সঈদাপেট
সঈদাপেট, সঈদাপেট্টাই বা সাইদাই, দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলার একটি অঞ্চল৷ এটি আদিয়ার নদীর উত্তর প্রান্তে অবস্থিত৷ এর উত্তরদিকে রয়েছে মহাবিল্বম, উত্তর-পূর্ব দিকে রয়েছে সিআইটি নগর, পূর্ব দিকে রয়েছে নন্দনম, দক্ষিণ দিকে রয়েছে গিণ্ডি, উত্তর-পশ্চিম দিকে রয়েছে জাফরখানপেট এবং অশোকনগর৷ চেন্নাই শহরের মধ্যে মাদ্রাজ উচ্চ আদালত ব্যতীত অপর ন্যায়ালয়টি হলো সঈদাপেট আদালত৷ এটি সঈদাপেট বাস ডিপোর নিকট অবস্থিত৷ মাদ্রাজ শহরাাভিত্তিক জেলা গঠনের আগে সঈদাপেট ছিলো চিঙ্গলপৎ (বর্তমান নাম চেঙ্গলপট্টু) জেলার প্রশাসনিক সদর৷ এই লোকালয়ে রয়েছে চেন্নাই শহরতলি রেলওয়ের অন্তর্গত সঈদাপেট রেলওয়ে স্টেশন৷
সঈদাপেট சைதாப்பேட்டை | |
---|---|
চেন্নাইয়ের অঞ্চল | |
স্থানাঙ্ক: ১৩°০১′২৫″ উত্তর ৮০°১৩′২৫″ পূর্ব / ১৩.০২৩৫° উত্তর ৮০.২২৩৭° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | তামিলনাড়ু |
জেলা | চেন্নাই জেলা |
মহানগর | চেন্নাই |
সরকার | |
• শাসক | চেন্নাই পুরসভা |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৬০০০১৫ |
যানবাহন নিবন্ধন | TN-09 (টিএন-০৯) TN-17 (টিএন-১৭) |
নগর পরিকল্পনা | সিএমডিএ |
সিভিক এজেন্সি | চেন্নাই পুরসভা |
ওয়েবসাইট | www |
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সঈদাপেট দখল করলে তারা এটিকে তৎকালীন চিঙ্গলপৎ জেলার সদরে পরিণত করেন৷ পরে এই জেলাকে সঈদাপেট ও কাঞ্চীপুরম এই দুটি স্বাস্থ্য জেলায় ভাগ করা হয়৷ সঈদাপেটের ল্যান্ডমার্ক নির্মাণটি হলো পানাগল বিল্ডিং৷
জনতত্ত্ব
সম্পাদনাবছর | জন. | ±% |
---|---|---|
১৮৮১ | ১০,২৯০ | — |
১৮৯১ | ৫,৭০২ | −৪৪.৬% |
১৯০১ | ১৪,২৫৪ | +১৫০% |
১৯১১ | ১৫,৬৩৫ | +৯.৭% |
১৯২১ | ২৭,৪০৪ | +৭৫.৩% |
১৯৩১ | ৩৩,০৩৭ | +২০.৬% |
১৯৪১ | ৪১,৩৪৭ | +২৫.২% |
উৎস:
|
ইতিহাস
সম্পাদনামারাইমালাই আদিগল উড়ালপুর (পূর্ব নাম মার্মালং ব্রিজ) আদিয়ার নদীর উত্তর ও দক্ষিণের জনপদকে যুক্ত করেছে৷ ১৭২৬ খ্রিস্টাব্দে কোজা পেট্রাস উসকান এই উড়ালপুর নির্মাণ করান, ১৯৬০ এর দশকে এর পুনর্নবীকরণ ঘটে৷
সপ্তদশ শতাব্দী থেকে চিঙ্গলপতের জায়গীর সহ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সঈদাপেটের ওপর আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়৷ ১৮৫৯ থেকে ১৯৪৭ অবধি এটি ছিলো ব্রিটিশ ভারতে চিঙ্গলপৎ জেলার সদর,[২] পরে তা চেঙ্গলপট্টু শহরে স্থানান্তরিত করা হয়৷ ১৯৪৫-৪৬ এর সময়ে সঈদাপেটকে চেন্নাই শহরের অন্তর্ভুক্ত করে পৌর পরিষেবা প্রদান করার কাজ শুরু হয়৷ ১৯৯০ পর্যন্ত এখানকার বৃহত্তর তাঁতি সমাজ প্রদেশের বস্ত্রশিল্পে বড় অবদান রাখতেন৷
পরিবহন
সম্পাদনারেলওয়ে স্টেশন
সম্পাদনাদক্ষিণ রেলের চেন্নাই শহরতলি রেলপথের সঈদাপেট স্টেশনটি গিণ্ডি ও মহাবিল্বম রেলস্টেশনের মধ্যবর্তী৷
বাস পরিষেবা
সম্পাদনাআন্না সালাইয়ের ওপর সঈদাপেটে রয়েছে চেন্নাই এমটিসি-এর একটি বাস টার্মিনাস৷
মেট্রো রেল
সম্পাদনা২০১৯ খ্রিস্টাব্দের পর্যায়ে সঈদাপেটে একটি মেট্রো স্টেশন নির্মিত হয়৷ এটি চেন্নাই মেট্রোর নীল লাইনের অন্তর্গত৷
উপাসনালয়
সম্পাদনা- কারণীশ্বর মন্দির
- প্রসন্ন বেঙ্কটেশ পেরুমাল মন্দির
- সুব্রহ্মণ্যস্বামী মন্দির
- সৌন্দরেশ্ববর মন্দির
- দস্তগীর সাহেব জামা মসজিদ
- চিন্নামালাই গির্জা[৩]
- সিএসআই সেন্ট থমাস চার্চ[৪]
রাজনীতি
সম্পাদনাসঈদাপেট বিধানসভা কেন্দ্রটি চেন্নাই দক্ষিণ লোকসভা কেন্দ্রের অন্তর্গত৷[৫] করুণানিধি মুথুবেল এক কালে এই বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন৷
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Census of India, 1961। Government of India। ১৯৬১।
- ↑ ইম্পেরিয়াল গেজেটিয়ার অব ইন্ডিয়া. Vol. 10: Central Provinces to Coopta. New edition. Clarendon Press, Oxford 1908, p. 252–268
- ↑ http://www.nlag.in
- ↑ "Archived copy"। ২০১৩-০৩-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-১২-১৭।
- ↑ "List of Parliamentary and Assembly Constituencies" (পিডিএফ)। Tamil Nadu। Election Commission of India। ২০০৬-০৫-০৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১০-০৮।