হকি দুই দলের মধ্যে খেলা হয় এমন খেলার গোত্রীয় একটি খেলা।

হকি
Field hockey.jpg
ফিল্ড হকি খেলার দৃশ্য
সর্বোচ্চ ক্রীড়া পরিচালনা সংস্থাআন্তর্জাতিক হকি ফেডারেশন
উপনামহকি
বৈশিষ্ট্যসমূহ
শারীরিক সংস্পর্শহ্যাঁ
দলের সদস্য১১জন খেলোয়াড় (প্রতি দলে)
ধরনবহিঃ বা অন্তঃ
খেলার সরঞ্জামহকি বল
প্রচলন
অলিম্পিক১৯০৮, ১৯২০, ১৯২৮-বর্তমান

উপধরনসম্পাদনা

ফিল্ড হকিসম্পাদনা

ফিল্ড হকি নুড়ি, প্রাকৃতিক ঘাস, বালি বা পানি আচ্ছাদিত কৃত্রিম মাটির উপর ৭৩ মিলিমিটার পরিসীমা বিশিষ্ট ছোট ও শক্ত বল দিয়ে খেলা হয়। এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাআর্জেন্টিনায় পুরুষ ও নারীদের মধ্যে জনপ্রিয় একটি খেলা। বেশির ভাগ দেশেই যেকোন এক লিঙ্গের অর্থাৎ পুরুষ বা নারীদের মধ্যে আলাদা আলাদাভাবে খেলা হয়, যদিও খেলাটি দুই লিঙ্গের সমন্বয়েও খেলা যায়।

আইস হকিসম্পাদনা

আইস হকি বৃহৎ বরফাচ্ছাদিত এলাকায় তিন ইঞ্চি পরিসীমা বিশিষ্ট তাপ দিয়ে সংযুক্ত রাবার ডিস্ক দিয়ে স্কেটারদের দুই দলের মধ্যে খেলা হয়ে থাকে। এই রাবার ডিস্ককে পাক বলা হয়। এই পাকটিকে উচ্চ স্তরের খেলার পূর্বে ঠাণ্ডা করা হয় যাতে এর বাউন্সিংয়ের মাত্রা কমে ও বরফে ঘর্ষণ কম হয়। এই খেলাটি উত্তর আমেরিকা ও ইউরোপের সর্বত্র এবং বিশ্বের অন্যান্য দেশে বিভিন্ন মাত্রায় খেলা হয়। এই খেলাটি কানাডা, ফিনল্যান্ড, লাটভিয়া, চেক প্রজাতন্ত্রস্লোভাকিয়ায় সবচেয়ে জনপ্রিয়। আইস হকি লাটভিয়ার জাতীয় খেলা[১] এবং কানাডার শীতকালীন জাতীয় খেলা।[২]

তথ্যসূত্রসম্পাদনা

  1. (লাতভীয়) "Nacionālie sporta veidi..."। সংগ্রহের তারিখ ১১ জানুয়ারি ২০১৮ 
  2. Branch, Legislative Services। "Consolidated federal laws of canada, National Sports of Canada Act"laws-lois.justice.gc.ca