কসবা পৌরসভা
কসবা পৌরসভা বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত একটি পৌরসভা।
কসবা | |
---|---|
পৌরসভা | |
কসবা পৌরসভা | |
বাংলাদেশে কসবা পৌরসভার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৫′২″ উত্তর ৯১°৮′৪৪″ পূর্ব / ২৩.৭৫০৫৬° উত্তর ৯১.১৪৫৫৬° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | কসবা উপজেলা |
প্রতিষ্ঠাকাল | ১৯৯৯ |
সরকার | |
• পৌর মেয়র | মোঃ গোলাম হাক্কানী (আওয়ামী লীগ) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৬০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন
সম্পাদনাকসবা পৌরসভার আয়তন ৩,৮৭০ একর (১৫.৬৬ বর্গ কিলোমিটার।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কসবা পৌরসভার মোট জনসংখ্যা ৪০,৪১৬ জন। এর মধ্যে পুরুষ ১৯,৭৪৯ জন এবং মহিলা ২০,৬৬৭ জন। মোট পরিবার ৭,৭৫৭টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ২,৫৮১ জন।[২]
অবস্থান ও সীমানা
সম্পাদনাকসবা উপজেলার মধ্যাংশে কসবা পৌরসভার অবস্থান। এ পৌরসভার দক্ষিণে কায়েমপুর ইউনিয়ন, পশ্চিমে কসবা পশ্চিম ইউনিয়ন, উত্তরে বিনাউটি ইউনিয়ন এবং পূর্বে গোপীনাথপুর ইউনিয়ন ও ভারতের ত্রিপুরা প্রদেশ অবস্থিত।
ইতিহাস
সম্পাদনাকসবা উপজেলার ৭নং কসবা ইউনিয়নের পূর্বাংশ নিয়ে কসবা পৌরসভা প্রতিষ্ঠিত হয়।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাকসবা পৌরসভা একটি 'গ' শ্রেণীর পৌরসভা। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম কসবা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ। এটি ৯টি ওয়ার্ডে বিভক্ত। ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার এলাকাসমূহ হল:[২][৩]
ওয়ার্ড নং | আওতাধীন এলাকা |
---|---|
১নং ওয়ার্ড | শাহপুর (আংশিক), তিলারপাড়, উলুছড়া |
২নং ওয়ার্ড | গুরিয়ারূপ, শাহপুর (আংশিক) |
৩নং ওয়ার্ড | তালতলা, নিতাইনগর, জগতপুর |
৪নং ওয়ার্ড | আড়াইবাড়ী (আংশিক), বাঘাইয়া, বিশারাবাড়ী, কসবা পশ্চিম (আংশিক), শালিকপাড়া |
৫নং ওয়ার্ড | আড়াইবাড়ী (আংশিক), গুরুহিত, ফুলতলী, কসবা সদর (আংশিক), শীতলপাড়া, তেতৈয়া |
৬নং ওয়ার্ড | আকুবপুর, আতকাপাড়া, চড়নাল, নোয়াপাড়া, গুরুহিত (আংশিক), মির পুকুরপাড় |
৭নং ওয়ার্ড | কসবা (আংশিক), খারপাড়া (আংশিক), তারাপুর, সাহাপাড়া, কল্যাণ সাগরের চারপাশ |
৮নং ওয়ার্ড | কসবা সদরপাড়া, ইমামপাড়া, কর্মকারপাড়া, কালিকাপুর, খারপাড়া (আংশিক), মরা পুকুরপাড় |
৯নং ওয়ার্ড | বগাবাড়ি, কাঞ্চনমুড়ি, হাঁকর, পানাইয়ার পাড়, কৃষ্ণপুর |
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কসবা পৌরসভার সাক্ষরতার হার ৪৪.৭%।[১]
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাকসবায় সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা রয়েছে।সড়ক পথে এটি কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সাথে যুক্ত হয়েছে।রেলপথে ঢাকা,চট্টগ্রাম ও সিলেটের সাথে যোগাযোগ রয়েছে।নিম্নে কসবা রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি দেয় এমন আন্তনগর ট্রেনের নাম দেওয়া হলো: ১.মহানগর এক্সপ্রেস ( ট্রেন নং ৭২১/৭২২) ২.চট্টলা এক্সপ্রেস ( ট্রেন নং ৮০১/৮০২) ৩.উপকূল এক্সপ্রেস (ট্রেন নং ৭১১/৭১২) ৪. পাহাড়িকা এক্সপ্রেস (ট্রেন নং৭১৯/৭২০)
জনপ্রতিনিধি
সম্পাদনাকসবা পৌরসভার বর্তমান মেয়র হচ্ছেন গোলাম হাক্কানী। কাউন্সিলরগণ ১। জনাবা মাহমুদা জাহান, সংরক্ষিত আসন,১.২.৩ নং ওয়ার্ড, কসবা পৌরসভা। ২। জনাবা লুৎফুন নাহার রীনা, সংরক্ষিত আসন,৪.৫.৬ নং ওয়ার্ড, কসবা পৌরসভা। ৩। জনাবা সালমা, সংরক্ষিত আসন,৭.৮.৯ নং ওয়ার্ড, কসবা পৌরসভা। ৪। জনাব হোসেন সহিদ ফারুক,কাউন্সিলর,ওয়ার্ড নং-০১কসবা পৌরসভা। ৫। জনাব আবদুর রউফ,কাউন্সিলর,ওয়ার্ড নং-০২কসবা পৌরসভা। ৬। জনাব মো: এনামুল হক ভূইয়া,কাউন্সিলর,ওয়ার্ড নং-০৩কসবা পৌরসভা। ৭। জনাব নুরুল ইসলাম,কাউন্সিলর,ওয়ার্ড নং-০৪কসবা পৌরসভা। ৮। জনাব রঙ্গু মিয়া,কাউন্সিলর,ওয়ার্ড নং-০৫কসবা পৌরসভা। ৯। জনাব মো: তাহের ,কাউন্সিলর,ওয়ার্ড নং-০৬কসবা পৌরসভা। ১০। জনাব মো: আবু জাহের ,কাউন্সিলর,ওয়ার্ড নং-০৭কসবা পৌরসভা। ১১। জনাব কামাল সরকার ,কাউন্সিলর,ওয়ার্ড নং-০৮,কসবা পৌরসভা। ১২। জনাব মো: জাহাঙ্গীর আলম ,কাউন্সিলর,ওয়ার্ড নং-০৯,কসবা পৌরসভা।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ ক খ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২৩ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১৯।
৪.অফিসিয়াল ওয়েবসাইট কসবা উপজেলা