পেরুঙ্গুড়ি
পেরুঙ্গুড়ি দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলার একটি অঞ্চল৷ এটি মূলত দক্ষিণ চেন্নাইয়ের একটি লোকালয়৷ চেন্নাইয়ের আদিয়ার থেকে এর দূরত্ব দক্ষিণে প্রায় ১০ কিলোমিটার (৬.২ মা)৷ এর দুই দিকে রয়েছে রাজীব গান্ধী সালাই এবং পেরুঙ্গুড়ি হ্রদ৷ এর অবস্থান ওল্ড মহাবলীপুরম আইটি এক্সপ্রেসওয়ের ইনফরমেশন টেকনোলজি এস্টেটের মধ্যবর্তী৷ এটি তারামণি ও তুরাইবক্কমের মধ্যবর্তী ও ইস্ট কোস্ট রোড বরাবর কোঠিবক্কম ও পালবক্কমের সমান্তরাল৷
পেরুঙ্গুড়ি பெருங்குடி | |
---|---|
চেন্নাইয়ের অঞ্চল | |
স্থানাঙ্ক: ১২°৫৮′ উত্তর ৮০°১৫′ পূর্ব / ১২.৯৭° উত্তর ৮০.২৫° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | তামিলনাড়ু |
জেলা | চেন্নাই |
মহানগর | চেন্নাই |
সরকার | |
• শাসক | চেন্নাই পুরনিগম |
উচ্চতা | ৯ মিটার (৩০ ফুট) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ৪৩,১১১ |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৬০০০৯৬ |
যানবাহন নিবন্ধন | TN-07 (টিএন-০৭) |
লোকালয়ে নতুন আগত ও অন্তত তিনশ বছর পুরাতন বাসিন্দাদের বসবাস পাশাপাশি৷ অবস্থানগত কারণে অতি সম্প্রতি পেরুঙ্গুড়ির সক্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে৷ ২০০১ খ্রিস্টাব্দে পেরুঙ্গুড়ির জনসংখ্যা ছিলো ৮,০০০ মতো, তবে বর্তমানে এই পরিসংখ্যান বিপুল হারে বৃৃদ্ধি পেয়েছে৷ চেন্নাই আইটি কোরিডর হওয়ার ফলে এখানে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের স্থায়ী ও অস্থায়ী বসতি অধিক৷ উল্লেখ্য হারে জনবৃৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি হওয়া সত্বেও বর্জ্য, জল, রাস্তাঘাট ও বিভিন্ন নাগরিক অধিকারের ঘাটতি রয়েছে৷[১] কাঞ্চীপুরম জেলা থেকে চেন্নাইয়ে অন্তর্ভুক্ত হওয়ার পর আদিয়ার, তিরুবান্মিয়ুর ও বেলাচেরির মতো অর্থনৈতিক আইটি কোরাডরের নৈকট্যের কারণে এই লোকালয়ের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে৷
ভূগোল
সম্পাদনাপেরুঙ্গুড়ির অবস্থান ১২°৫৮′ উত্তর ৮০°১৫′ পূর্ব / ১২.৯৭° উত্তর ৮০.২৫° পূর্ব৷[২] এর গড় উচ্চতা সমুদ্রতল থেকে ৯ মিটার বা ২৯ ফুট উঁচু৷
২০১৮ খ্রিস্টাব্দের পরিসংখ্যান অনুসারে চেন্নাই শহরের গড় ১৪.৯ শতাংশ বনভূমির তুলনায় পেরুঙ্গুড়ি ক্ষেত্রের ৫.৩ শতাংশ পরিমাণ বনভূমি অঞ্চলভেদে নিম্নতর৷[৩]
জনতত্ত্ব
সম্পাদনা২০০১ খ্রিস্টাব্দে ভারতের জনগণনা অনুযায়ী পেরুঙ্গুড়ি নগর পঞ্চায়েতের জনসংখ্যা ছিলো[৪] ২৩,৪৮১ জন, যার মধ্যে পুরুষ ১২,৫০৫ ও নারী সংখ্যা ১০,৯৭৬ জন তথা প্রতি হাজার পুরুষে নারী ৮৭৮ জন৷ ছয় বৎসর অনূর্ধ্ব শিশু জনসংখ্যার ১২.২১ শতাংশ তথা ২,৮৬৭ জন, যেখানে শিশুপুত্র ১,৪৪১ ও শিশুকন্যা ১,৪২৬৷ মোট সাক্ষরতার হার ৮১.৫৩ শতাংশ, যেখানে পুরুষ সাক্ষরতার হার ৮৭.৪৫ শতাংশ ও নারী সাক্ষরতার হার ৭৪.৬৭ শতাংশ৷
পরিবহন
সম্পাদনাচেন্নাই এমটিসি বাস পরিষেবার মাধ্যমে পেরুঙ্গুড়ি চেন্নাইয়ের মেট্টুকুপ্পম, ত্যাগরায়নগর, সিরুচেরি, তিরুপোরূর, গিণ্ডি, কেলমবক্কম প্রভৃতি অঞ্চলের সাথে যুক্ত৷[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ https://www.thehindu.com/news/cities/chennai/here-civic-amenities-fall-woefully-short/article26786649.ece/amp/&ved=2ahUKEwiQ3JfNlbHvAhWxzjgGHcgdAdAQFjACegQIDRAC&usg=AOvVaw2icn8zLKxXSMKySuISboB0&cf=1
- ↑ Falling Rain Genomics, Inc - Perungudi
- ↑ Lopez, Aloysius Xavier (৩১ আগস্ট ২০১৮)। "A Rs.228-cr. project to take city's green cover to 20%"। The Hindu। Chennai: Kasturi & Sons। পৃষ্ঠা 4। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)"। Census Commission of India। ২০০৪-০৬-১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-১১-০১।
- ↑ https://chennaicitybus.in/bus-stop/perungudi/