জামালপুর-৫

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

জামালপুর-৫ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি জামালপুর জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৪২নং আসন।

জামালপুর-৫
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাজামালপুর জেলা
বিভাগময়মনসিংহ বিভাগ
মোট ভোটার
  • ৫,৪২,৪৮৮ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ২,৬৪,৫৭৮
  • নারী ভোটার: ২,৭৭,৯০৩
  • হিজড়া ভোটার: ৭
বর্তমান নির্বাচনী এলাকা

সীমানা

সম্পাদনা

জামালপুর-৫ আসনটি জামালপুর জেলার সদর উপজেলার কেন্দুয়া, শরীফপুর, লক্ষ্মীরচর, তুলশীরচর, ইটাইল, নরুন্দি, ঘোড়াধাপ, বাঁশচড়া, রানাগাছা, শ্রীপুর, শাহবাজপুর, দিগপাইত, রশিদপুর, তিতপল্লা, মেষ্টা সহ সর্বমোট ১৫ টি ইউনিয়ন নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৭৯ সৈয়দ আবদুস সোবহান বাংলাদেশ আওয়ামী লীগ[]
সীমানা পরিবর্তন
১৯৮৬ এম খলিলুর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৮৮ মোহাম্মদ রেজা খান স্বতন্ত্র[]
১৯৯১ সিরাজুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ রেজাউল করিম হীরা বাংলাদেশ আওয়ামী লীগ
২০০১ বাংলাদেশ আওয়ামী লীগ
২০০৮ বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৮ মোজাফফর হোসেন বাংলাদেশ আওয়ামী লীগ
২০২৪ আবুল কালাম আজাদ বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০১৪: জামালপুর-৫[]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ রেজাউল করিম হীরা ১৯,৭৭১ ৯৭.৪ +২৮.৭
জাতীয় পার্টি বাবার আলী খান ৫২৬ ২.৬ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৯,২৪৫ ৯৪.৮ +৫৬.৬
ভোটার উপস্থিতি ২০,২৯৭ ৫.৪ −৮০.১
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: জামালপুর-৫[][]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ রেজাউল করিম হীরা ১,৯৮,৮৯৯ ৬৮.৭ +১৩.০
বিএনপি সিরাজুল হক ৮৮,১১৮ ৩০.৪ -১১.৯
জাসদ মোঃ তাজউদ্দিন ৯৪৬ ০.৩ প্র/না
কেএসজেএল আবু মোহাম্মদ আহসান কবির ৮৭৪ ০.৩ প্র/না
জাকের পার্টি আবুল আল্লামা মোঃ জসিম উদ্দিন ৪৫২ ০.২ প্র/না
বিকল্পধারা মোহাম্মদ আলী জিন্নাহ ৩৯৫ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১,১০,৭৮১ ৩৮.২ +২৪.৯
ভোটার উপস্থিতি ২,৮৯,৬৮৪ ৮৫.৫ +৭.৯
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে
সাধারণ নির্বাচন ২০০১: জামালপুর-৫[]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ রেজাউল করিম হীরা ১,৫০,২৪০ ৫৫.৭ -৪.৮
বিএনপি সিরাজুল হক ১,১৪,২৩২ ৪২.৩ +৬.৩
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট নজরুল ইসলাম ৪,৮৫৪ ১.৮ প্র/না
স্বতন্ত্র মোহাম্মদ আলী জিন্নাহ ৩৫৮ ০.১ প্র/না
জাতীয় পার্টি বাবর আলী খান ১৯১ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৩৬,০০৮ ১৩.৩ −৯.৪
ভোটার উপস্থিতি ২,৬৯,৮৭৫ ৭৭.৬ +১.৪
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: জামালপুর-৫[]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ রেজাউল করিম হীরা ১,৩০,৮০৬ ৬০.৫ +১৫.৫
বিএনপি সিরাজুল হক ৭৭,৮৬৫ ৩৬.০ -১২.৫
জামায়াতে ইসলামী মোঃ মজিবুর রহমান ৫,৮৪৭ ২.৭ প্র/না
গণফোরাম খলিলুর রহমান ৬৮৫ ০.৩ প্র/না
জাকের পার্টি খন্দকার নুরুজ্জামান ৪৮৫ ০.২ -০.২
স্বতন্ত্র জয়নাল আবেদিন ৪৮৩ ০.২ প্র/না
স্বতন্ত্র মোহাম্মদ আলী ২০০ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৫২,৯৪১ ২৪.৫ +২১.০
ভোটার উপস্থিতি ২,১৬,৩৭১ ৭৬.২ +২৭.৪
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: জামালপুর-৫[]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি সিরাজুল হক ৭০,৩৯২ ৪৮.৫
আওয়ামী লীগ খলিলুর রহমান ৬৫,৩২০ ৪৫.০
জাতীয় ঐক্য ফ্রন্ট আশরাফ ফারুকী ২,৬০৭ ১.৮
স্বতন্ত্র মুজিবুর রহমান ২,৩৯৫ ১.৬
জাতীয় পার্টি নাজিম উদ্দিন ১,৮৮০ ১.৩
বিকেএ খণ্দকার আব্দুল মতিন ৮২৬ ০.৬
জাকের পার্টি এম এ কুদ্দুস ৫৫৭ ০.৪
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) মোঃ আঃ আজিজ ৫৫৭ ০.৪
জাসদ (রব) আঃ হাকিম ৪৫৯ ০.৩
স্বতন্ত্র রেজাউল করিম হীরা ২৭১ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ৫,০৭২ ৩.৫
ভোটার উপস্থিতি ১,৪৫,২৬৪ ৪৮.৮
থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "জামালপুর-৫ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "Jamalpur-5"বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ২১ এপ্রিল ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮ 
  7. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  8. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  9. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা