কুড়িগ্রাম সাটল বাংলাদেশ রেলওয়ের অধীনে চলা একটি সাটল ট্রেন।

কুড়িগ্রাম সাটল
সংক্ষিপ্ত বিবরণ
পরিষেবা ধরনশাটল ট্রেন
বর্তমান পরিচালকবাংলাদেশ রেলওয়ে
যাত্রাপথ
শুরুলালমনিরহাট রেলওয়ে স্টেশন
শেষকুড়িগ্রাম রেলওয়ে স্টেশন
যাত্রাপথের সেবা
শ্রেণীআছে
আসন বিন্যাসআছে
ঘুমানোর ব্যবস্থানাই
অটোরেক ব্যবস্থানাই
খাদ্য সুবিধানাই
পর্যবেক্ষণ সুবিধাআছে
বিনোদন সুবিধাআছে
মালপত্রের সুবিধাআছে
কারিগরি
ট্র্যাক গেজ১,০০০ মিলিমিটার (৩ ফুট   ইঞ্চি)

ইতিহাস সম্পাদনা

রংপুর এক্সপ্রেসকুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সংযোগকারী হিসেবে কুড়িগ্রাম শাটল চালানো হয়।[১][২] ১ মার্চ ২০২২ সালে এই শাটলটিকে রমনা কমিউটার নামকরণ করে ট্রেনটি বিকালে লালমনিরহাট-কাউনিয়া-কুড়িগ্রাম-কাউনিয়া-রমনা এবং সকালে রমনা-কুড়িগ্রাম-কাউনিয়া-রংপুর-লালমনিরহাট রেলপথে যাতায়াত করে।[৩]

তথ্যসূত্র সম্পাদনা

  1. নিউজ, সময়। "Somoy Tv News"Somoy News। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯ 
  2. "কুড়িগ্রাম এক্সপ্রেস ১৬ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯ 
  3. "কুড়িগ্রাম-রমনা রেলপথে ২ বছর পর চালু হচ্ছে ট্রেন"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২০২৩-০৮-১৯