গোপীনাথপুর ইউনিয়ন, কসবা

ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলার একটি ইউনিয়ন

গোপীনাথপুর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলার একটি ইউনিয়ন

গোপীনাথপুর
ইউনিয়ন
৬নং গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ
গোপীনাথপুর চট্টগ্রাম বিভাগ-এ অবস্থিত
গোপীনাথপুর
গোপীনাথপুর
গোপীনাথপুর বাংলাদেশ-এ অবস্থিত
গোপীনাথপুর
গোপীনাথপুর
বাংলাদেশে গোপীনাথপুর ইউনিয়ন, কসবার অবস্থান
স্থানাঙ্ক: ২৩°৪৫′৪৯″ উত্তর ৯১°১১′১২″ পূর্ব / ২৩.৭৬৩৬১° উত্তর ৯১.১৮৬৬৭° পূর্ব / 23.76361; 91.18667 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগচট্টগ্রাম বিভাগ
জেলাব্রাহ্মণবাড়িয়া জেলা
উপজেলাকসবা উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমিজানুর রহমান
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩৪৬০ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

গোপীনাথপুর ইউনিয়নের আয়তন ৭,৬০৯ একর (৩০.৭৯ বর্গ কিলোমিটার)।[]

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গোপীনাথপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৫,৬৬৭ জন। এর মধ্যে পুরুষ ১৭,১৮৮ জন এবং মহিলা ১৮,৪৭৯ জন। মোট পরিবার ৬,৬৯০টি।[] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,১৫৮ জন।[]

ইতিহাস

সম্পাদনা

অবস্থান ও সীমানা

সম্পাদনা

কসবা উপজেলার সর্ব-পূর্বে গোপীনাথপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের পশ্চিমে কসবা পৌরসভাবিনাউটি ইউনিয়ন, উত্তরে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন এবং পূর্বে ও দক্ষিণে ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।

প্রশাসনিক কাঠামো

সম্পাদনা

গোপীনাথপুর ইউনিয়ন কসবা উপজেলার আওতাধীন ৬নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কসবা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ।

শিক্ষা ব্যবস্থা

সম্পাদনা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী গোপীনাথপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৫১.৭%।[]

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
প্রাথমিক বিদ্যালয়
  • ভাতশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • জেঠুয়ামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • পাথারিয়াদ্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • ধজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • বাতানবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • খিরনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • আকবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
  • ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
মাধ্যমিক বিদ্যালয়
  • গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়।
  • লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়।
  • রামপুর উচ্চ বিদ্যালয়।
  • চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়।
মাদ্রাসা
  • গোপিনাথপুর ইসলামিয়া দাখিল মাদরাসা।
  • জয়নগর বিষ্ণাউরী দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসা।
কলেজ
  • গোপীনাথপুর আলহাজ্ব শাহ্ আলম বিশ্ববিদ্যালয় কলেজ।
  • গোপীনাথপুর মালেক জোবেদা মেডিকেল কলেজ।

যোগাযোগ ব্যবস্থা

সম্পাদনা
  1. কসবা উপজেলা সদর থেকে মজলিসপুর হয়ে জয়নগর অভিমুখী পাকা রাস্তা ( ভায়া চন্ডিদ্বার বাজার)।
  2. কসবা উপজেলা সদর থেকে গুরুহিত হয়ে জেঠুয়ামুড়া বাগানবাড়ি এবং জয়নগর বাজার অভিমুখী পাকা রাস্তা।
  3. ইমামবাড়ী রেলস্টেশন তথা গোপীনাথপুর বাজার হয়ে চন্ডিদ্বার বাজার অভিমুখী পাকা রাস্তা।
  4. কসবা উপজেলা সদর থেকে চন্ডিদ্বার বাজার হয়ে বাড়াই জগন্নাথপুর ও গোসাইস্থল বাজার অভিমুখী পাকা ও কাচা পাকা রাস্তা।
  5. জয়নগর বাজার থেকে মধুপুর চৌমোহনী হয়ে ধজনগর অভিমুখী পাকা রাস্তা।
  6. জয়নগর বাজার থেকে বিষনাউড়ী হয়ে সুতারমুড়া ও সৈয়দপু অভিমুখী পাকা ও কাচা পাকা রাস্তা।

খাল ও নদী

সম্পাদনা
  • ফটিকছড়ি নদ।
  • সরিষাঢালী বিল।
  • গেসাইস্থল পদ্ম বিল।

হাট-বাজার

সম্পাদনা

গোপীনাথপুর ইউনিয়নের প্রধান হাট-বাজার হলো:

  1. গোপীনাথপুর বাজার।
  2. চন্ডিদ্বার বাজার।
  3. জয়নগর বাজার।
  4. মজলিসপুর বাজার।
  5. রাজনগর বাজার।
  6. ধজনগর বাজার।
  7. রামপুর বাজার।

দর্শনীয় স্থান

সম্পাদনা
  • পদ্ম বিল।
  • ইমামবাড়ি রেল স্টেশন।
  • ইমাম রহমতুল্লাহৎ (রহ.) মাজার শরীফ।
  • হৌরা ডাঙা বিল।
  • কুমার বাড়ি।
  • গোপীনাথপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ।
  • লক্ষীপুর শহীদ স্মৃতি সমাধিস্থল, লক্ষীপুর।
  • দয়াল বাবা সুলতান শাহ মাজার শরিফ, লক্ষীপুর।
  • গোপীনাথপুর খন্দকার আশোকশাহ জামে মসজিদ ও মাজার শরিফ, মধ্যপাড়া।
  • প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, জেঠুয়ামুড়া বাগানবাড়ি।
  • পাথারিয়াদ্বার অপরূপ সৌন্দর্যময় পাহাড়।
  • লাল শাহ দরগা (ধজনগর)।

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

জনপ্রতিনিধি

সম্পাদনা
  • মিজানুর রহমান (চেয়ারম্যান)।
  • জাকির হোসেন (সদস্য ১ নং ওয়ার্ড)।

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯ 
  2. "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা