কুড়িগ্রাম শাটল
কুড়িগ্রাম সাটল বাংলাদেশ রেলওয়ের অধীনে চলা একটি সাটল ট্রেন।
সংক্ষিপ্ত বিবরণ | |
---|---|
পরিষেবা ধরন | শাটল ট্রেন |
বর্তমান পরিচালক | বাংলাদেশ রেলওয়ে |
যাত্রাপথ | |
শুরু | লালমনিরহাট রেলওয়ে স্টেশন |
শেষ | কুড়িগ্রাম রেলওয়ে স্টেশন |
যাত্রাপথের সেবা | |
শ্রেণী | আছে |
আসন বিন্যাস | আছে |
ঘুমানোর ব্যবস্থা | নাই |
অটোরেক ব্যবস্থা | নাই |
খাদ্য সুবিধা | নাই |
পর্যবেক্ষণ সুবিধা | আছে |
বিনোদন সুবিধা | আছে |
মালপত্রের সুবিধা | আছে |
কারিগরি | |
ট্র্যাক গেজ | ১,০০০ মিলিমিটার (৩ ফুট ৩ ৩⁄৮ ইঞ্চি) |
বুড়িমারী–লালমনিরহাট– পার্বতীপুর লাইন |
---|
উৎস: বাংলাদেশ রেলওয়ে মানচিত্র |
ইতিহাস
সম্পাদনারংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সংযোগকারী হিসেবে কুড়িগ্রাম শাটল চালানো হয়।[১][২] ১ মার্চ ২০২২ সালে এই শাটলটিকে রমনা কমিউটার নামকরণ করে ট্রেনটি বিকালে লালমনিরহাট-কাউনিয়া-কুড়িগ্রাম-কাউনিয়া-রমনা এবং সকালে রমনা-কুড়িগ্রাম-কাউনিয়া-রংপুর-লালমনিরহাট রেলপথে যাতায়াত করে।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ নিউজ, সময়। "Somoy Tv News"। Somoy News। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯।
- ↑ "কুড়িগ্রাম এক্সপ্রেস ১৬ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯।
- ↑ "কুড়িগ্রাম-রমনা রেলপথে ২ বছর পর চালু হচ্ছে ট্রেন"। দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯।