চুনারুঘাট সরকারি কলেজ

বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাতয় অবস্থিত একটি কলেজ ।

চুনারুঘাট সরকারি কলেজ বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত একটি সরকারি কলেজ। এই কলেজটিতে উচ্চ মাধ্যমিক, স্নাতক (ডিগ্রি), ও স্নাতক (সম্মান) পড়ানো হয়।[১][২]

চুনারুঘাট সরকারি কলেজ
চুনারুঘাট সরকারি কলেজের লোগো.jpg
চুনারুঘাট সরকারি কলেজ, চুনারুঘাট
নীতিবাক্যশিক্ষাই আলো
ধরনসরকারি
প্রতিষ্ঠাতা১৯৭৩
অধিভুক্তিজাতীয় বিশ্ববিদ্যালয় (বিশ্ববিদ্যালয় শাখা), সিলেট শিক্ষা বোর্ড (কলেজ শাখা)
অধ্যক্ষঅসিত কুমার পাল
সনাক্তকরণ নম্বর১৪৭৯৭৬
শিক্ষার্থী৫০০০ জন (প্রায়)
স্নাতকবি.এ., বি.এস.এস., বি.বি.এ., বি.এসসি
অবস্থান
২৪°১২′৩৩″ উত্তর ৯১°৩১′২৭″ পূর্ব / ২৪.২০৯৩° উত্তর ৯১.৫২৪৩° পূর্ব / 24.2093; 91.5243
শিক্ষাঙ্গনশহুরে
ভাষাবাংলা, ইংরেজি
একাডেমিক বিভাগ
পোশাকের রঙ         
সংক্ষিপ্ত নামCGC, চু.স.ক.
ক্রীড়ারাগবি, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, ভলিবল, দাবা, হকি, ব্যাডমিন্টন
মানচিত্র

ইতিহাসসম্পাদনা

বাংলাদেশের একটি প্রাচীনতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এটি। ১৬ ফেব্রুয়ারি ২০১৭ থেকে কলেজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। বাংলাদেশের একটি প্রাচীনতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এটি বাংলাদেশের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত। ১ মার্চ, ১৯৮০ সালে কলেজটি সরকারি করণ করা হয়।

শিক্ষা কার্যক্রমসম্পাদনা

চুনারুঘাট সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক ও স্নাতক (পাশ) শ্রেণিতে পাঠদান করা হয়। উচ্চ মাধ্যমিক ও ডিগ্রি শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা - তিনটি শাখায় শিক্ষার্জনের সুযোগ রয়েছে। উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ২২টি বিষয়ে পাঠদান করা হয় এবং স্নাতক (সম্মান) শ্রেণিতে ১২টি বিষয়ে শিক্ষাদান করা হয়।

বিভাগ ও অনুষদসমূহসম্পাদনা

উচ্চ মাধ্যমিকসম্পাদনা

এই কলেজে এস.এস.সি. পরীক্ষার ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ দেয়া হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষা (এইচ,এস,সি) কার্যক্রম সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়।

স্নাতক (পাশ) শ্রেণীতে পঠিত বিষয়/বিভাগ সমূহসম্পাদনা

স্নাতক (পাস) কোর্স

  • বাংলা বিভাগ
  • ইংরেজি বিভাগ
বি.এ. (পাস) কোর্স
  • ইতিহাস বিভাগ
  • ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
  • দর্শন বিভাগ
  • অর্থনীতি বিভাগ
  • সমাজকল্যাণ বিভাগ
  • রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
  • ইসলামী শিক্ষা বিভাগ
বি.এস.এস. (পাস) কোর্স
  • অর্থনীতি বিভাগ
  • রাষ্ট্রবিজ্ঞান বিভাগ
  • সমাজকল্যাণ বিভাগ
  • ইতিহাস বিভাগ
  • ইসলামের ইতিহাস বিভাগ
  • ইসলামী শিক্ষা বিভাগ
  • দর্শন বিভাগ
বি.বি.এস (পাস) ব্যবসায় শিক্ষা কোর্স
  • হিসাববিজ্ঞান বিভাগ
  • ব্যবস্থাপনা বিভাগ
  • মার্কেটিং বিভাগ
  • অর্থনীতি বিভাগ

সহশিক্ষা কার্যক্রমসম্পাদনা

শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বিভিন্ন শিক্ষামূলক কাজে নিজেকে সমৃদ্ধ করা সুযোগ রয়েছে।

  • রোভার ডেন
  • সাংস্কৃতিক সংগঠন

অর্জন সমূহসম্পাদনা

  • চ্যাম্পিয়ন, প্রকল্প প্রদশর্ন, উপজেলা পর্যায়, ৪২ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, ২০২১।

আরও দেখুনসম্পাদনা

তথ্যসূত্রসম্পাদনা

  1. "এক নজরে চুনারুঘাট"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৩ জুন ২০১৯। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯ 
  2. "হবিগঞ্জের শিক্ষাঙ্গন-চুনারুঘাট"হবিগঞ্জ ইনফো। ১৩ নভেম্বর ২০১৩। ১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুলাই ২০১৯