শাটল ট্রেন
শাটল ট্রেন এমন একটি ট্রেন যা দুটি পয়েন্টের মধ্যে সামনে-পেছনে চলাচল করে। বিশেষত এটি একটি সংক্ষিপ্ত রুটে নিয়মিত পরিষেবা দিয়ে থাকে। শাটল ট্রেনগুলো বিশ্বের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে ব্যবহৃত হয়। এগুলো যাত্রী, মালবাহী বা উভয়কে বহন করতে ব্যবহৃত হতে পারে। বাংলা একাডেমি ‘shuttle service’ এর বাংলা অর্থ করেছে, ‘অল্প ব্যবধানে অবস্থিত স্থানসমূহের মধ্যে (ট্রেন, বাস ইত্যাদির) নিয়মিত চলাচল ব্যবস্থার বাহন'।যদি যোগাযোগ রক্ষার জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় আসা যাওয়া সবসময় ট্রেন নির্ভর যাতায়াত হয়, তাহলে এ ধরনের ট্রেনগুলোকে শাটল ট্রেন বলা হয়ে থাকে।[১][২][৩]
কয়েকটি শাটল ট্রেনের নাম
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ প্রতিবেদক, নিজস্ব। "ট্রেনের নাম শাটল"। দৈনিক প্রথম আলো। ২০২২-০১-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮।
- ↑ "ট্রেনের নাম 'শাটল' কেন?"। thedailycampus.com। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮।
- ↑ লেখা। "শাটল ট্রেনের উচ্ছল দিনগুলো কোথায় হারাল?"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৮।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]