কোরাস (১৯৭৪-এর চলচ্চিত্র)
মৃণাল সেন পরিচালিত ১৯৭৪ সালের একটি বাংলা চলচ্চিত্র
কোরাস হলো ১৯৭৪ সালে মুক্তি প্রাপ্ত বাংলা ভাষার একটি ভারতীয় উল্লেখযোগ্য চলচ্চিত্র।[১] এই চলচ্চিত্রটি মৃণাল সেন প্রযোজনা করেছিলেন এবং পরিচালনাও করেছিলেন[২]। এটি ৯ম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গৃহীত হয় এবং ওখানে এটি একটি রৌপ্য পুরস্কার পায়। [৩]
কোরাস | |
---|---|
পরিচালক | মৃণাল সেন |
প্রযোজক | মৃণাল সেন |
রচয়িতা | মোহিত চট্টোপাধ্যায়, গোলাম কুদ্দুস, মৃণাল সেন |
শ্রেষ্ঠাংশে | উৎপল দত্ত অসিত বন্দ্যোপাধ্যায় সেখর চ্যাটার্জি শুভেন্দু চ্যাটার্জি রবি ঘোষ |
সুরকার | আনন্দ শঙ্কর |
চিত্রগ্রাহক | কে কে মহাজন |
মুক্তি |
|
দেশ | ভারত |
ভাষা | বাংলা |
কলাকুশলী
সম্পাদনা- উৎপল দত্ত
- অসিত বন্দ্যোপাধ্যায়
- সেখর চ্যাটার্জি
- রবি ঘোষ
- দিলীপ রায়
- হারাধন ব্যানার্জী
- অজয় ব্যানার্জি
- শুভেন্দু চ্যাটার্জি
- গীতা সেন
- রসরাজ চক্রবর্তী
- সুপান্থ ভট্টাচার্য
পুরস্কার
সম্পাদনা- শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার
- শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার ( কালো-সাদা ) - কে কে মহাজন
- শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান - আনন্দশঙ্কর
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Chorus (1974) - Review, Star Cast, News, Photos"। Cinestaan। ২০২০-০৮-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৬।
- ↑ "Chorus (1974)"। Indiancine.ma। সংগ্রহের তারিখ ২০২৩-০১-২৫।
- ↑ "9th Moscow International Film Festival (1975)"। MIFF। ১৬ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-০১-০৫।