নন্দনম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলার একটি অঞ্চল৷ এটি একটি সদাব্যস্ত লোকালয় এবং বহু অর্থনৈতিক প্রতিষ্ঠানের দপ্তর ও অফিস৷ শান্ত পরিবেশ ও পরিচ্ছন্নতার জন্য লোকালয়টি যথেষ্ট পরিচিত৷ ১৯০১ খ্রিস্টাব্দে নন্দনম আর্টস কলেজ বা নন্দনম কলাবিভাগ মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়৷[১] আন্না সালাইয়ের ওপর নন্দনম জংশন চেন্নাইয়ের অন্যতম ব্যস্ত জংশন৷ নন্দনমের ডাক সূচক সংখ্যা ৬০০০১৫ ও ৬০০০৩৫৷[২]

নন্দনম
நந்தனம்
চেন্নাইয়ের অঞ্চল
আদিয়ার নদীর উত্তর প্রান্তে অবস্থিত নন্দনম ও দক্ষিণ প্রান্তে অবস্থিত কোট্টুরপুরম
আদিয়ার নদীর উত্তর প্রান্তে অবস্থিত নন্দনম ও দক্ষিণ প্রান্তে অবস্থিত কোট্টুরপুরম
নন্দনম চেন্নাই-এ অবস্থিত
নন্দনম
নন্দনম
নন্দনম তামিলনাড়ু-এ অবস্থিত
নন্দনম
নন্দনম
স্থানাঙ্ক: ১৩°০১′৪৮″ উত্তর ৮০°১৪′৩০″ পূর্ব / ১৩.০৩০১° উত্তর ৮০.২৪১৬° পূর্ব / 13.0301; 80.2416
রাষ্ট্র ভারত
রাজ্যতামিলনাড়ু
জেলাচেন্নাই
মহানগরচেন্নাই
ওয়ার্ড১১৬
তালুকমহাবিল্বম-গিণ্ডি
ভাষা
 • দাপ্তরিকতামিল
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৬০০০১৫, ৬০০০৩৫
লোকসভা নির্বাচন কেন্দ্রচেন্নাই মধ্য
বিধানসভা নির্বাচন কেন্দ্রআয়িরম বিলকু

ইতিহাস সম্পাদনা

১৮৩৬ খ্রিস্টাব্দে মাদ্রাজ উচ্চ আদালতের প্রধান বিচারপতি জন গ্যাম্বিয়ার পূর্বতন জমিদারের থেকে এই স্থিন কিনে নেন৷ ১৮৫০ খ্রিস্টাব্দে তিনি চেন্নাই থেকে পদবদল করে চলে গেলে এটি "গ্যাম্বিয়ার'স গার্ডেন" নামে পরিচিত হয়৷ ১৯৫০ খ্রিস্টাব্দে চক্রবর্তী রাজাগোপালাচারীর মূখ্যমন্ত্রীত্বে চেন্নাইতে আবাসন ক্ষেত্রে উন্নতিসাধন সম্পন্ন হলে গ্যাম্বিয়ার'স গার্ডেন নন্দনমে পরিণত হয়৷

পরিবহন সম্পাদনা

বাস সম্পাদনা

আন্না সালাইয়ের ওপর নন্দনম বাস স্টপ রয়েছে, শহরের বিভিন্ন প্রান্তে যাওয়ার সরাসরি বাস পরিষেবা রয়েছে নন্দনম থেকে৷

রেলওয়ে সম্পাদনা

চেন্নাই শহরতলি রেলওয়ের মাম্বলমসঈদাপেট রেলওয়ে স্টেশন নন্দনমের নিকটবর্তী৷

মেট্রো সম্পাদনা

চেন্নাই মেট্রোর নীল লাইনে রয়েছে নন্দনম মেট্রো স্টেশন৷

রাজনীতি সম্পাদনা

নন্দনম চেন্নাই মধ্য লোকসভা কেন্দ্রের[৩] থাউজেন্ড লাইটস (আয়িরম বিলকু) বিধানসভা কেন্দ্রের অন্তর্গত৷

তথ্যসূত্র সম্পাদনা