তিতপল্লা ইউনিয়ন
তিতপল্লা ইউনিয়ন বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সদর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১][২]
তিতপল্লা | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে তিতপল্লা ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৪°৫৫′১৭″ উত্তর ৮৯°৫৭′২৯″ পূর্ব / ২৪.৯২১৩৯° উত্তর ৮৯.৯৫৮০৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
জেলা | জামালপুর জেলা |
উপজেলা | জামালপুর সদর উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
== অবস্থান ও সীমানা == তিতপল্ল্যা ইউনিয়ন জামালপুর শহর হতে ৯ কি মি দক্ষিণে অবস্থিত একটা ইউনিয়ন। এই ইউনিয়নের উত্তরে রয়েছে কেন্দুয়া ইউনিয়ন, দক্ষিণে দিকপাইত ইউনিয়ন, পূর্বে রয়েছে শাহবাজপুর ইউনিয়ন এবং পশ্চিমে ভাটারা ইউনিয়ন। প্রায় ১৫/১৬ টা গ্রাম নিয়ে গঠিত তিতপল্ল্যা ইউনিয়ন। আর ইউনিয়ন পরিষদ ভবন অবস্থিত কামালখান বাজারে।
ইতিহাস সম্পাদনা
প্রশাসনিক এলাকা সম্পাদনা
আয়তন ও জনসংখ্যা সম্পাদনা
শিক্ষার হার- ৩৮.২৯% (২০০১ এর শিক্ষা জরিপ অনুযায়ী)
শিক্ষা প্রতিষ্ঠান- উল্লেখযোগ্য ( কামালখান হাট ফাজিল ডিগ্রি মাদরাসা, সোনার বাংলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় - পাবই বাজার)
সরকারি প্রাথমিক বিদ্যালয়-১৫টি
উচ্চ বিদ্যালয়-৭টি
কামিল মাদ্রাসা-১টি
দাখিল মাদ্রাসা-১টি
এবতেদায়ী মাদ্রাসা-৭টি
ডিগ্রী কলেজ-১টি
দর্শনীয় স্থান সম্পাদনা
- বামুনজী বিল
*পাবই বাজার
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব সম্পাদনা
ভাষা সৈনিক,শিক্ষাবিদ পিন্সিপাল আশরাফ ফারুকী
শিক্ষাবিদ মুজাহিদ বিল্লাহ ফারুকী
শিক্ষানুরাগী মাওলানা আব্দুর রহমান সাবেক সুপার কাষ্টসিংগা দাখিল মাদ্রাসা
কবি,লেখক,নাট্যকার আবু বকর সিদ্দিক স্বাধীন
সাংবাদিক,কবি মুজতাহিদ ফারুকী
আজিজুল হাকিম রাব্বি
জনপ্রতিনিধি সম্পাদনা
বর্তমান চেয়ারম্যান-
ক্রমিক | নাম | মেয়াদ |
---|---|---|
০১ | ||
০২ | ||
০৩ | ||
০৪ | ||
০৫ | ||
০৬ | ||
০৭ |
আরও দেখুন সম্পাদনা
তথ্যসূত্র সম্পাদনা
- ↑ "তিতপল্লা ইউনিয়ন"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২০।
- ↑ "জামালপুর সদর উপজেলা"। বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ২৩ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ মার্চ ২০২০।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |