথমিক পারকিনসন, হাইপোকায়নেটিক রিজিড সিনড্রোম, মারাত্মক পক্ষাঘাত, ঝাঁকুনিসহ পক্ষাঘাত
উইলিয়াম রিচার্ড গোয়ার্সকৃত পারকিনসন রোগের অঙ্কিত চিত্র, যা প্রথম প্রকাশিত হয় আ ম্যানুয়্যাল অফ ডিজিযেস অফ দ্যা নার্ভাস সিস্টেম (১৮৮৬)
↑Ferri, Fred F. (২০১০)। Ferri's differential diagnosis : a practical guide to the differential diagnosis of symptoms, signs, and clinical disorders (2nd সংস্করণ)। Philadelphia, PA: Elsevier/Mosby। পৃষ্ঠা Chapter P। আইএসবিএন978-0323076999।উদ্ধৃতি টেমপ্লেট ইংরেজি প্যারামিটার ব্যবহার করেছে (link)