গোপালপুরম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলার একটি মৌলিক আবাসিক অঞ্চল৷ এর উত্তর ও পূর্ব দিকে রায়পেট্টাই, দক্ষিণ-পূর্ব দিকে ময়িলাপুর, দক্ষিণ দিকে তেনামপেট ও পশ্চিম দিকে আয়িরমবিলকু বা থাউজেণ্ড লাইটস রয়েছে৷ চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই লোকালয়ের দূরত্ব ১৭ কিলোমিটার আবার চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন ৩ কিলোমিটার (১.৯ মা) দূরে উত্তর-পূর্ব দিকে অবস্থিত৷ এই ডা. রাধাকৃৃৃষ্ণণ সালাই এবং আন্না সালাইয়ের মধ্যবর্তী৷ আব্বাই ষণ্মুখম রোডও গোপালপুরম অতিক্রম করে৷ এই লোকালয়টি চেন্নাই মধ্য লোকসভা কেন্দ্রের অন্তর্গত৷

গোপালপুরম
கோபாலபுரம்
চেন্নাইয়ের অঞ্চল
গোপালপুরম চেন্নাই-এ অবস্থিত
গোপালপুরম
গোপালপুরম
গোপালপুরম তামিলনাড়ু-এ অবস্থিত
গোপালপুরম
গোপালপুরম
তামিলনাড়ু তথা চেন্নাইতে অবস্থান
স্থানাঙ্ক: ১৩°০৩′০০″ উত্তর ৮০°১৫′৩০″ পূর্ব / ১৩.০৫° উত্তর ৮০.২৫৮২° পূর্ব / 13.05; 80.2582
রাষ্ট্র ভারত
রাজ্যতামিলনাড়ু
জেলাচেন্নাই
মহানগরচেন্নাই
জনসংখ্যা
 • মোট৩৫,৩৫৯[১]
ভাষা
 • দাপ্তরিকতামিল
সময় অঞ্চলভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০)
পিন৬০০০৮৬[২]
যানবাহন নিবন্ধনTN-06 (টিএন-০৬)

গুরুত্বপূর্ণ স্থান সম্পাদনা

চিত্রশালা সম্পাদনা

তথ্যসূত্র সম্পাদনা