জামালপুর-৫
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
জামালপুর-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি জামালপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৪২নং আসন।
জামালপুর-৫ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | জামালপুর জেলা |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
শেরপুর-১ → |
সীমানা
সম্পাদনাজামালপুর-৫ আসনটি জামালপুর জেলার সদর উপজেলার কেন্দুয়া, শরীফপুর, লক্ষ্মীরচর, তুলশীরচর, ইটাইল, নরুন্দি, ঘোড়াধাপ, বাঁশচড়া, রানাগাছা, শ্রীপুর, শাহবাজপুর, দিগপাইত, রশিদপুর, তিতপল্লা, মেষ্টা সহ সর্বমোট ১৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | রেজাউল করিম হীরা | ১৯,৭৭১ | ৯৭.৪ | +২৮.৭ | |
জাতীয় পার্টি | বাবার আলী খান | ৫২৬ | ২.৬ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১৯,২৪৫ | ৯৪.৮ | +৫৬.৬ | ||
ভোটার উপস্থিতি | ২০,২৯৭ | ৫.৪ | −৮০.১ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | রেজাউল করিম হীরা | ১,৯৮,৮৯৯ | ৬৮.৭ | +১৩.০ | |
বিএনপি | সিরাজুল হক | ৮৮,১১৮ | ৩০.৪ | -১১.৯ | |
জাসদ | মোঃ তাজউদ্দিন | ৯৪৬ | ০.৩ | প্র/না | |
কেএসজেএল | আবু মোহাম্মদ আহসান কবির | ৮৭৪ | ০.৩ | প্র/না | |
জাকের পার্টি | আবুল আল্লামা মোঃ জসিম উদ্দিন | ৪৫২ | ০.২ | প্র/না | |
বিকল্পধারা | মোহাম্মদ আলী জিন্নাহ | ৩৯৫ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,১০,৭৮১ | ৩৮.২ | +২৪.৯ | ||
ভোটার উপস্থিতি | ২,৮৯,৬৮৪ | ৮৫.৫ | +৭.৯ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | রেজাউল করিম হীরা | ১,৫০,২৪০ | ৫৫.৭ | -৪.৮ | |
বিএনপি | সিরাজুল হক | ১,১৪,২৩২ | ৪২.৩ | +৬.৩ | |
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | নজরুল ইসলাম | ৪,৮৫৪ | ১.৮ | প্র/না | |
স্বতন্ত্র | মোহাম্মদ আলী জিন্নাহ | ৩৫৮ | ০.১ | প্র/না | |
জাতীয় পার্টি | বাবর আলী খান | ১৯১ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৩৬,০০৮ | ১৩.৩ | −৯.৪ | ||
ভোটার উপস্থিতি | ২,৬৯,৮৭৫ | ৭৭.৬ | +১.৪ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | রেজাউল করিম হীরা | ১,৩০,৮০৬ | ৬০.৫ | +১৫.৫ | ||
বিএনপি | সিরাজুল হক | ৭৭,৮৬৫ | ৩৬.০ | -১২.৫ | ||
জামায়াতে ইসলামী | মোঃ মজিবুর রহমান | ৫,৮৪৭ | ২.৭ | প্র/না | ||
গণফোরাম | খলিলুর রহমান | ৬৮৫ | ০.৩ | প্র/না | ||
জাকের পার্টি | খন্দকার নুরুজ্জামান | ৪৮৫ | ০.২ | -০.২ | ||
স্বতন্ত্র | জয়নাল আবেদিন | ৪৮৩ | ০.২ | প্র/না | ||
স্বতন্ত্র | মোহাম্মদ আলী | ২০০ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৫২,৯৪১ | ২৪.৫ | +২১.০ | |||
ভোটার উপস্থিতি | ২,১৬,৩৭১ | ৭৬.২ | +২৭.৪ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | সিরাজুল হক | ৭০,৩৯২ | ৪৮.৫ | |||
আওয়ামী লীগ | খলিলুর রহমান | ৬৫,৩২০ | ৪৫.০ | |||
জাতীয় ঐক্য ফ্রন্ট | আশরাফ ফারুকী | ২,৬০৭ | ১.৮ | |||
স্বতন্ত্র | মুজিবুর রহমান | ২,৩৯৫ | ১.৬ | |||
জাতীয় পার্টি | নাজিম উদ্দিন | ১,৮৮০ | ১.৩ | |||
বিকেএ | খণ্দকার আব্দুল মতিন | ৮২৬ | ০.৬ | |||
জাকের পার্টি | এম এ কুদ্দুস | ৫৫৭ | ০.৪ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | মোঃ আঃ আজিজ | ৫৫৭ | ০.৪ | |||
জাসদ (রব) | আঃ হাকিম | ৪৫৯ | ০.৩ | |||
স্বতন্ত্র | রেজাউল করিম হীরা | ২৭১ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৫,০৭২ | ৩.৫ | ||||
ভোটার উপস্থিতি | ১,৪৫,২৬৪ | ৪৮.৮ | ||||
থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "জামালপুর-৫ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Jamalpur-5"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২১ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে জামালপুর-৫