চেন্নাইয়ের শহরতলি অঞ্চল

উইকিমিডিয়ার তালিকা নিবন্ধ

এটি চেন্নাই শহর এবং তার চারপাশে অবসস্থিত অঞ্চলগুলির তালিকা৷ শহরটিকে গঠনগতভাবে উত্তর, মধ্য, দক্ষিণ এবং পশ্চিম এই চারটি অঞ্চলে ভাগ করা যায়।[] উত্তর চেন্নাই মূলত একটি শিল্প প্রধান অঞ্চল, অবশ্য এখানে তুলনামূলক স্বল্প জনবসতি রয়েছে। মধ্য চেন্নাই সমগ্র চেন্নাই শহরের অর্থনৈতিক প্রাণকেন্দ্র এবং শহরের মূল অঞ্চল। দক্ষিণ এবং পশ্চিম চেন্নাই মূলত জনবসতিপূর্ণ অঞ্চল তবে বর্তমানে এই অঞ্চলগুলো খুব দ্রুত অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হচ্ছে। তথ্যপ্রযুক্তি কেন্দ্র এবং বিভিন্ন কোম্পানি থাকার কারণে এই এলাকা দ্রুত উন্নতিশীল।[] সড়ক যোগাযোগ এর মধ্যে উল্লেখযোগ্য হলো গ্র্যান্ড সাদার্ন ট্রাঙ্ক রোড, পুরাতন মহাবলীপুরম রোড এবং ৪৮ নং জাতীয় সড়ক।

উত্তর চেন্নাই

সম্পাদনা

পশ্চিম চেন্নাই

সম্পাদনা

দক্ষিণ ও পূর্ব চেন্নাই

সম্পাদনা

চেন্নাই শহরতলি

সম্পাদনা

চেন্নাই শহরতলির মধ্যে রয়েছে কাঞ্চীপুরম, তিরুভেলুরচেঙ্গলপট্টু জেলা৷ চেন্নাই জেলার সাথে পার্শ্ববর্তী উক্ত জেলাগুলির শহর একত্রে চেন্নাই মহানগর গঠন করে৷

উত্তর শহরতলি

সম্পাদনা

পশ্চিম শহরতলি

সম্পাদনা

দক্ষিণ-পূর্ব শহরতলি

সম্পাদনা

ওএমআর এবং ইসিআর বরাবর শহরতলী

সম্পাদনা

আদতে ভৌগোলিকভাবে চেন্নাই মহানগর এলাকার অন্তর্ভুক্ত না হয়েও বেশকিছু শহরাঞ্চলকে নগর উন্নয়ন দপ্তরের অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০১১ খ্রিস্টাব্দের 25 শে আগস্ট তারিখে তৎকালীন চেন্নাইয়ের গৃহ ও নগর উন্নয়ন দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে এই অঞ্চল গুলিকে বৃহত্তর ও চেন্নাইয়ের অংশীভূত করা হয়। বর্তমান মহানগর অঞ্চল ব্যতিরেকে পার্শ্ববর্তী শ্রীপেরুম্বুদুর, কেলমবক্কম, তিরুভেলুর এবং মহাবলীপুরম অঞ্চলগুলির সার্বিক অন্যদিকে মাথায় রেখে ১৯৭৩-৭৪ খ্রিস্টাব্দের বিজ্ঞাপিত বিষয়বস্তুর কিঞ্চিৎ পরিবর্তন করা হয়।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "General statistics"কর্পোরেশন অফ চেন্নাই  অজানা প্যারামিটার |accessyear= উপেক্ষা করা হয়েছে (|access-date= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); অজানা প্যারামিটার |accessmonthday= উপেক্ষা করা হয়েছে (সাহায্য)
  2. "IT companies in Chennai" 
  3. "Final call on Greater Chennai by fiscal year-end - southindia - Chennai - ibnlive"CNN-IBN। ২৬ আগস্ট ২০১১। ১৭ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১২