চেন্নাইয়ের শহরতলি অঞ্চল
এটি চেন্নাই শহর এবং তার চারপাশে অবসস্থিত অঞ্চলগুলির তালিকা৷ শহরটিকে গঠনগতভাবে উত্তর, মধ্য, দক্ষিণ এবং পশ্চিম এই চারটি অঞ্চলে ভাগ করা যায়।[১] উত্তর চেন্নাই মূলত একটি শিল্প প্রধান অঞ্চল, অবশ্য এখানে তুলনামূলক স্বল্প জনবসতি রয়েছে। মধ্য চেন্নাই সমগ্র চেন্নাই শহরের অর্থনৈতিক প্রাণকেন্দ্র এবং শহরের মূল অঞ্চল। দক্ষিণ এবং পশ্চিম চেন্নাই মূলত জনবসতিপূর্ণ অঞ্চল তবে বর্তমানে এই অঞ্চলগুলো খুব দ্রুত অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হচ্ছে। তথ্যপ্রযুক্তি কেন্দ্র এবং বিভিন্ন কোম্পানি থাকার কারণে এই এলাকা দ্রুত উন্নতিশীল।[২] সড়ক যোগাযোগ এর মধ্যে উল্লেখযোগ্য হলো গ্র্যান্ড সাদার্ন ট্রাঙ্ক রোড, পুরাতন মহাবলীপুরম রোড এবং ৪৮ নং জাতীয় সড়ক।
উত্তর চেন্নাই
সম্পাদনা- সেঙ্গুন্দ্রম / শোণকুন্দ্রম
- রায়পুরম
- কোরুক্কুপেট্টাই
- ব্যাসরপাড়ি
- তণ্ডাইয়ারপেট
- তিরুবোত্রিয়ুর
- এণ্ণুর
- মীঞ্জুর
- ওয়াশারমেনপেট
- মাধবরম
- মানালি পুদুনগর
- নরবারিকুপ্পম
- সাউকারপেট
- পুড়ল
- মূলকড়াই
- চেন্নাই সেন্ট্রাল
- কোদুঙ্গাইয়ুর
- মাধবরম দুধ কলোনি
- মাথুর
- কোলাতুর
- প্যারি'স কর্নার
- পুরসাইবক্কম
- পেরম্বুর
- মানালি
- বল্ললারনগর
- নিউ ওয়াশারমেনপেট
- মন্নাড়ি
- জর্জ টাউন
- বেসিন ব্রিজ
- পার্ক টাউন
- পেরিয়ামেট
- শূলাই
- বেপেরী
- পট্টালম
- পুলিয়ান্তোপ
- মহাকবি ভারতী নগর
- চেলবায়ল
- মঞ্জমবক্কম
- পোন্নিয়াম্মান্মেড়ু
- সেম্বিয়াম
- তিরু ভি কল্যাণসুন্দরম নগর
- আইসিএফ কলোনি
- লক্ষ্মীপুরম
- ওরগড়ম
- অয়বক্কম
- পট্টরবক্কম
- তিরুমুল্লাইবায়ল
- আবাড়ি
- কাতিবক্কম
- কথির্বেড়ু
- এরুকাঞ্চেরি
- ব্রডওয়ে
- জামালিয়া
- কল্লীকুপ্পম
- পট্টাবিরাম
- কোসাপেট
- বিল্ববক্কম
- ওট্টেরি
পশ্চিম চেন্নাই
সম্পাদনা- পোরূর
- মনবক্কম
- আন্নানগর
- আমাইন্দকরাই
- অম্বাত্তুর
- কুন্দ্রতুর
- ডিফেন্স কলোনি
- পাড়ি
- অয়বক্কম
- কোরট্টুর
- মুগপের
- আরুমবক্কম
- আবাড়ি
- পুদুর
- মাদুরবায়ল
- কোয়মবেড়ু
- অশোকনগর
- কলাজ্ঞ করুণানিধি নগর
- কারমবক্কম
- বড়পালনি
- শালিগ্রামম
- বৃকমবক্কম
- আলোয়ারতিরুনগর
- বলসরবক্কম
- তিরুনিন্দ্রবুর
- তিরুমঙ্গলম
- তিরুমুল্লাইবায়ল
- তিরুবেরকাড়ু
- নন্দমবক্কম
- নেরকুন্দ্রম
- নেষবক্কম
- নোলম্বুর
- রামাপুরম
- মুঘলীবক্কম
- মাঙ্গাড়ু
- এম জি রামচন্দ্রন নগর
- এম জি রামচন্দ্রন উদ্যান
- আলাবক্কম
- পুন্তমল্লী
- মৌলিবক্কম
- গেরুকমবক্কম
- সিএমডিএ কলোনি
- তিরুমালিসাই
- আইয়াপ্পানতাঙ্গল
- আন্নানূর
দক্ষিণ ও পূর্ব চেন্নাই
সম্পাদনা- তেনামপেট
- থাউসেন্ড লাইটস
- চিন্তাদ্রিপেট
- গোপালপুরম
- ময়িলাপুর
- এগমোর
- শেঠপট্টু
- পেরুঙ্গুড়ি
- শোলিঙ্গনলুর
- আলান্দুর
- আদমবক্কম
- আদিয়ার
- বেসান্তনগর
- তিরুবল্লীকেণি
- ত্যাগরায়নগর
- তিরুবান্মিয়ুর
- সঈদাপেট
- গিণ্ডি
- মাড়িবক্কম
- নঙ্গানলুর
- বেলাচেরি
- তারামণি
- পল্লীকরনাই
- কীলকট্টলাই
- কোয়িলমবক্কম
- তুরাইবক্কম
- নীলাঙ্করাই
- ইঞ্জমবক্কম
- হস্তিনাপুরম
- পল্লাবরম
- পোলিচলুর
- পাম্মল
- নাগলকেনি
- তাম্বরম
- সেলাইয়ুর/চেলায়ুর
- ইরুম্বুলিয়ুর
- কাদাপেরি
- পেরুঙ্গলতুর
- পালবন্তাঙ্গল
- পীর্কনকরনাই
- মুড়িশূর
- বণ্ডলুর
- কোলাবক্কম
- মহাবক্কম
- পালবক্কম
- বরদরাজপুরম
- মেটবক্কম
- মহাবিল্বম
- কোঠিবক্কম
- মীনমবক্কম
- জল্লট্যমপেট
চেন্নাই শহরতলি
সম্পাদনাচেন্নাই শহরতলির মধ্যে রয়েছে কাঞ্চীপুরম, তিরুভেলুর ও চেঙ্গলপট্টু জেলা৷ চেন্নাই জেলার সাথে পার্শ্ববর্তী উক্ত জেলাগুলির শহর একত্রে চেন্নাই মহানগর গঠন করে৷
উত্তর শহরতলি
সম্পাদনাপশ্চিম শহরতলি
সম্পাদনাদক্ষিণ-পূর্ব শহরতলি
সম্পাদনাওএমআর এবং ইসিআর বরাবর শহরতলী
সম্পাদনাআদতে ভৌগোলিকভাবে চেন্নাই মহানগর এলাকার অন্তর্ভুক্ত না হয়েও বেশকিছু শহরাঞ্চলকে নগর উন্নয়ন দপ্তরের অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০১১ খ্রিস্টাব্দের 25 শে আগস্ট তারিখে তৎকালীন চেন্নাইয়ের গৃহ ও নগর উন্নয়ন দপ্তর থেকে বিজ্ঞপ্তি জারি করে এই অঞ্চল গুলিকে বৃহত্তর ও চেন্নাইয়ের অংশীভূত করা হয়। বর্তমান মহানগর অঞ্চল ব্যতিরেকে পার্শ্ববর্তী শ্রীপেরুম্বুদুর, কেলমবক্কম, তিরুভেলুর এবং মহাবলীপুরম অঞ্চলগুলির সার্বিক অন্যদিকে মাথায় রেখে ১৯৭৩-৭৪ খ্রিস্টাব্দের বিজ্ঞাপিত বিষয়বস্তুর কিঞ্চিৎ পরিবর্তন করা হয়।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "General statistics"। কর্পোরেশন অফ চেন্নাই। অজানা প্যারামিটার
|accessyear=
উপেক্ষা করা হয়েছে (|access-date=
ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); অজানা প্যারামিটার|accessmonthday=
উপেক্ষা করা হয়েছে (সাহায্য) - ↑ "IT companies in Chennai"।
- ↑ "Final call on Greater Chennai by fiscal year-end - southindia - Chennai - ibnlive"। CNN-IBN। ২৬ আগস্ট ২০১১। ১৭ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১২।