গুলজারিলাল নন্দা

ভারতের প্রধানমন্ত্রী (২ বার)
(গুলজারিলাল নন্দ থেকে পুনর্নির্দেশিত)

গুলজারিলাল নন্দা (৪ জুলাই, ১৮৯৮ - ১৫ জানুয়ারি, ১৯৯৮)[][] ছিলেন একজন ভারতীয় রাজনীতিবিদ এবং অর্থনীতিবিদ ছিলেন। তিনি শ্রম বিষয়ক বিশেষজ্ঞ ছিলেন। ১৯৬৪ সালে জওহরলাল নেহেরু এবং ১৯৬৬ সালে লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর পর তিনি দু'বার স্বল্প সময়ের জন্য ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। ক্ষমতাসীন ভারতীয় জাতীয় কংগ্রেসের সংসদীয় দল নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত করার পরে তার উভয় মেয়াদের অবসান ঘটে। ১৯৯৭ সালে তাঁকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়।

গুলজারিলাল নন্দা
২য় ভারতের প্রধানমন্ত্রী
(ভারপ্রাপ্ত)
কাজের মেয়াদ
১১ জানুয়ারি ১৯৬৬ – ২৪ জানুয়ারি ১৯৬৬
রাষ্ট্রপতিসর্বপল্লী রাধাকৃষ্ণণ
পূর্বসূরীলাল বাহাদুর শাস্ত্রী
উত্তরসূরীইন্দিরা গান্ধী
কাজের মেয়াদ
২৭ মে ১৯৬৪ – ৯ জুন ১৯৬৪
রাষ্ট্রপতিসর্বপল্লী রাধাকৃষ্ণণ
পূর্বসূরীজওহরলাল নেহেরু
উত্তরসূরীলাল বাহাদুর শাস্ত্রী
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
কাজের মেয়াদ
২৯ আগস্ট ১৯৬৩ – ১৪ নভেম্বর ১৯৬৬
প্রধানমন্ত্রীজওহরলাল নেহেরু
লাল বাহাদুর শাস্ত্রী
ইন্দিরা গান্ধী
পূর্বসূরীলাল বাহাদুর শাস্ত্রী
উত্তরসূরীযশবন্তরাও চবন
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৮৯৮-০৭-০৪)৪ জুলাই ১৮৯৮
শিয়ালকোট, পাঞ্জাব, ব্রিটিশ ভারত
(বর্তমান: পাঞ্জাব প্রদেশ, পাকিস্তান)
মৃত্যু১৫ জানুয়ারি ১৯৯৮(1998-01-15) (বয়স ৯৯)
আহমেদাবাদ, গুজরাত, ভারত
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
দাম্পত্য সঙ্গীলক্ষ্মী
সন্তান২ পুত্র এবং ১ কন্যা
প্রাক্তন শিক্ষার্থীএলাহাবাদ বিশ্ববিদ্যালয়
পুরস্কারভারতরত্ন (১৯৯৭)

প্রাথমিক জীবন

সম্পাদনা

নন্দা ১৮৯৮ সালের ৪ জুলাই শিয়ালকোট পাঞ্জাব, ব্রিটিশ ভারত একটি পাঞ্জাবি হিন্দু খত্রী পরিবারে জন্মগ্রহণ করেন।[] ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর শিয়ালকোট পরে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ এর একটি অংশ হয়ে ওঠে। নন্দা লাহোর, অমৃতসর, আগ্রা এবং এলাহাবাদ শিক্ষা লাভ করেন।

তিনি ১৯২১ সালে মহাত্মা গান্ধীর সাথে দেখা করেন, যেখানে তিনি তার অনুরোধে গুজরাটে স্থায়ী হন [তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Rediff on the NeT: Former PM Gulzarilal Nanda dead"Rediff.com। সংগ্রহের তারিখ ২০১৫-০৫-২৫ 
  2. Disha Experts (১০ জুলাই ২০১৭)। General Awareness for SSC Exams - CGL/ CHSL/ MTS/ GD Constable/ Stenographer। Disha Publications। পৃষ্ঠা 2। আইএসবিএন 978-93-86323-29-3 
  3. Puri, Baij Nath (১৯৮৮)। The Khatris, a Socio-cultural Study (ইংরেজি ভাষায়)। M.N. Publishers and Distributors। 

বহিঃসংযোগ

সম্পাদনা