কায়েমপুর ইউনিয়ন, কসবা
কায়েমপুর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত কসবা উপজেলার একটি ইউনিয়ন।
কায়েমপুর | |
---|---|
ইউনিয়ন | |
![]() | |
বাংলাদেশে কায়েমপুর ইউনিয়ন, কসবার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪২′৮″ উত্তর ৯১°৭′১৩″ পূর্ব / ২৩.৭০২২২° উত্তর ৯১.১২০২৮° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | চট্টগ্রাম বিভাগ |
জেলা | ব্রাহ্মণবাড়িয়া জেলা |
উপজেলা | কসবা উপজেলা ![]() |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩৪৬০ |
আয়তন
সম্পাদনাকায়েমপুর ইউনিয়নের আয়তন ৪,৮২৭ একর (১৯.৫৩ বর্গ কিলোমিটার)।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কায়েমপুর ইউনিয়নের মোট জনসংখ্যা ৩৩,১১৯ জন। এর মধ্যে পুরুষ ১৫,৬৭০ জন এবং মহিলা ১৭,৪৪৯ জন। মোট পরিবার ৬,৪০৭টি।[১] জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১,৬৯৫ জন।[২]
ইতিহাস
সম্পাদনাঅবস্থান ও সীমানা
সম্পাদনাকসবা উপজেলার দক্ষিণাংশে কায়েমপুর ইউনিয়নের অবস্থান। এ ইউনিয়নের উত্তরে কসবা পৌরসভা ও কসবা পশ্চিম ইউনিয়ন, উত্তর-পশ্চিমে কুটি ইউনিয়ন, পশ্চিমে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়ন ও চান্দলা ইউনিয়ন, দক্ষিণ-পশ্চিমে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন, দক্ষিণ-পূর্বে বায়েক ইউনিয়ন এবং পূর্বে ভারতের ত্রিপুরা রাজ্য অবস্থিত।
প্রশাসনিক কাঠামো
সম্পাদনাকায়েমপুর ইউনিয়ন কসবা উপজেলার আওতাধীন ৯নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম কসবা থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৪৬নং নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-৪ এর অংশ।
শিক্ষা ব্যবস্থা
সম্পাদনা২০১১ সালের আদমশুমারি অনুযায়ী কায়েমপুর ইউনিয়নের সাক্ষরতার হার ৪৯.৪%।[১]
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাকায়েমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়
নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
পানিয়ারুপ সরকারি প্রাথমিক বিদ্যালয়
আকছিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
কায়েমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
কামালপুর হাজী মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়
মইনপুর আজহারুল ইসলাম মহিলা দাখিল মাদ্রাসা
মইনপুর মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা
শ্রীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা
কসবা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, কামালপুর, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
সিরাজুল হক স্কুল এন্ড কলেজ, পানিয়ারূপ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
কালতা আজহারুল ইসলাম উচ্চ বিদ্যালয়
মইনপুর উচ্চ বিদ্যালয়
কায়েমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাখাল ও নদী
সম্পাদনাকায়েমপুর ইউনিয়নের বুক চিরে বিজনী নদী প্রবাহমান।
হাট-বাজার
সম্পাদনা- পানিয়ারুপ বাজার
- মঈনপুর বাজার
- মন্দবাগ বাজার
- হাদিস মার্কেট
- কায়েমপুর বাজার
- কালতা বাজার
- কামালপুর সিঙ্গাপুর মার্কেট
দর্শনীয় স্থান
সম্পাদনাদর্শনীয় স্থান হিসেবে আছে চকবস্তা, কালতা ও দিঘীরপাড় এলাকায় বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন কিছু টিলা পাহাড়, বাংলাদেশ রেলওয়ের আখাউড়া- লাকসাম সেকশন, মন্দভাগ রেলওয়ে স্টেশন।
আর কিছু না পেলে কামালপুর সুবিধাপুর চলে এসো..
জনপ্রতিনিধি
সম্পাদনাআরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "ইউনিয়ন পরিসংখ্যান সংক্রান্ত জাতীয় তথ্য" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ৮ ডিসেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
- ↑ "ব্রাহ্মণবাড়িয়া জেলার তথ্য উপাত্ত" (পিডিএফ)। web.archive.org। Wayback Machine। Archived from the original on ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ৫ ডিসেম্বর ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনাবাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |