গোপীনাথপুর ইউনিয়ন, কসবা
গোপীনাথপুর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলার একটি ইউনিয়ন।
গোপীনাথপুর | |
---|---|
ইউনিয়ন | |
৬নং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ | |
বাংলাদেশে গোপীনাথপুর ইউনিয়ন, কসবার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৫′৪৯″ উত্তর ৯১°১১′১২″ পূর্ব / ২৩.৭৬৩৬১° উত্তর ৯১.১৮৬৬৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | কসবা উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | মিজানুর রহমান |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৬০ |
আয়তন
সম্পাদনাগোপীনাথপুর ইউনিয়নের আয়তন ৭,৬০৯ একর (৩০.৭৯ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গোপীনাথপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৫,৬৬৭ জন। এর মধ্যে পুরুষ ১৭,১৮৮ জন এবং মহিলা ১৮,৪৭৯ জন। মোট পরিবার ৬,৬৯০টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,১৫৮ জন।[২]
ইতিহাস
সম্পাদনাঅবস্থান ও সীমানা
সম্পাদনাকসবা উপজেলার সর্ব-পূর্বে গোপীনাথপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে কসবা পৌরসভা ও বিনাউটি ইউনিয়ন, উত্তরে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন এবং পূর্বে ও দক্ষিণে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাগোপীনাথপুর ইউনিয়ন কসবা উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কসবা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গোপীনাথপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৫১.৭%।[১]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- প্রাথমিক বিদ্যালয়
- ভাতশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- জেঠুয়ামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- পাথারিয়াদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- ধজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- বাতানবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- খিরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- আকবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
- মাধ্যমিক বিদ্যালয়
- গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়।
- লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়।
- রামপুর উচ্চ বিদ্যালয়।
- চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়।
- মাদ্রাসা
- গোপিনাথপুর ইসলামিয়া দাখিল মাদরাসা।
- জয়নগর বিষ্ণাউরী দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা।
- কলেজ
- গোপীনাথপুর আলহাজ্ব শাহ্ আলম বিশ্ববিদ্যালয় কলেজ।
- গোপীনাথপুর মালেক জোবেদা মেডিকেল কলেজ।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনা- কসবা উপজেলা সদর থেকে মজলিসপুর হয়ে জয়নগর অভিমুখী পাকা রাস্তা ( ভায়া চন্ডিদ্বার বাজার)।
- কসবা উপজেলা সদর থেকে গুরুহিত হয়ে জেঠুয়ামুড়া বাগানবাড়ি এবং জয়নগর বাজার অভিমুখী পাকা রাস্তা।
- ইমামবাড়ী রেলস্টেশন তথা গোপীনাথপুর বাজার হয়ে চন্ডিদ্বার বাজার অভিমুখী পাকা রাস্তা।
- কসবা উপজেলা সদর থেকে চন্ডিদ্বার বাজার হয়ে বাড়াই জগন্নাথপুর ও গোসাইস্থল বাজার অভিমুখী পাকা ও কাচা পাকা রাস্তা।
- জয়নগর বাজার থেকে মধুপুর চৌমোহনী হয়ে ধজনগর অভিমুখী পাকা রাস্তা।
- জয়নগর বাজার থেকে বিষনাউড়ী হয়ে সুতারমুড়া ও সৈয়দপু অভিমুখী পাকা ও কাচা পাকা রাস্তা।
খাল ও নদী
সম্পাদনা- ফটিকছড়ি নদ।
- সরিষাঢালী বিল।
- গেসাইস্থল পদ্ম বিল।
হাট-বাজার
সম্পাদনাগোপীনাথপুর ইউনিয়নের প্রধান হাট-বাজার হলো:
- গোপীনাথপুর বাজার।
- চন্ডিদ্বার বাজার।
- জয়নগর বাজার।
- মজলিসপুর বাজার।
- রাজনগর বাজার।
- ধজনগর বাজার।
- রামপুর বাজার।
দর্শনীয় স্থান
সম্পাদনা- পদ্ম বিল।
- ইমামবাড়ি রেল স্টেশন।
- ইমাম রহমতুল্লাহৎ (রহ.) মাজার শরীফ।
- হৌরা ডাঙা বিল।
- কুমার বাড়ি।
- গোপীনাথপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ।
- লক্ষীপুর শহীদ স্মৃতি সমাধিস্থল, লক্ষীপুর।
- দয়াল বাবা সুলতান শাহ মাজার শরিফ, লক্ষীপুর।
- গোপীনাথপুর খন্দকার আশোকশাহ জামে মসজিদ ও মাজার শরিফ, মধ্যপাড়া।
- প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, জেঠুয়ামুড়া বাগানবাড়ি।
- পাথারিয়াদ্বার অপরূপ সৌন্দর্যময় পাহাড়।
- লাল শাহ দরগা (ধজনগর)।
উল্লেখযোগ্য ব্যক্তি
সম্পাদনা- আনোয়ার হোসেন – বীর উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা।
জনপ্রতিনিধি
সম্পাদনা- মিজানুর রহমান (চেয়ারম্যান)।
- জাকির হোসেন (সদস্য ১ নং ওয়ার্ড)।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |