কাজী নজরুল ইসলাম সরণি

কলকাতার রাস্তা, ভারত

কাজী নজরুল ইসলাম সরণি (পূর্বনাম ভিআইপি রোড) পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা মহানগরীর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। বিশিষ্ট বাঙালি কবি কাজী নজরুল ইসলামের নামাঙ্কিত এই রাস্তাটি শহরের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সংযোগ রক্ষা করছে। উল্টোডাঙ্গা থেকে দমদমের নিকট যশোর রোড পর্যন্ত এই রাস্তাটি প্রসারিত। এর শেষপ্রান্তটি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথটি স্পর্শ করছে। সর্বদা দ্বিমুখী এই রাস্তাটির ধারে অবস্থিত উল্টোডাঙা, লেকটাউন, কৈখালি, বাগুইআটি, কেষ্টপুর ও তেঘড়িয়া।

কাজী নজরুল ইসলাম সরণি
পূর্ব নামভিআইপি রোড
রক্ষণাবেক্ষণকারীবিধাননগর পৌরসংস্থা, দক্ষিণ দমদম পৌরসভা এবং কলকাতা পৌরসংস্থা
দৈর্ঘ্য৮.১ কিমি (৫.০ মাইল)
অবস্থানবৃহত্তর কলকাতা (উত্তর ২৪ পরগনা জেলা এবং কলকাতা জেলা)
নিকটস্থ কলকাতা মেট্রো স্টেশনবিমান বন্দর, ভিআইপি রোড, বেঙ্গল কেমিক্যাল
উত্তর প্রান্তনেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর গেট নং. ১
দক্ষিণ প্রান্তউল্টোডাঙ্গা
নির্মাণ
নির্মাণ সম্পন্ন১৯৬২